IND vs BAN: গ্বালিয়রে বিরাট জয় পাওয়ার পর আজ দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি টিম ইন্ডিয়া (IND vs BAN)। দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতলেই সিরিজ হাতের মুঠোয় আসবে ভারতের। সেই লক্ষ্য নিয়েই মাঠে নেমেছেন সূর্যকুমাররা। প্রথম টি-২০তে টসের মুদ্রা পড়েছিলো ‘মেন ইন ব্লু’র পক্ষে। কিন্তু দ্বিতীয় ম্যাচে জিতেছেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। প্রথমে ভারতকেই ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলো সঞ্জু স্যামসন (Sanju Samson) ও অভিষেক শর্মা’র জুটি। কিন্তু দীর্ঘস্থায়ী হলো না ওপেনিং পার্টনারশিপ। গত ম্যাচে কার্যকরী ২৯ রানের ইনিংস খেলেছিলেন কেরলের ক্রিকেটার। আজ কিন্তু ৯ করেই সঞ্জু স্যামসন’কে ফিরতে হলো সাজঘরে।
Read More: IND vs SL TOSS REPORT: টস জিতলো ভারত, মরণ-বাঁচন লড়াইয়ে শ্রীলঙ্কা দলে ১ পরিবর্তন !!
দিল্লী’র মাঠে আজ শুরুতেই পরীক্ষানিরীক্ষার পথে হেঁটেছিলেন বাংলাদেশী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shnato)। তিনি প্রথম ওভারে বোলিং-এর দায়িত্ব দিয়েছিলেন মেহদী হাসান মিরাজকে। কাজে আসে নি সেই ফাটকা। মিরাজকে জোড়া বাউন্ডারি হাঁকান সঞ্জু (Sanju Samson)। একটি চার মারেন অভিষেক’ও। মোট ১৫ রান আসে ছয় বলে। লড়াইতে ফিরতে দ্বিতীয় ওভারেই তাস্কিন আহমেদকে (Taskin Ahmed) আক্রমণে আনেন বাংলাদেশ অধিনায়ক। ফলপ্রসূ হলো সেই সিদ্ধান্তই। গতির হেরফের করে টাইগারদের সাফল্য এনে দিলেন তাস্কিন। সঞ্জুর বিরুদ্ধে স্লোয়ার বলে আস্থা রেখেছিলেন তিনি। আর অভিষেকের জন্য বেছে নিয়েছিলেন দ্রুত গতির ডেলিভারি। ওভারের শেষ বলে উইকেট তুলে নেন তাস্কিন।
তাস্কিনের (Taskin Ahmed) লম্বা রান-আপ দেখে সঞ্জু (Sanju Samson) সম্ভবত ভেবেছিলেন যে দ্রুতগতির ডেলিভারি আসতে চলেছে তাঁর জন্য। কিন্তু ১২২.৩ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বোলিং করেন বাংলাদেশী পেসার। দ্বিধায় থাকা ভারতীয় ব্যাটার দ্রুত শট খেলে দেওয়ার ফলে ব্যাটে-বলে সঠিক সংযোগ হয় নি। ব্যাটের অনেক নীচের দিকে লাগে বল। তা আকাশে উঠেছিলো ঠিকই, কিন্তু মিড অফ’কে টপকে যেতে পারে নি। সহজ ক্যাচ তালুবন্দী করতে কোনো সমস্যাই হয় নি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র (Najmul Hossain Shanto)। ৭ বলে ২টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে আউট হন সঞ্জু। দ্বিতীয় টি-২০তে ১৭ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছে ভারতীয় দল।