IND vs BAN

IND vs BAN: চেন্নাইতে আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) দ্বৈরথ। প্রথম টেস্ট ম্যাচে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে টাইগারবাহিনী। চেপকে সাধারণত মন্থর, ঘূর্ণি পিচ দেখেই অভ্যস্ত ক্রিকেটজনতা। কিন্তু আজ খানিক আলাদা আচরণ করছে বাইশ গজ। গতি রয়েছে, বাউন্স ও স্যুইং-এর দেখাও মিলেছে ইতিমধ্যে। তিন পেসার নিয়ে মাঠে নামার পরিকল্পনা করে কিছু ভুল যে করেন নি বাংলাদেশ কোচ চাণ্ডিকা হাথুরুসিঙ্ঘে, তার প্রমাণ মিলেছে প্রথম ঘন্টাতেই। তাস্কিন-হাসান মাহমুদদের (Hasan Mahmud) গতি ও স্যুইং রীতিমত নাজেহাল করেছে ভারতীয় ব্যাটিং-কে। বিশেষ করে নজর কেড়েছেন তরুণ তুর্কি হাসান মাহমুদ। আউটস্যুইং-এর জাদুতে তিনি কাঁপুনি ধরিয়েছেন ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপে।

Read More: “অবসর নিয়ে নাও…” বাংলাদেশের বিরুদ্ধে ব্যার্থ হলেন বিরাট কোহলি, সমাজ মাধ্যমে হলেন ট্রোলের শিকার !!

ওপেন করতে নেমে বেশ নড়বড়ে ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ব্যক্তিগত ১ রানের মাথায় বল আছড়ে পড়েছিলো তাঁর প্যাডে। বাংলাদেশী ক্রিকেটারদের আপিলে সাড়া দেন নি আম্পায়ার। শান্ত রিভিউ নেওয়ার পর ‘আম্পায়ারস কল’-এর সৌজন্যে রক্ষা পেয়েছিলেন ভারত অধিনায়ক। কিন্তু ইনিংস দীর্ঘায়িত করতে পারলেন না তিনি। সেই হাসান মাহমুদের (Hasan Mahmud) শিকার হয়েই সাজঘরে ফিরতে হলো তাঁকে। ষষ্ঠ ওভারের প্রথম বল’টি গুড লেন্থে পিচ করিয়েছিলেন বাংলাদেশী পেসার। আউটস্যুইং মেশানো সেই বিষাক্ত ডেলিভারি রোহিতের ব্যাটের বাইরের দিকের কোণায় চুমু খেয়ে উড়ে যায় দ্বিতীয় স্লিপের দিকে। ক্যাচ ধরতে কোনো ভুল করেন নি নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। ১৯ বলে ৬ রান করেই ফিরতে হয় রোহিত’কে। ১৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় টিম ইন্ডিয়া।

শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় ব্যাটিং-এর একমাত্র উজ্জ্বল নক্ষত্র ছিলেন রোহিত (Rohit Sharma)। আজ বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) তাঁর হতাশাজনক পারফর্ম্যান্স স্বাভাবিক কারণেই বিমর্ষ করেছে তাঁর অনুরাগীদের। নিজেদের হতাশা সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করেছেন তাঁরা। একইসাথে কটাক্ষের শিকারও হতে হয়েছে রোহিত শর্মা’কে। ‘এই ফুটওয়ার্ক নিয়ে ভাবার সময় হয়েছে’ মন্তব্য করেছেন একজন। ‘ঘরের মাঠে এই বেহাল দশা, অস্ট্রেলিয়াতে কি হবে?’ আশঙ্কা ব্যক্ত করতেও দেখা গিয়েছে কাউকে কাউকে। দিন দুই আগে সাংবাদিক সম্মেলনে বাংলাদেশকে বিঁধে রোহিত (Rohit Sharma) বলেছিলেন, “ভারতকে সবাই হারাতে চায়। ওদের মজা করতে দিন। আমরা ওসব নিয়ে ভাবি না’, প্রত্যুত্তরে এখন নেটজনতার খোঁচা, ‘আপনিও বরং মজাই করুন রোহিত, ক্রিকেটে তো আর নজর কাড়তে পারছেন না!’

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs BAN 1st Test: টেস্ট প্রত্যাবর্তন মধুর হলো না বিরাট কোহলি’র, মাহমুদের আগুনে স্পেলে বিপর্যস্ত টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *