IND vs BAN

IND vs BAN: চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) টেস্ট সিরিজ। প্রায় ছয় মাস পর দীর্ঘতম ফর্ম্যাটে প্রত্যাবর্তন ভারতের। পক্ষান্তরে পাকিস্তানকে হারানোর পর মাঠে নেমেছে আত্মবিশ্বাসী টাইগারবাহিনী। টসের মুদ্রা পড়েছিলো বাংলাদেশের পক্ষে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথমে  বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন। টসে হারার পর হতাশাই ধরা পড়েছিলো টিম ইন্ডিয়ার ‘ক্যাপ্টেন’ রোহিত শর্মা’র (Rohit Sharma) চোখেমুখে। তিনিও স্পষ্ট জানান যে জিতলে বোলিং-এর সিদ্ধান্তই নিতেন। বাইশ গজের দিকে তাকিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে নতুন লাল বলের মোকাবিলা করা সহজ হবে না। ইনিংসের শুরুর দিকে সমস্যার মুখে পড়তে হতে পারে ব্যাটিং দল’কে। বাস্তবেও দেখা গেলো তেমনটাই।

Read More: Video: বড় দুর্ঘটনা থেকে বাঁচলো রোহিত শর্মা, সজোরে প্রাইভেট পার্টে লাগলো ব্যাট !!

চেন্নাইয়ের পিচে সাধারণত সাহায্য পান স্পিনাররা। কিন্তু আজ বাইশ গজের চরিত্র একটু যেন আলাদা। বাউন্স রয়েছে। সাথে দেখা গিয়েছে স্যুইং-ও। বাংলাদেশ কোচ চান্ডিকা হাথুরুসিঙ্ঘের তিন পেসারে খেলার পরিকল্পনা যে সঠিক ছিলো তার প্রমাণ মিলেছে ম্যাচের প্রথম ঘন্টাতেই। ওপেন করতে নেমে ব্যাট হাতে সমস্যার মধ্যে পড়তে দেখা গিয়েছিলো রোহিত শর্মা (Rohit Sharma) ও যশস্বী জয়সওয়াল’কে (Yashasvi Jaiswal)। তাস্কিন আহমেদ ও হাসান মাহমুদের বেশ কয়েকটি ডেলিভারি তাঁদের ব্যাটের একদম পাশ দিয়ে জমা পড়েছিলো উইকেটরক্ষক লিটন দাসের (Litton Das) হাতে। ইনিংসের শুরুতে একবার ভাগ্যের সাহায্য’ও পান রোহিত। লেগ বিফোরের আবেদন নট-আউট ঘোষিত হয় আম্পায়ারস কলের সৌজন্য। কিন্তু তা সত্ত্বেও ইনিংসকে দীর্ঘায়িত করা আর হলো না ভারত অধিনায়কের।

ষষ্ঠ ওভারে তরুণ হাসান মাহমুদের (Hasan Mahmud) হাতে বল তুলে দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ডেলিভারিটিতেই সাফল্য এনে দেন তিনি। অফ স্টাম্পের লাইনের ঠিক বাইরে বলটিকে পিচ করিয়েছিলেন হাসান। গুড লেন্থে পড়ে বাইরের দিকে যাচ্ছিলো তা। যাত্রাপথে রোহিতের (Rohit Sharma) বাড়িয়ে দেওয়া ব্যাটের ‘আউটসাইড এজ’ স্পর্শ করে তা জমা পড়ে দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা নাজমুল হোসেন শান্ত’র (Najmul Hossain Shanto) হাতে। বেশ খানিকটা সামনের দিকে ঝূঁকে পড়ে বল তালুবন্দী করতে কোনো ভুল করেন নি শান্ত। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভালো ফর্মে ছিলেন রোহিত শর্মা। কিন্তু ঘরের মাঠে টাইগারবাহিনীর বিপক্ষে রানের মুখ দেখলেন না তিনি। ১৯ বল খেলে মাত্র ৬ করেই তাঁকে ফিরতে হয় সাজঘরে। চেন্নাইয়ের মাঠে ১৪ রানের মাথায় প্রথম উইকেট হারালো ভারত।

দেখে নিন রোহিতের উইকেট’টি-

Also Read: IND vs BAN 1ST TEST 2024 Toss Report in Bengali: চেন্নাইতে টস জিতলো বাংলাদেশ, ম্যাচ জিততে ৩ পেসারে আস্থা দেখালো টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *