ind-vs-ban-test-squad-for-bangladesh

IND vs BAN: দিনকয়েক আগেই রাওয়ালপিন্ডির মাঠে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে চমকে দিয়েছিলো বাংলাদেশ। প্রথমবারের মত পাক দল’কে টেস্টের ময়দানে ধরাশায়ী করেছিলো টাইগার্স’রা। মেহদী, শাকিব’দের পারফর্ম্যান্সকে কুর্নিশ জানালেও ক্রিকেটবোদ্ধারা ভেবেছিলেন যে দ্বিতীয় টেস্টে নিশ্চয়ই ঘুরে দাঁড়াবেন বাবর আজম’রা (Babar Azam)। কিন্তু সেই সুযোগটাই দেন নি নাজমুল হোসেন শান্ত’র দলের ক্রিকেটাররা। প্রথম ইনিংসে ১২ রানের লিড পেয়েছিলো পাকিস্তান। তা সত্ত্বেও সুবিধা করে উঠতে পারে নি ‘মেন ইন গ্রিন।’ বাবর, রিজওয়াল, সাউদ শাকিল সমৃদ্ধ ব্যাটিং লাইন-আপে কাঁপুনি ধরান নাহিদ রাণা (Nahid Rana) ও হাসান মাহমুদ। ১৭২-এ গুটিয়ে যায় তারা। চতুর্থ ইনিংসে ১৮৪ তাড়া করে টানা দ্বিতীয় জয় হাসিল করে নেয় টিম টাইগার্স। পাকিস্তানকে তাদেরই ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশের পরবর্তী লক্ষ্য এবার ‘টিম ইন্ডিয়া।’

Read More: ২০২৭ সালের বিশ্বকাপ খেলবেন রোহিত শর্মা, মুখ্য নির্বাচক করলেন কনফার্ম !!

ভারতের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ-

Bangladesh Cricket Team | IND vs BAN | Image: Getty Images
Bangladesh Cricket Team | Image: Getty Images

টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে এর আগে ১৩টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ (IND vs BAN)। একটি ম্যাচেও আসে নি জয়। ২০২২-এ মীরপুরে সাফল্যের খুব কাছাকাছি পৌঁছেও হারতে হয়েছিলো তাদের। ১১টি হারের পাশাপাশি দুটি ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগার্সদের। পাকিস্তানের বিরুদ্ধে ২-০ সিরিজ জয় ভারত সফরের আগে আত্মবিশ্বাস যোগাচ্ছে নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto), মুশফিকুর রহিমদের (Mushfiqur Rahim)। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। প্রথম ম্যাচটি রয়েছে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। চলার কথা ২৩ সেপ্টেম্বর অবধি। চিপকের বাইশ গজে কার্যকরী হতে পারে স্পিন। শাকিব (Shakib al Hasan), মেহদীদের (Mehidy Hasan Miraz) দিকে নজর থাকবে। দ্বিতীয় টেস্টটি রয়েছে ২৬ সেপ্টেম্বর থেকে। কানপুরের গ্রিণ পার্ক স্টেডিয়ামে রয়েছে ম্যাচটি। তিন বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে কানপুরে।

শক্তিশালী দেখাচ্ছে বাংলাদেশ স্কোয়াড’কে-

Bangladesh Cricket Team | Image: Getty Images
Bangladesh Cricket Team | Image: Getty Images

রাওয়ালপিন্ডির মাঠে নজর কেড়েছেন দুই তরুণ ওপেনার সাদমান ইসলাম  (Shadman Islam) ও জাকির হাসান। ভারত সফরে থাকছেন তাঁরা। এর আগে চট্টগ্রামে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্ট শতরান করেছিলেন জাকির (Zakir Hasan)। চাইবেন অ্যাওয়ে সিরিজেও (IND vs BAN) সেই ধারাবাহিকতা বজায় রাখতে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’কে দেখা যেতে পারে মিডল অর্ডারে। থাকছেন প্রাক্তন অধিনায়ক মোমিনুল হক’ও (Mominul Haque)। পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলেছেন তিনি। দুই অভিজ্ঞ মুখ মুশকিফুর রহিম ও শাকিব আল হাসান ধার বাড়াবেন বাংলাদেশ স্কোয়াডের। সম্প্রতি দেশে শাকিবের বিরুদ্ধে খুনে জড়িত থাকার মামলা রজু হয়েছে। ক্রিকেট কেরিয়ারই অনিশ্চয়তার মুখে তাঁর। সেই জটিলতার মধ্যেই বাইশ গজে নিজেকে মেলে ধরার চেষ্টা চালিয়ে যাবেন টাইগার্স দলের সর্বকালের সেরা খেলোয়াড়।

নজর থাকবে লিটন দাসের (Litton Das) দিকে। সম্প্রতি কঠিন পরিস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে শতরান করে তারিফ কুড়িয়েছেন তিনি। স্পিন কেমন সামলান ভারতের পিচে তার উপর অনেকাংশেই নির্ভর করবে বাংলাদেশের ইনিংস। এই মুহূর্তে টাইগার্সদের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা মেহদী হাসান মিরাজ। ২০২২-তে ওয়ান ডে সিরিজে ভারতকে (IND vs BAN) কার্যত একাই রুখে দিয়েছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ জেতার পর ভারতেও ভালো পারফর্ম করাই লক্ষ্য হবে তাঁর। ঘূর্ণি পিচে কার্যকর হতে পারেন নাইম হাসান ও তাইজুল ইসলাম (Taijul Islam)। নতুন বাংলাদেশ দলে পেস বিকল্পেরও অভাব নেই। শরিফুল, তাস্কিনদের (Taskin Ahmed) মত পরিচিত মুখেদের সাথে হাসান মাহমুদ, নাহিদ রাণা, খালেদ আহমেদ’রা থাকবেন পেস ব্যাটারির ধার বাড়াতে।

এক নজরে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মোমিনুল হক, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, নাহিদ রাণা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাইম হাসান, তাস্কিন আহমেদ, তাইজুল ইসলাম।

Also Read: IND vs BAN: হার্দিককে অধিনায়ক করে টি-২০ স্কোয়াড ঘোষণা ভারতের, রিঙ্কু পেলেন এই গুরুদায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *