ind-vs-ban-surya-carnage-in-3rd-t20i

IND vs BAN: দিল্লীতে দ্বিতীয় টি-২০ জয়ের সাথে সাথেই সিরিজ (IND vs BAN) হাতের মুঠোয় নিয়েছে ভারত। আজ বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ম্যাচটি খাতায়-কলমে নিয়মরক্ষার। তবে টিম ইন্ডিয়া যে তেমনটা ভাবছে না তার প্রমাণ মিলেছে মাঠে। হায়দ্রাবাদে আজ ভারতীয় একাদশে একটি বদল চোখে পড়েছে। সুযোগ পেয়েছেন রবি বিষ্ণোই। তরুণ তুর্কি হর্ষিত রাণা’র খেলার কথা থাকলেও তিনি অসুস্থ হয়ে পড়ায় মাঠে নামতে পারেন নি আজ। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই বছরের আইপিএলে নিয়মিত বড় রান উঠেছে। সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) এই মাঠেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রেকর্ড ২৭৮ রান তুলেছিলো ২০ ওভারে। আজ টসে জিতে প্রথম ব্যাটিং করতে নেমে ভারত যে গতিতে এগোচ্ছে তাতে মনে হচ্ছে সানরাইজার্সের রেকর্ড’ও আর নিরাপদ নয়।

শুরুটা খুব একটা ভালো আজ হয় নি টিম ইন্ডিয়ার (Team India)। তৃতীয় ওভারের প্রথম বলেই তানজিম হাসান সাকিবের বলে উইকেট খুইয়েছিলেন অভিষেক শর্মা। তিন নম্বরে ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সঞ্জু স্যামসনের (Sanju Samson) সাথে জুটি বেঁধে পালটা আক্রমণ শানানোর প্রচেষ্টা শুরু করেন ভারতীয় অধিনায়কই। চলতি সিরিজের প্রথম দুটি ম্যাচে সেরা ছন্দে দেখা যায় নি সূর্য’কে। আজ হায়দ্রাবাদের মাঠে তিনি আরও একবার বুঝিয়ে দিলেন কেনো তিনি বিশ্বের অন্যতম সেরা টি-২০ ব্যাটার। পেস হোক বা স্পিন, বাংলাদেশের যাবতীয় অস্ত্রকে ভোঁতা করে ঝড়ের গতিতে এগিয়ে নিয়ে গেলেন ভারতীয় ইনিংস-কে। মাঠের যে কোনো প্রান্ত দিয়ে চার-ছক্কা হাঁকানোর বিরল প্রতিভার অধিকারী তিনি। সেই কারণেই অনুরাগীরা তাঁকে ডাকে মিস্টার ৩৬০ নামে। আজও সেই ৩৬০ ডিগ্রী শটের ডালি সাজাতে দেখা গেলো ভারত অধিনায়ককে।

Read More: IND vs BAN 3rd T20i: ৪, ৪, ৪, ৬, ৪…হায়দ্রাবাদে সঞ্জু সুনামি, বাংলাদেশের বিপক্ষে ঝোড়ো ইনিংস ভারতীয় তারকার !!

বাংলাদেশের বিরুদ্ধে দুর্ধর্ষ ইনিংস সূর্যকুমারের-

Suryakumar Yadav and Sanju Samson | IND vs BAN | Image: Getty Images
Suryakumar Yadav and Sanju Samson | IND vs BAN | Image: Getty Images

শুরুটাই করেছিলেন তানজিম সাকিব’কে বিশাল এক ছক্কা হাঁকিয়ে। নিজের ইনিংসের তৃতীয় বলে আরও একটি বাউন্ডারি মারতে দেখা যায় সূর্যকুমার যাদব’কে (Suryakumar Yadav)। এরপর তাস্কিন আহমেদকেও (Taskin Ahmed) একই ওভারে চার-ছক্কা হাঁকাতে দেখা যায় ভারত অধিনায়ককে। পুল শট, ফ্লিক, ল্যাপ শটের মত অস্ত্র আজ হায়দ্রাবাদের বাইশ গজে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেখা গেলো সূর্য’কে। ষষ্ঠ ওভারে তরুণ পেসার তানজিম শাকিব’কে আরও একবার আক্রমণে এনেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। দ্বিতীয় বলে সিঙ্গল নিয়ে সূর্যকে স্ট্রাইক দেন সঞ্জু স্যামসন। এরপর চড়াও হন বিশ্বর‍্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় ব্যাটার। পরপর তিনটি বল আছড়ে পড়ে বাউন্ডারিতে। আর ওভারের শেষ ডেলিভারিটিকে মাঠের বাইরে পাঠিয়ে দেন সূর্য।

১১তম ওভারে মাহমুদুল্লাহ’কে (Mahmudullah Riyad) লেগ সাইডে ঠেলে দুই রান নিয়ে নিজের অর্ধশতক সম্পূর্ণ করেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আন্তর্জাতিক টি-২০তে এই নিয়ে ২১তম অর্ধশতকের মালিক হলেন তিনি। মাইলস্টোন স্পর্শ করার পরেও রানের গতিতে কোনো রকম বাঁধ দেন নি তিনি। ফের হাঁকান ছক্কা। তাস্কিন আহমেদের বিমার সামলে উঠে দাঁড়ান হাসিমুখে। পরের ফ্রি হিটেই পয়েন্টের উপর দিয়ে বল উড়িয়ে দেন মাঠের বাইরে। শেষমেশ ১৫তম ওভারের তৃতীয় বলে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়েই উইকেট হারালেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। মাহমুদুল্লাহ রিয়াদের বলে আউট হওয়ার আগে ৩৫ বলে ৮টি চার ও ৫টি ছক্কার সাহায্যে তাঁর ব্যাট থেকে এলো ৭৫ রান। সঞ্জুর সাথে তাঁর ১৭৩ রানের জুটি বাংলাদেশকে আজকের ম্যাচেও ঠেলে দিয়েছে অনেকখানি ব্যাকফুটে।

Also Read:IND vs BAN, 3RD T20I TOSS REPORT: নিয়মরক্ষার ম্যাচে টস জিতলো ভারত, একাদশ ঘোষণা করে চমকে দিলেন সূর্যকুমার যাদব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *