IND vs BAN: এই মুহূর্তে টিম ইন্ডিয়া রয়েছে ইংল্যান্ড। জুন মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়েছে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি। চলবে অগস্টের গোড়া অবধি। তারপর বাংলাদেশ সফরে (IND vs BAN) যাওয়ার কথা ছিলো কে এল রাহুল, শুভমান গিল, ঋষভ পন্থদের। ১৭ থেকে ৩১ অগস্টের মধ্যে পড়শি দেশের বিপক্ষে তিনটি ওয়ান ডে ও তিনটি টি-২০ খেলতেন তাঁরা। সূচি ও ভেন্যু অবধি চূড়ান্ত করে ফেলেছলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসেছে বিসিসিআই। পদ্মাপারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে এখন সেখানে দল পাঠাতে রাজী নয় তারা। মেলে নি কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত’ও। ফলে আপাতত সফর বাতিল করারই সিদ্ধান্ত নিয়েছেন রজার বিনি, দেবজিৎ আজ বিসিসিআই-এর তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সফর স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে বোর্ড।
Read More: গম্ভীরের এই ভুলে জেতা ম্যাচ হারলো ভারত, জাদেজার পরিশ্রমে জল ঢাললেন প্রধান কোচ !!
এক বছর পিছিয়ে গেলো সিরিজ-

অগস্টে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) সিরিজ ভেস্তে গেলে তা পুনরায় কবে আয়োজন করা যাবে তা নিয়ে সন্দিহান ছিলেন বিশেষজ্ঞরা। দুই দলের ঠাসা সূচির কারণে বিকল্প কোনো ‘উইন্ডো’ আদৌ পাওয়া যাবেন কিনা তা নিয়ে চলছিলো চর্চা। কিন্তু শেষমেশ সেই সমস্যার সমাধানসূত্র খুঁজে বের করেছেন বিসিসিআই ও বিসিবি (BCB) কর্তারা। আজ ভারতীয় বোর্ডের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে যে ২০২৫-এর অগস্টের পরিবর্তে ২০২৬-এর সেপ্টেম্বর অবধি পিছিয়ে দেওয়া হলো টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর (IND vs BAN)। এক বছর এক মাস পরো তিনটি ওয়ান ডে ও তিনটি টি-২০ খেলতে পড়শি দেশে পা রাখবে ‘মেন ইন ব্লু।’ দিনকয়েকের মধ্যেই পূর্ণাঙ্গ সূচি ও ভেন্যু’র তালিকা সামনে আনা হবে বলেও জানানো হয়েছে।
অগস্ট মাসের চতুর্থ ও পঞ্চম সপ্তাহে ‘বিকল্প’ সিরিজের সন্ধানে বিসিসিআই। ইতিমধ্যেই শ্রীলঙ্কার ক্রিকেট সংস্থা (SLC) তিনটি ওয়ান ডে ও তিনটি টি-২০’র প্রস্তাব দিয়েছে ভারতীয় বোর্ড’কে। ভাবনাচিন্তা রয়েছে তা ঘিরে। তবে ইংল্যান্ড-সহ অন্যান্য বেশ কিছু বোর্ডের সাথেও কথা চালাচ্ছেন তারা। সেপ্টেম্বরে হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ। অপারেশন সিঁদুরের পর ক্রিকেটের বাইশ গজে আদৌ পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া (Team India) মাঠে নামবে কিনা তা নিয়ে ভারত সরকার কি সিদ্ধান্ত নেয় তার উপর বিসিসিআই-এর পদক্ষেপ অনেকাংশেই নির্ভরশীল। কেন্দ্রীয় সরকার তা খেলার ব্যাপারে সবুজ সংকেত দেয় সেক্ষেত্রে অগস্টে হয়ত দ্বিপাক্ষিক সিরিজেই সায় দিতে হবে বোর্ড’কে। না হলে ঐ সময়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে পারে তারা।
পাকিস্তানের বিরুদ্ধে নামছে বাংলাদেশ-

ভারত না গেলেও বাংলাদেশে যেতে আপত্তি জানায় নি পাকিস্তান (PAK vs BAN)। জুলাই মাসের ২০, ২২ ও ২৪ তারিখ মীরপুরের তিনটি টি-২০ খেলতে চলেছে দুই দেশ। সলমন আলি আঘা’র নেতৃত্বাধীন স্কোয়াড’ও ঘোষণা করে দিয়েছে পিসিবি। বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফদের মত তারকাদের জায়গা হয় নি কুড়ি-বিশের স্কোয়াডে। ডাক পেয়েছেন ফখর জামান, সাইম আইয়ুব, মহম্মদ হারিসরা। তবে এই সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড’কে। ৪ কোটি বাংলাদেশী টাকায় এই সিরিজের স্বত্ব বিক্রি করতে চেয়েছিলো বিসিবি। কিন্তু সেই দর দিতে রাজী হয় নি কোনো সংস্থাই। শেষমেশ দাম কমিয়ে স্বত্ব বিক্রি করতে হয়েছে তাঁদের, সংবাদসংস্থা দ্য ডেইলি স্টার’কে জানিয়েছেন এক বিসিবি কর্তা।