তাসের ঘরের মতন ভেঙে পড়লো বাংলাদেশি দলের ব্যাটিং, ৫০ রানে জয় সুনিশ্চিত করে সেমিফাইনালের টিকিট কনফার্ম করলো টিম ইন্ডিয়া !! 1

বিশ্বকাপের বড় মঞ্চে জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া। বাংলাদেশকে (IND vs BAN) ৫০ রানে পরাস্ত করে সেমিফাইনালের টিকিট কনফার্ম করলো ভারতীয় দল। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে বেশ দ্রুত সূচনা দেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) জুটি। ১১ বলে ২৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা, ২৮ বলে ৩৭ রান বানিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন বিরাট কোহলি। ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৫০ রানের ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ২৭ বলে ৪টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে বিধ্বংসী ব্যাটিং করেন ভারতীয় দলের সহ অধিনায়ক।

হার্দিকের পাশাপশি, ঋষভ পন্থ (Rishabh Pant) ২৪ বলে ৪টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৩৬ রান বানান তিনি। পাশাপশি আজকের ম্যাচে ফর্মে ফিরতে দেখা গেল শিবম দুবেকেও (Shivam Dube), ব্যাট হাতে কঠিন সময়ে ২৪ বলে ৩টি ছক্কার বিনিময়ে ৩৪ রান বনান তিনি। ভারতীয় ব্যাটসম্যানদের তৎপরতায় ২০ ওভার শেষে ১৯৬ রান বানাতে সক্ষম হয় ভারতীয় দল।

১৪৬’রানে শেষ হলো বাংলাদেশ দলের ব্যাটিং

Ind vs ban
IND vs BAN | Image: Getty Images

রান তাড়া করতে এসে, বাংলাদেশি দলের দুই ওপেনার ব্যাটসম্যান বেশ দ্রুত সূচনা দেন। চতুর্থ ওভারের তৃতীয় বলে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) বলে ১০ বলে ১৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন দাস (Litton Das)। পাওয়ার প্লের ভিতর ৪২ রান তোলে বাংলাদেশ দল। মিডিল ওভারে ক্যাপ্টেন রোহিত তার তুরুপের তাস ‘কুলদীপ যাদব’কে দায়িত্ব দেন।

কুলদীপের জাদুর সামনে টিকতে পারলো না বাংলাদেশ, ৩১ বলে ৪টি চারের বিনিময়ে ২৯ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তানজিদ তামিমকে। এরপর হৃদয়কে এলবিডব্লিউ আউট করে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন কুলদীপ। এমনকি পরিপক্ক শাকিব আল হাসান বড় শট মারতে গিয়ে কুলদীপের শিকার হয়ে মাত্র ১১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন।

দলের হয়ে সর্বাধিক ৩২ বলে ১টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৪০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় নাজমুল হাসান শান্তকে। বুমরাহের স্লো বল পড়তে না পেরে হারান নিজের উইকেট। নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রান বানায় বাংলাদেশ। ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৩ উইকেট পান কুলদীপ যাদব এবং ২টি করে উইকেট নিয়েছেন পেসার জসপ্রীত বুমরাহ ও অর্ষদীপ সিং। অর্ধ-শতরান সহ ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হলেন হার্দিক পান্ডিয়া।

Read Also: IND vs BAN: “এমন অপয়া দু’টো দেখি নি…” সূর্যকুমার ব্যর্থ হতেই নেটজনতার রোষের মুখে MBA চায়ওয়ালা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *