IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) চেপক টেস্টে চালকের আসনে ভারত। প্রথম ইনিংসে ৩৭৬ তুলেছিলো ‘মেন ইন ব্লু।’ তার জবাবে টাইগার্সরা গুটিয়ে গিয়েছে ১৪৯ রানে। ২২৭ রানের লিড পাওয়া সত্ত্বেও প্রতিপক্ষকে ফলো-অন করায় নি রোহিত শর্মা’র (Rohit Shrma) দল। বরং নেমেছে ব্যাটিং করতে। দ্বিতীয় দিনের শেষ সেশনে যত বেশী সংখ্যক রান তুলে নিয়ে বাংলাদেশের উপর পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা চাপিয়ে দেওয়াই আপাতত উদ্দেশ্য। দ্বিতীয় ইনিংসের শুরুতেই অবশ্য বিপত্তির সম্মুখীন হতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। প্রথম দিনের মত আজও অল্প রানেই সাজঘরে ফিরে গিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর হতাশাজনক পারফর্ম্যান্সের পর উঠছে বাদ দেওয়ার দাবী।
Read More: “বাঘেরা সবাই বন্দি…” ১৪৯ রানের মাথায় শেষ হলো বাংলাদেশ দলের ব্যাটিং, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!
দুই ইনিংসেই হতাশ করেছেন রোহিত-
অধিনায়ক রোহিত শর্মা’র (Rohit Sharma) ফর্ম নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। প্রথম ইনিংসে হাসান মাহমুদ ও তাস্কিন আহমেদের বিরুদ্ধে বেশ নড়বড়ে দেখিয়েছিলো তাঁকে। ব্যক্তিগত ১ রানের মাথায় তাঁর বিরুদ্ধে লেগ বিফোর উইকেটের আপিল করেছিলো বাংলাদেশ। সেই যাত্রায় আম্পায়ারস কলের সৌজন্যে রক্ষা পান তিনি। কিন্তু দীর্ঘায়িত করতে পারেন নি নিজের ইনিংস। মাত্র ৬ রান করেই ফিরতে হয় সাজঘরে। আউটস্যুইং-এ বাজিমাত করেন হাসান মাহমুদ’ই। রোহিতের বাড়িয়ে দেওয়া ব্যাটের বাইরের দিকের প্রান্ত স্পর্শ করে বল জমা পড়ে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্ত’র (Najmul Hossain Shanto) হাতে। কঠিন পরিস্থিতিতে এভাবে ভুল শটে উইকেট ছুঁড়ে দিয়ে এসে সমালোচনার মুখে পড়েছিলেন রোহিত।
দ্বিতীয় ইনিংসেও উন্নতি দেখা গেলো না পরিস্থিতিতে। ওপেন করতে নেমে ফের দ্রুত উইকেট হারান রোহিত শর্মা (Rohit Sharma)। তাস্কিনের গুড লেন্থে পিচ করানো ডেলিভারির বিপদ ডেকে নিয়ে আসে তাঁর জন্য। আরও একবার তার বাড়িয়ে দেওয়া ব্যাটের আউটসাইড এজ লেগে বল জমা পড়ে ফিল্ডার জাকির হাসানের (Zakir Hasan) হাতে। ৭ বলে ৫ রান করেই ফিরতে হয় তাঁকে। গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভালো খেলেছিলেন অধিনায়ক। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইতে যেভাবে চাপে পড়তে দেখা গিয়েছে তাঁকে, তাতে আগামী কানপুর টেস্টে তাঁর খেলা নিয়ে দেখা গিয়েছে সংশয়। ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই মনে করছেন যে খোদ অধিনায়ককে বাদ দিয়েই মাঠে নামতে পারে ভারত।
রোহিতের বদলির সন্ধানে টিম ইন্ডিয়া-
দ্বিতীয় ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা হয় নি এখনও। তবে রোহিতকে (Rohit Sharma) যদি বাদ দেওয়া হয়, তাহলে বিকল্প কে হতে পারে তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। দৌড়ে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড় (Rutuaj Gaikwad)। মহারাষ্ট্রের তারকা এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল স্কোয়াডের ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। চলতি দলীপ ট্রফিতে ভালো ফর্মে আছেন। অবশেষে তাঁর সামনে খুলে যেতে পারে টেস্ট দলের দরজা। সেক্ষেত্রে কানপুরে হয়ত যশস্বী জয়সওয়ালের সাথে ওপেন করতে পারেন শুভমান গিল। আর তিন নম্বরে ঋতুরাজকে নামিয়ে দেখতে পারেন কোচ গৌতম গম্ভীর। এছাড়াও রোহিতের বদলি হিসেবে যদি বিশেষজ্ঞ ওপেনারই নেওয়া হয়, সেক্ষেত্রে বিসিসিআই-এর পয়লা পছন্দ হতে পারেন বাংলার অভিমণ্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)।