ind-vs-ban-sanju-on-fire-in-3rd-t20i

IND vs BAN: গ্বালিয়র ও দিল্লীর মাঠে বাংলাদেশকে সহজেই হারিয়েছে টিম ইন্ডিয়া (IND vs BAN)। টেস্টের পর টি-২০ সিরিজও ইতিমধ্যেই নিয়েছে হাতের মুঠোয়। আজ হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে তৃতীয় টি-২০ ম্যাচটি জিতলে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার সুযোগ থাকছে ভারতের সামনে। মাসখানেক আগে শ্রীলঙ্কাকে তাদের মাটিতে ৩-০ ফলে হারিয়েছিলেন সূর্যকুমার যাদবরা। আজ ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষেও সেই রেকর্ড স্পর্শ করতে মুখিয়ে রয়েছে দল। রাজীব গান্ধী স্টেডিয়ামের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। এবারের আইপিএলে নিয়মিত বড় রান উঠেছে এখানে। সেই কথা মাথায় রেখেই টস জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছে ‘মেন ইন ব্লু।’ গত দুটি ম্যাচে ওপেনিং জুটি সাফল্য না পেলেও আজ ফের সঞ্জু স্যামসন (Sanju Samson) ও অভিষেক শর্মা’র উপরই ভরসা রেখেছেন কোচ গম্ভীর।

টানা তৃতীয় ম্যাচে রান পেলেন না অভিষেক শর্মা (Abhishek Sharma)। তানজিম হাসান সাকিবের বলে মাত্র ৪ রান করেই ফিরেছেন সাজঘরে। প্রথম উইকেটের পতনের পরেও সঞ্জু স্যামসনের (Sanju Samson) ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ালো আজ ভারত। গ্বালিয়রে ১৯ বলে ২৯ করেছিলেন সঞ্জু। শুরুটা ভালো হলেও ইনিংসকে বেশী দূর টেনে নিয়ে যেতে পারনে নি। দিল্লীতে তাস্কিনের স্লোয়ার বলে পরাস্ত হয়ে মাত্র ৯ রানের মাথায় ক্যাচ তুলে দিয়েছিলেন মিড অফে দাঁড়ানো নাজমুল হোসেন শান্ত’র হাতে। কিন্তু আজ অন্য মেজাজে কেরলের ক্রিকেটতারকা। আগাগোড়া আগ্রাসী ভঙ্গিতে ব্যাটিং করতে দেখা গেলো তাঁকে। গত ম্যাচে তাস্কিনের (Taskin Ahmed) বলে উইকেট খুইয়েছিলেন। আজ তাঁর বিরুদ্ধেই যেন বাড়তি উদ্যমে ব্যাটিং করলেন সঞ্জু।

Read More: IND vs BAN, 3RD T20I TOSS REPORT: নিয়মরক্ষার ম্যাচে টস জিতলো ভারত, একাদশ ঘোষণা করে চমকে দিলেন সূর্যকুমার যাদব !!

দুর্দান্ত অর্ধশতক সঞ্জু স্যামসনের-

Sanju Samson and Suryakumar Yadav | IND vs BAN | Image: Twitter
Sanju Samson and Suryakumar Yadav | IND vs BAN | Image: Twitter

প্রথম দুটি ডেলিভারিতে কোনো রান নেন নি সঞ্জু (Sanju Samson)। কিন্তু এরপরই জ্বলে ওঠেন ব্যাট হাতে। পরপর চারটি বল’কে পাঠিয়ে দেন বাউন্ডারির ঠিকানায়। দুটি চোখধাঁধানো কভার ড্রাইভ তিনি বের করে আনেন নিজের ঝুলি থেকে। অন্য দুটি বাউন্ডারি আসে ফ্লিকের সাহায্যে। এরপর মুস্তাফিজুর রহমানকেও (Mustafizur Rahman) রেয়াৎ করেন নি তিনি। চতুর্থ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে মারেন যথাক্রমে চার ও ছক্কা। নন-স্ট্রাইকারের মাথার উপর দিয়ে যেভাবে উড়িয়ে দিলেন বল, তাতে প্রতিপক্ষ বোলারের দিকে যেন প্রকাশ্যেই ছুঁড়ে দিলেন চ্যালেঞ্জ। পঞ্চম ওভারে আরও একবার তাস্কিনকে বোলিং-এ এনেছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত (Najmul Hossain Shanto)। কিন্তু ফের সঞ্জুর (Sanju Samson) রোষের শিকার হন তিনি। হজম করেন বাউন্ডারি।

এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রতিভাবান বোলার রিশাদ হোসেন (Rishad Hossain)। স্পিনের জাদুতে টি-২০ বিশ্বকাপে বেশ কার্যকরী ভূমিকা নিয়েছিলেন তিনি। আজ ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) ম্যাচে সঞ্জু স্যামসন ঝড়ে দিশাহারা তিনিও। সপ্তম ওভারে বল করতে এসেছিলেন তিনি। কভারের উপর দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে তাঁকে স্বাগত জানান সঞ্জু স্যামসন। পরের বল’টি ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে বাউন্ডারির ঠিকানায় পাঠাতে দেখা গেলো ভারতের উইকেটরক্ষক-ব্যাটারকে। ওভারের তৃতীয় ডেলিভারিটিতে বাড়তি ফ্লাইট মিশিয়েছিলেন রিশাদ। তাঁকে লং-অফের উপর দিয়ে মাঠের বাইরে আছড়ে ফেলেন সঞ্জু (Sanju Samson)। সম্পূর্ণ করেন টি-২০ কেরিয়ারের তৃতীয় অর্ধশতক। এখনও ক্রিজে রাজত্ব চালাচ্ছেন তিনি। প্রতিবেদন লেখার সময় তাঁর স্কোর ২৫ বলে ৫৯*। মেরেছেন ৮টি চার ও ৩টি ছক্কা।

দেখুন সঞ্জু’র ধুন্ধুমার ব্যাটিং-

Also Read: স্বপ্নের উড়ান ক্রিকেট তারকার, অটোচালকের সন্তান থেকে হলেন তেলেঙ্গানার DSP !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *