ind-vs-ban-series-postponed-till-2026

IND vs BAN: এই মুহূর্তে ভারতীয় দল রয়েছে ইংল্যান্ডে। এজবাস্টনে চলছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। এরপর লর্ডস, ম্যাঞ্চেস্টার ও ওভালে আরও তিনটি টেস্ট রয়েছে তাদের। এরপর বাংলাদেশ সফরে (IND vs BAN) যাওয়ার কথা ছিলো কে এল রাহুল, শুভমান গিল’দের। তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-২০তে টাইগার্সদের মুখোমুখি হত উপমহাদেশের দুই বৃহৎ ক্রিকেটীয় শক্তি। সীমিত ওভারের দু’টি সিরিজেরই সূচিও প্রকাশ করে দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসেছে বিসিসিআই। এই মুহূর্তে পড়শি দেশে দল পাঠানো সম্ভব নয়, জানিয়েছে তারা। সূত্রের খবর যে কূটনৈতিক কারণে বোর্ডকে বাংলাদেশ সফর থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে খোদ কেন্দ্রীয় সরকার। এমতাবস্থায় এই সিরিজ দু’টি ভবিষ্যতেও আদৌ হবে কিনা তা নিয়ে দেখা গিয়েছিলো সংশয়। তবে শেষমেশ সমাধানসূত্র মিলেছে বলেই খবর সংবাদমাধ্যম মারফত।

Read More: IND vs ENG 2nd Test: আইসিসি’র নিয়ম ভেঙে বিতর্কে শুভমান, হতে পারেন নির্বাসিত !!

বাংলাদেশ সফর ঘিরে অনিশ্চয়তা-

IND vs BAN | Image: Getty Images
IND vs BAN | Image: Getty Images

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অগস্ট মাসের ১৭, ২০ ও ২৩ তারিখ তিনটি ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিলো ভারত ও বাংলাদেশের (IND vs BAN)। প্রথম দুই ম্যাচের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছিলো মীরপুর’কে। অন্য ম্যাচটি হত চট্টগ্রামে। টি-২০ সিরিজ শুরু হওয়ার কথা ছিলো ২৬ তারিখ চট্টগ্রামে। ২৯ ও ৩১ অগস্ট বাকি দু’টি ম্যাচ রাখা হয়েছিলো মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। কিন্তু সেই সূচি অনুযায়ী খেলাগুলি যে হবে না সেই ইঙ্গিত দিনকয়েক আগেই দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিকার রহমান। “ভারত বনাম বাংলাদেশ সিরিজের দিনক্ষণ এখনও ঠিক হয় নি। ওরা (বিসিসিআই) জানিয়েছে যে অগস্টে ওদের পক্ষে আসা কঠিন। এটা এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) এর অন্তর্গত,” সংবাদমাধ্যম ক্রিকবাজকে জানিয়েছিলেন অন্য এক বিসিবি কর্তা।

গোটা বিষয়টিতে এখনও পর্যন্ত নিশ্চুপ ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সূত্রের খবর কিছুদিনের মধ্যেই বিসিবি’র সাথে একটি যৌথ বিবৃতি জারি করে সফর স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করতে পারে তারা। এর আগে বাংলাদেশ সফর (IND vs BAN) ঘিরে কখনও জটিলতা সৃষ্টি হয় নি। এবার তবে কি হলো? বিশ্লেষণ করতে বসে পড়শি দেশের বদলে যাওয়া রাজনৈতিক দৃশ্যপটের দিকেই আঙুল তুলছেন বিশেষজ্ঞরা। গত বছর গণঅভ্যুত্থান ঘটে বাংলাদেশে। পদ হারান শেখ হাসিনা। তারপর থেকেই অন্ধ ভারতবি্রোধিতা মাথাচাড়া দিয়েছে পদ্মপারে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী মহম্মদ ইউনূস। ভারতবিরোধিতায় দাঁড়ি টানতে প্রায় কোনো ব্যবস্থাই নেন নি তিনি। বরং তাঁর কিছু বিতর্কিত মন্তব্যের কারণে অস্বস্তির চোরাস্রোত বয়েছে দুই দেশের সম্পর্কে। তার ফলশ্রুতিতেই সফর স্থগিত রাখার সিদ্ধান্ত, মত ক্রিকেটদুনিয়ার।

বদলে যাচ্ছে ভারতের সফরসূচি-

IND vs BAN | Image: Getty Images
IND vs BAN | Image: Getty Images

বাতিল হচ্ছে না ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) সিরিজ, বরং স্থগিত হচ্ছে তা, জোর দিয়েই বলেছিলেন বিসিবি কর্তারা। বিসিসিআই সূত্রেও তেমনই খবর মিলেছে আপাতত। তবে সামনে ঠাসা ক্রিকেট সূচি রয়েছে টিম ইন্ডিয়ার। সেপ্টেম্বরে রয়েছে এশিয়া কাপ। তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে তাদের। অক্টোবর-নভেম্বরে রয়েছে অস্ট্রেলিয়া সফর। এরপর দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে হবে তাদের। এই সূচি সামলে পড়শি দেশে যাওয়া কার্যত অসম্ভব ‘মেন ইন ব্লু’র পক্ষে। ফলে ২০২৫-এ নয়, বরং বাংলাদেশ সফর (IND vs BAN) আয়োজিত হতে পারে আগামী বছর। ২০২৬-এর সেপ্টেম্বরে টাইগার্সদের বিরুদ্ধে মাঠে নামতে পারে ‘মেন ইন ব্লু,’ খবর সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো সূত্রে। শেষমেশ জল কোন পথে গড়ায় সেদিকেই এখন তাকিয়ে সকলে।

Also Read: “চরিত্রহীন, লম্পট..”, শামিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য হাসিন জাহানের, বিস্ফোরক অভিযোগে তোলপাড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *