ind-vs-ban-ruturaj-to-replace-shubman

IND vs BAN: আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) টেস্ট সিরিজ। চেন্নাইয়ের মাঠে টসে জিতে প্রথমে টিম ইন্ডিয়াকে (Team India) ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছে প্রতিপক্ষ দল। সাধারণত ঘূর্ণি পিচ দেখা যায় চেপকে। কিন্তু আজ দেখা গিয়েছে ব্যতিক্রমী দৃশ্য। টার্ন নয় বরং স্যুইং ও গতিতে বাজিমাত করেছেন বোলার’রা। ম্যাচের প্রথম ঘন্টাতেই পরপর উইকেট তুলে ‘মেন ইন ব্লু’র তারকাখচিত টপ-অর্ডারকে ধরাশায়ী করেন হাসান মাহমুদ (Hasan Mahmud)। রোহিত শর্মা, বিরাট কোহলি-রান পান নি কেউই। হতাশ করেন শুভমান গিল’ও (Shubman Gill)। মাসখানেক আগেও তাঁকে ভবিষ্যতের সুপারস্টার বলা হচ্ছিলো। অনেকেই বলছিলেন যে আগামী দশকে ব্যাট হাতে ক্রিকেটদুনিয়া শাসন করবেন তিনি। কিন্তু বর্তমানে ফর্ম খুইয়ে দল থেকে বাদ পড়ার মুখে শুভমান।

Read More: “ভবিষ্যতের সুপারস্টার…” ভারতের বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং প্রদর্শন দেখিয়ে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং হাসান মাহমুদ !!

বাদ পড়তে চলেছেন শুভমান গিল-

Shubman Gill | IND vs BAN | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

আজ চেন্নাইয়ের মাঠে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন শুভমান গিল (Shubman Gill)। চূড়ান্ত হতাশ করেছেন তিনি। হাসান মাহমুদের (Hasan Mahmud) স্যুইং-এর সামনে আগাগোড়া ছিলেন নড়বড়ে। খাতা খোলার আগেই উইকেট হারান তিনি। গুড লেন্থে পিচ করা বল তাড়া করতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন উইকেটরক্ষক লিটন দাসের (Litton Das) হাতে। শুভমানের এই ব্যর্থতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত ফেব্রুয়ারির ইংল্যান্ড সিরিজের পর থেকেই ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে তাঁর খেলায়। আইপিএলে নিজের সেরা ছন্দের ধারেকাছেও ছিলেন না। এরপর জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের ফর্ম্যাটে ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছে তাঁর ফর্মের গ্রাফ। দুটি টি-২০তে যথাক্রমে ৩৪ ও ৩৯ করেন। তিনটি একদিনের ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ১৬, ৩৫ ও ৬।

লাল বলের ফর্ম্যাটে বাংলাদেশের বিপক্ষে (IND vs BAN) মাঠে নামার আগে শুভমানকে প্রস্তুতি নেওয়ারও যথেষ্ট সময় করে দিয়েছিলো বিসিসিআই। দলীপ ট্রফিতে ভারত-এ দলের অধিনায়ক করা হয় তাঁকে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-বি’র বিপক্ষে একটি ম্যাচও খেলেন তিনি। কিন্তু পাঞ্জাবের তরুণ ব্যাটার রান পান নি সেখানেও। দুই ইনিংসে যথাক্রমে ২৫ ও ২১-এর বেশী এগোতে পারেন নি তিনি। ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। কানপুরে আর ঝুঁকি নিতে চাইবেন না জয় শাহ’রা। স্কোয়াডে রাখা হবে না শুভমান’কে (Shubman Gill)। এই অফ ফর্ম থেকে বেরিয়ে আসার জন্য তাঁকে দ্রুত ঘরোয়া ক্রিকেটের আসরে ফেরত পাঠাতে পারে বোর্ড।

সুযোগ পেতে পারেন ঋতুরাজ-

Ruturaj Gaikwad | Image: Getty Images
Ruturaj Gaikwad | Image: Getty Images

শুভমান গিল যদি বাদ পড়েন তাহলে তাঁর শূন্যস্থানে জায়গা করে নেবেন কে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। গত দশকে অধিকাংশ সময় তিন নম্বরে ব্যাট করেছেন চেতেশ্বর পূজারা। কিন্তু সৌরাষ্ট্রের অভিজ্ঞ তারকা যে আপাতত টিম ইন্ডিয়ার ভাবনায় নেই তা বোঝা গিয়েছে দলীপ ট্রফির (Duleep Trophy) চারটি দলের স্কোয়াডের মধ্যে একটিতেও তাঁর না থাকা থেকে। বরং বিশেষজ্ঞদের মতে কানপুরে টেস্ট অভিষেকের জন্য বেছে নেওয়া হতে পারে ঋতুরাজ গায়কোয়াড়’কে (Ruturaj Gaikwad)। গত বছরের টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিম ইন্ডিয়ার ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে জায়গা পেলেও নাম প্রত্যাহার করেছিলেন তিনি। এবার হয়ত আসতে চলেছে মাঠে নামার সৌভাগ্য। ছন্দে রয়েছেন তিনি। দলীপ ট্রফিতে ভারত-সি দলের অধিনায়ক হিসেবে চার ইনিংসে করেছেন যথাক্রমে ৫, ৪৬, ৫৮ ও ৬২ রান। তাঁকে পরীক্ষার মুখে ফেলে দেখে পারেন কোচ গম্ভীর।

Also Read: IND vs BAN 1st Test: মাহমুদের আগুনে স্পেলে ছিন্নভিন্ন টপ-অর্ডার, ধাক্কা সামলে লড়ছেন যশস্বী-ঋষভ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *