ind-vs-ban-selectors-to-axe-rahul-iyer

IND vs BAN: শ্রীলঙ্কা সফরে আশানুরূপ ফলাফল হয় নি ভারতীয় দলের। টি-২০ বিশ্বকাপ জয়ের পর যে ফিল গুড পরিবেশ ছিলো সাজঘরে, ২৭ বছর পর লঙ্কানদের বিপক্ষে ওডিআই সিরিজ হারের পর তার ছিটেফোঁটাও আর অবশিষ্ট নেই। সামনেই রয়েছে লম্বা মরসুম। বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) চেন্নাই ও কানপুরে দুটি টেস্ট রয়েছে। এরপর টাইগার্সদের বিপক্ষে তিনটি টি-২০’ও খেলবে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে এরপর রয়েছে হোম টেস্ট। তারপর যেতে হবে দক্ষিণ আফ্রিকা সফরে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে থাকছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাওস্কর ট্রফি। চলবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ অবধি। শ্রীলঙ্কা সফরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আগামী সিরিজ গুলোতে দলকে সাফল্য এনে দিতে চান কোচ গম্ভীর (Gautam Gambhir)। তাঁর নোটবুকে বাতিলের খাতায় সামিল হতে পারে রাহুল ও শ্রেয়স আইয়ারের নাম।

Read More: টি-২০ থেকে অবসর নিতেই CSK থেকে বাদ পড়ছেন রবীন্দ্র জাদেজা, নিলামে পাবেন না কোনো দল !!

দলীপে অগ্নিপরীক্ষা রাহুল-শ্রেয়সের-

KL Rahul and Shreyas Iyer | IND vs BAN | Image: Getty Images
KL Rahul and Shreyas Iyer | Image: Getty Images

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। সিরিজের মাঝপথেই ছিটকে যেতে হয়েছিলো দল থেকে। পক্ষান্তরে অফ ফর্মের জন্য ইংল্যান্ড সিরিজ চলাকালীনই বাদ পড়েছিলেন শ্রেয়স আইয়ার’ও (Shryeas Iyer)। তাঁকে ছন্দে ফেরার জন্য ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছিলো বোর্ড। কিন্তু গড়িমসি করেন তিনি। ক্ষুব্ধ বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি থেকেই ছেঁটে ফেলে শ্রেয়সকে। এরপর আইপিএলে (IPL) অংশ নেন দু’জনেই। কিন্তু সুযোগ পান নি টি-২০ বিশ্বকাপে। মাসকয়েক আন্তর্তজাতিক ক্রিকেট থেকে দূরে থাকার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজেই প্রত্যাবর্তন হয় তাঁদের। মিডল অর্ডারের মুখ হয়ে উঠবেন তাঁরা, আশায় ছিলেন অনুরাগীরা। কিন্তু বাস্তবে তেমনটা দেখা যায় নি। ব্যর্থ হয়েছেন সবক’টি ম্যাচেই।

শ্রেয়স লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচে করেন যথাক্রমে ২৩, ৭ ও ৮। কে এল রাহুল (KL Rahul) প্রথম ম্যাচে করেছিলেন ৩১। দ্বিতীয় ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর আর শেষ ম্যাচের একাদশে তাঁকে রাখেনই নি কোচ গম্ভীর (Gautam Gambhir)। দু’জনের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যর্থতার পর। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁদের সুযোগ দেওয়া হবে নাকি ধ্রুব জুড়েল, সরফরাজ খান, ঈশান কিষণদের পরখ করে দেখা হবে তা নিয়ে চলছে আলোচনা। দুই অভিজ্ঞ তারকার সামনেই বড় পরীক্ষা হতে চলেছে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দলীপ ট্রফি। রাহুল রয়েছেন ইন্ডিয়া-এ দলে, শ্রেয়সকে দেওয়া হয়েছে ইন্ডিয়া-ডি দলের নেতৃত্ব। তাঁরা যদি ভালো পারফর্ম করেন, তাহলে হয়ত জায়গা করে নেবেন ভারত-বাংলাদেশ (IND vs BAN) সিরিজে। না হলে তাঁদের বাদ দিয়েই দল সাজাবেন অজিত আগরকারেরা।

বাংলাদেশ সিরিজে নজরে যে সব তারকারা-

Rishabh Pant | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

টিম ইন্ডিয়াতে (Team India) জায়গা পেতে হলে ঘরোয়া ক্রিকেটে যে নিয়মিত পারফর্ম করতে হবে তা স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই। দলীপ ট্রফির চারটি দলের স্কোয়াডের দিকে তাকালেও বদ্ধমূল হয় সেই কথাই। রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রণ অশ্বিন-চার সিনিয়র ছাড়া সকল তারকাই খেলছেন এই ঘরোয়া টুর্নামেন্ট। দলীপ ট্রফির স্কোয়াড থেকেই সেরা পারফর্মারদের বেছে নেওয়া হতে পারে বাংলাদেশ সিরিজের (IND vs BAN) জন্য। যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা’দের উপর ফোকাস থাকবে। আসন্ন টেস্ট মরসুমের আগে ফর্ম ঝালিয়ে নিতে চাইবেন তাঁরা। দলীপ ট্রফিতে (Duleep Trophy) ভালো পারফর্ম্যান্স করে টিম ইন্ডিয়ার দরজা খুলে ফেলতে পারেন বাংলার অভিমণ্যু ঈশ্বরণ, মহারাষ্ট্রের ঋতুরাজ গায়কোয়াড়রাও। প্রায় নয় মাস পর টিম ইন্ডিয়াতে ফেরার চেষ্টায় থাকবেন ঈশান কিষণ’ও।

Also Read: IND vs BAN: বাদের খাতায় কোহলি-রাহুল-শ্রেয়স, বাংলাদেশের বিপক্ষে ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *