ind-vs-ban-rohit-storm-at-kanpur

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) কানপুরের মাঠে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলছে টিম ইন্ডিয়া। বারবার আবহাওয়াজনিত সমস্যার সম্মুখীন হতে হয়েছে ইতিপূর্বে। প্রথম দিন কেবল ৩৫ ওভার হয়েছিলো খেলা। এরপর দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে ভণ্ডুল হয় ম্যাচ। তৃতীয় দিনে বৃষ্টি ছিলো না, কিন্তু আউটফিল্ড প্রস্তুত না থাকায় মাঠে নামা হয় নি ক্রিকেটারদের। অবশেষে চতুর্থ দিনে ফের শুরু করা গিয়েছে ম্যাচ। ৩ উইকেটের বিনিময়ে ১০৭ রান ছিলো প্রথম ব্যাটিং করতে নামা বাংলাদেশের স্কোরবোর্ডে। আজ ১০৬ রান আরও যোগ করতে পেরেছে তারা। অল-আউট হয়েছে ২৩৩ রানে। হাতে সময় বেশী নেই, এই টেস্ট থেকে ফয়সালা আদায় করে নিতে হলে সাহসী হতেই হবে টিম ইন্ডিয়াকে। কোচ গম্ভীর ও অধিনায়ক রোহিত’ও (Rohit Sharma) যে তা অনুভব করছেন,তার প্রমাণ মিলেছে ভারতীয় ইনিংসের গোড়া থেকেই।

Read More: “সাহসী হতে পারবেন রোহিত?…” অল-আউট বাংলাদেশ, টিম ইন্ডিয়াকে জয়ের লক্ষ্যে এগোনোর পরামর্শ নেটদুনিয়ার !!

মারমুখী ব্যাটিং রোহিত শর্মা’র-

Rohit Sharma | IND vs BAN | Image: Twitter
Rohit Sharma | IND vs BAN | Image: Twitter

‘সাদা পোশাকে টি-২০’, আজ কানপুরে ভারত যেভাবে নিজেদের ইনিংস শুরু করেছিলো, তাকে হয়ত এভাবেই বর্ণনা করা যেতে পারে। প্রথম ওভারে স্ট্রাইক পান নি অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। নন-স্ট্রাইকার প্রান্ত থেকে দাঁড়িয়ে দেখেছিলেন তরুণ তুর্কি যশস্বী জয়সওয়ালের আগ্রাসন। দ্বিতীয় ওভারে জ্বলে ওঠে খোদ অধিনায়কের ব্যাট’ও। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বল তুলে দিয়েছিলেন খালেদ আহমেদের হাতে। এভাবে যে হিটম্যান তাঁকে স্বাগত জানাবেন তা হয়ত কল্পনাও করতে পারেন নি তিনি। প্রথম বলটিকেই লং-অনের উপর দিয়ে উড়িয়ে দেন। বাউন্ডারি সীমানা টপকে তা পরে মাঠের বাইরে টাঙানো একটি সামিয়ানার উপর। দ্বিতীয় বলেও খালেদকে (Khaled Ahmed) রেয়াত করেন নি তিনি। ডিপ স্কোয়্যার লেগের উপর দিয়ে পুল করে আছড়ে ফেলেন মাঠের বাইরে। হাসান মাহমুদকেও একটি ছক্কা হাঁকান তিনি।

দেখুন রোহিতের বিস্ফোরক ব্যাটিং-

গড়ে ফেললেন নয়া রেকর্ড-

Rohit Sharma and Yashasvi Jaiswal | IND vs BAN | Image: Getty Images
Rohit Sharma and Yashasvi Jaiswal | Image: Getty Images

গত টেস্টে নতুন বল হাতে ভারতকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন হাসান মাহমুদ। আজ তাঁকে ছন্দ খুঁজে নেওয়ার কোনো সুযোগই দিলেন না যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। বাউন্ডারির হ্যাট্রিক দেখা গেলো প্রথম ওভারে। রোহিতের সাথে তাল মিলিয়ে টাইগার সংহার যজ্ঞে নেমেছিলেন তিনিও। ম্যাচের তৃতীয় ওভারেও হাসান মাহমুদের চতুর্থ ডেলিভারিটিকে উড়িয়ে দেন ডিপ এক্সট্রা কভারের উপর দিয়ে। পঞ্চম বলটিকে পাঠিয়ে দেন বাউন্ডারির ঠিকানায়। ওভারের শেষ বলে অফস্টাম্পের বাইরে ইয়র্কারের প্রচেষ্টা ছিলো হাসানের (Hasan Mahmud)। ঠিক টি-২০’র ঢঙেই ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে স্লাইস করে বাউন্ডারি হাঁকান যশস্বী। ইংল্যান্ডের বাজবল’কে আজ রীতিমত লজ্জায় ফেলে দিলো ভারতের ‘গম্ভীর-বল।’ ৩ ওভার শেষে স্কোরবোর্ড দেখাচ্ছিলো ৫১/০। টেস্ট ইতিহাসে দ্রুততম ৫০ রানের জুটি গড়লেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার।

পারলেন না ইনিংস দীর্ঘায়িত করতে-

Rohit Sharma and Yashasvi Jaiswal | IND vs BAN | Image: Getty Images
Rohit Sharma and Yashasvi Jaiswal | Image: Getty Images

যেভাবে শুরু করেছিলেন ভারত অধিনায়ক, তাতে আজ তাঁর থেকে রানের ইমারতের স্বপ্ন দেখছিলেন অনুরাগীরা। কিন্তু বিধি বাম। দুর্ভাগ্যের শিকার হতেই হলো তাঁকে। মেহদী হাসান মিরাজের বল প্যাডে আছড়ে পড়ায় রোহিতকে (Rohit Sharma) লেগ বিফোর দিয়েছিলেন আম্পায়ার রিচার্ড কেটেলবোরো। সঙ্গে সঙ্গে রিভিউ নেন রোহিত। দেখা যায় বল ‘আউটসাইড অফ’ পিচ করেছিলো। বেঁচে যান হিটম্যান। জীবন ফিরে পেয়েও ইনিংস লম্বা করতে পারলেন না তিনি। মেহদীর পরের ডেলিভারিটিই রোহিতের রক্ষণ ভেঙে আছড়ে পড়ে মিডল স্টাম্পে। কানপুরের উইকেটের নীচু বাউন্স’কে কাজে লাগিয়ে বাজিমাত করে যান বাংলাদেশী অলরাউন্ডার। ১১ বলে ৩টি ছক্কার সাহায্যে ২৩ করে থামতেই হয় রোহিতকে (Rohit Sharma)। প্রথম উইকেট হারানোর পরেও অবশ্য আগ্রাসন কমে নি ভারতের। প্রতিবেদন লেখার সময় স্কোর ২ উইকেটে ১২৮। যশস্বী আউট হয়েছেন ৭২ করে।

Also Read: IND vs BAN 2nd Test: হেনস্থা করেছেন ভারতীয়রা, ‘মিথ্যা’ অভিযোগ এনে বিতর্কের কেন্দ্রে বাংলাদেশের ‘টাইগার রবি’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *