IND vs BAN: চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে চলছে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) টেস্ট। প্রত্যাশামতই ঘরের মাঠে দাপট টিম ইন্ডিয়ারই। ধীরে ধীরে বাংলাদেশকে হারের দিকে ঠেলে দিচ্ছে ‘মেন ইন ব্লু।’ প্রথম ইনিংসের শেষে তাদের লিড ২২৭ রানের। দ্বিতীয় ইনিংসেও টাইগার্স বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করতে দেখা গিয়েছে ঋষভ পন্থ (Rishabh Pant), শুভমান গিলদের (Shubman Gill)। দুজনেই পেরিয়ে গিয়েছেন শতরান। ধীরে ধীরে বাংলাদেশের লক্ষ্যমাত্রা এগিয়ে চলেছে ৫০০’র দিকে। ম্যাচের বাকি এখনও দুই দিন। বড়সড় অঘটন না ঘটলে এই ম্যাচ যে ‘মেন ইন ব্লু’ই জিতছে তা বলাই যায়। দলের চমকপ্রদ পারফর্ম্যান্সের মাঝে গতকাল একটি ঘটনা নজর কেড়ে নিয়েছে দর্শকদের। মাঠের মধ্যে ক্ষোভে ফেটে পড়তে দেখা গিয়েছে অধিনায়ক রোহিতকে।
Read More: IND vs BAN 1st Test: বাংলাদেশের ‘ক্যাপ্টেন’ হয়ে উঠলেন ঋষভ পন্থ, মনে করালেন MS ধোনি’কে !!
রাগে অগ্নিশর্মা রোহিত, হারালেন মেজাজ-
জুনিয়র সতীর্থদের কাছে তিনি বড় দাদা’র মত। শুভমান গিল থেকে সরফরাজ খান (Sarfaraz Khan), অনেকেই স্বীকার করেছেন সেই কথা। নিজের মনের ভাব প্রকাশে রোহিত (Rohit Sharma) যে কোনো রাখঢাক করেন না তাও জানা গিয়েছে একাধিক ক্রিকেট তারকার সাক্ষাৎকারে। স্টাম্প মাইকের সৌজন্যে এমন সব ঘটনার সাক্ষীও হয়েছেন ক্রিকেটজনতা। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তরুণ সতীর্থদের ফিল্ডিং-এ ঢিলেমি ক্ষোভ বাড়িয়েছিলো অধিনায়ক রোহিতের (Rohit Sharma)। তিনি চেঁচিয়ে উঠেছিলেন, “কোই গার্ডেন মে ঘুমেগা তো @#%*# দুঙ্গা।” শাসন করার এহেন পন্থা দেখে মজাই পেয়েছিলেন দর্শকেরা। মুহূর্তে ভাইরাল হয়েছিলো সেই ভিডিও। পরবর্তীতে নানা মিম’ও তৈরি হয়েছে তা নিয়ে। গতকাল বাংলাদেশের ব্যাটিং চলাকালীনও দেখা গেলো একই দৃশ্য।
বল হাতে প্রতিপক্ষকে রীতিমত কোণঠাসা করেছে টিম ইন্ডিয়া (Team India)। ৩৭৬-এর জবাবে ব্যাট করতে নেমে তারা গুটিয়ে গিয়েছে মাত্র ১৪৯ রানে। বোলারদের মধ্যে সফলতম জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। নিয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট জমা পড়েছে মহম্মদ সিরাজ, আকাশ দীপ ও রবীন্দ্র জাদেজার ঝুলিতে। ভালো পারফর্ম্যান্স সত্ত্বেও কোনো একটি ঘটনায় কিঞ্চিত মেজাজ হারিয়েছিলেন রোহিত (Rohit Sharma)। তখনই নিজের ট্রেডমার্ক বাক্যবাণে সতীর্থদের বিদ্ধ করতে দেখা যায় তাঁকে। চেঁচিয়ে বলেন, “সোয়ে হুয়ে হ্যায় সব ব$@&*#$কে…।” ‘সকলে যেন ঘুমিয়ে পড়েছেন মাঠে’ বলতে চেয়েছিলেন তিনি। কাকে বা কাদের উদ্দেশ্য করে তিনি এহেন মন্তব্য করেন, তা জানা না গেলেও রোহিতের এই ‘কীর্তি’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এক্স, ফেসবুক, ইন্সটাগ্রামের দুনিয়ায়।
দেখে নিন সেই ভিডিও-
Rohit Sharma :🗣️- BC, soye he sab log.😂😭🤣#Ind pic.twitter.com/hB0oRGXF2x
— Rohitians (@RamanRo45) September 20, 2024
ব্যাট হাতে ছন্দে নেই রোহিত শর্মা-
অধিনায়ক হিসেবে রোহিত শর্মা’র (Rohit Sharma) দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ওঠার কথা নয়। কিন্তু ব্যাটার রোহিত শর্মা’কে নিয়ে চিন্তার ভাঁজ গভীরতর হয়েছে অনুরাগীদের কপালে। বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) চেন্নাইয়ের মাঠে একেবারেই সাবলীল লাগে নি তাঁকে। প্রথম ইনিংসে ব্যক্তিগত ১ রানের মাথায় আম্পায়ারস কলের সৌজন্যে লেগ বিফোর এড়াতে পেরেছিলেন। কিন্তু হাসান মাহমুদের আউটস্যুইং-এ পরাস্ত হয়ে ক্যাচ তুলে দেন নাজমুল হোসেন শান্ত’র হাতে। করেন মাত্র ৬ রান। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতা পিছু ছাড়লো না তাঁর। ওপেন করতে নেমে আউট হলেন মাত্র ৫ রান করেই। তাস্কিন আহমেদের বলে ফের জাকির হাসানের হাতে ধরা পড়েন তিনি। সামনে রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজ, দ্রুত তিনি ফর্মে না ফিরলে ঘোর সমস্যায় পড়তে পারে টিম ইন্ডিয়া।