ind-vs-ban-shoriful-on-facing-india

IND vs BAN: শ্রীলঙ্কার বিরুদ্ধে খানিক অপ্রত্যাশিত ভাবেই ওডিআই সিরিজে হেরে বসেছে টিম ইন্ডিয়া (Team India)। সেই ধাক্কার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আপাতত দল। দেড় মাসের বিরতির পর তারা মাঠে ফিরছে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN)। ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে রয়েছে প্রথম টেস্ট ম্যাচ। তুল্যমূল্য পরিসংখ্যানের বিচারে অনেক এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে ভারত (Team India) যে হাল্কাভাবে নিচ্ছে না তা প্রমাণিত গতকাল প্রকাশিত হওয়া ষোলো সদস্যের স্কোয়াড থেকেই। রোহিত, কোহলি (Virat Kohli), বুমরাহ, অশ্বিন-নিজেদের যাবতীয় অস্ত্র’ই বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে প্রস্তুত ‘মেন ইন ব্লু।’ বাইশ গজের দ্বৈরথে বাংলাদেশ’ও যে ভারতকে টক্কর দিতে তৈরি, তা জানিয়ে দিলেন পেসার শরিফুল ইসলাম (Shoriful Islam)।

Read More: IPL 2025: শালা-জিজা খেলবেন একই দলে, আইপিএলের আসরে চমক দিচ্ছে গুজরাত টাইটান্স !!

আত্মবিশ্বাসের শিখরে শরিফুল-

Shoriful Islam | IND vs BAN | Image: Getty Images
Shoriful Islam | Image: Getty Images

ভারতের বিরুদ্ধে এখনও অবধি ১৩টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ (IND vs BAN)। ১১টিতে হারতে হয়েছে তাদের। ২টি ম্যাচ ড্র হয়েছে। ২০২২ সালে যখন শেষবার লাল বলের ফর্ম্যাটে সাক্ষাৎ হয়েছিলো দুই দেশের তখন মীরপুরের মাঠে ভারতকে বাগে পেয়েও হারাতে পারে নি তারা। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin) জুটি বৈতরণী পার করিয়ে দিয়েছিলো টিম ইন্ডিয়াকে। রেকর্ডবুকে এবার বদল আনতে মুখিয়ে রয়েছে টাইগার্স’রা। পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হারিয়ে আত্মবিশ্বাসের শিখরে রয়েছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস ভারতের বিরুদ্ধেও সাফল্য ছিনিয়ে আনতে কাজে লাগবে বলে মনে করছেন তারকা পেসার শরিফুল ইসলাম (Shoriful Islam)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তেমনটাই জানালেন তিনি।

লড়াই যে সহজ হবে না তা জানেন শরিফুল (Shoriful Islam)। সাক্ষাৎকারে তিনি বলেছেন, “পাকিস্তানের তুলনায় ভারত অনেক বেশী অভিজ্ঞ টেস্ট ক্রিকেটে। ভারত বড় দল, এবং আমি মনে করি যদি আমরা ওদের বিরুদ্ধে ভালো পারফর্ম করতে পারি, তাহলে গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে দেখবে। আমরা যদি ভারতের মাটিতে ভালো কিছু করতে পারি তাহলে সেটা আমাদের আনন্দ দেবে। আমরা কঠিন পরিশ্রম করছি। আশা রাখছি ফলাফল আমাদের পক্ষে যাবে।” নিজেদের পরিকল্পনা স্পষ্ট করেছেন তিনি। শরিফুল (Shoriful Islam) জানিয়েছেন, “আমরা জয় দিয়ে শুরু করতে চাইবো কারণ পাকিস্তানে আমরা একটা দারুণ সিরিজ খেলেছি। সবাই আত্মবিশ্বাসী। সেই আত্মবিশ্বাসের সদ্ব্যবহার করার চেষ্টায় থাকবো।”

দেখে নিন কি বলেছেন শরিফুল-

বাতিল হতে পারে দ্বিতীয় টেস্ট?

Bangladesh Cricket Team | Image: Getty Images
Bangladesh Cricket Team | Image: Getty Images

চেন্নাইয়ের পর ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) সিরিজের দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা রয়েছে কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে। ২৬ তারিখ থেকে ৩০ তারিখ অবধি চলার কথা তা। কিন্তু তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। গত মাসে গণঅভ্যুত্থান দেখা গিয়েছে বাংলাদেশে। গদিচ্যুত হয়েছে আওয়ামী লীগ সরকার। দেশ ছেড়ে আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। এই ঘটনার পরেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের খবর আসছে। এই সকল ঘটনার প্রতিবাদে কানপুর টেস্টে বিক্ষোভ দেখানোর কর্মসূচী ঘোষণা করেছে হিন্দু মহাসভা। এমতাবস্থায় গ্রিন পার্কে ম্যাচ হলে নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা যেতে পারে বলে অনুমান করছেন অনেকে। আপৎকালীন পরিস্থিতিতে তাই ভেন্যু বদলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে।

Also Read: IND vs BAN: পাকিস্তান’কে হারিয়ে এবার ভারত’কে চ্যালেঞ্জ বাংলাদেশের, প্রকাশ্যে টাইগার্সদের টেস্ট স্কোয়াড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *