IND vs BAN: চলছে বাংলাদেশের ভারত সফর (IND vs BAN)। ইতিমধ্যেই চেন্নাইয়ের চেপকে প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী দেশ। টাইগারদের হেলায় হারিয়ে লাল বলের ক্রিকেটে ১-০ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। এরপর দ্বিতীয় টেস্ট রয়েছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। ম্যাচ শুরু হওয়ার কথা ২৭ সেপ্টেম্বর, চলবে ১ অক্টোবর পর্যন্ত। তারপর দিনকয়েকের বিরতি শেষে থাকছে টি-২০’র লড়াই। ৬, ৯ ও ১২ তারিখ গ্বালিয়র, দিল্লী ও হায়দ্রাবাদে রয়েছে তিনটি খেলা। ঠাসা ক্রীড়াসূচির কথা মাথায় রেখে ঋষভ পন্থ (Rishabh Pant), বুমরাহ, সিরাজদের (Mohammed Siraj) মত তারকাকে বিশ্রাম দেওয়া হতে পারে। অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সিলমোহর দিতে পারে অপেক্ষাকৃত তরুণ এক স্কোয়াডে। আইপিএল জয়ী নাইট রাইডার্স দলের বেশ কয়েকজন সদস্যের সামনে খুলতে পারে জাতীয় দলের দরজা। মুম্বই, দিল্লী, রাজস্থানেরও অনেকে থাকবেন স্কোয়াডে।
Read More: IND vs BAN 2nd Test: বদলে যাচ্ছে পিচের চরিত্র, কানপুরে বাংলাদেশ বধে নয়া ছক সাজাচ্ছেন কোচ গম্ভীর !!
বিশ্রামে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ-
বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) টেস্ট সিরিজে খেলেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এরপর তিন ম্যাচের টি-২০ সিরিজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তারকা পেসারকে। সামনেই রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ। তারপর নভেম্বরের শেষে ভারতকে বর্ডার-গাওস্কর ট্রফির জন্য উড়ে যেতে হবে অস্ট্রেলিয়া। সেখানে পাঁচটি টেস্টে টিম ইন্ডিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছেন বুমরাহ (Jasprit Bumrah)। তাঁর ওয়ার্কলোড ম্যানেজ করতে চাইছে বিসিসিআই। সেই কথা মাথায় রেখেই বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে। বুমরাহ’র পাশাপাশি টেস্ট দলের আরেক নিয়মিত পেসার মহম্মদ সিরাজকেও সম্ভবত রাখা হবে না ভারত বনাম বাংলাদেশ টি-২০ সিরিজের স্কোয়াডে। বদলে পেস ব্যাটারির ভার সামলাবেন আবেশ খান, মুকেশ কুমার’রা। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়াও।
নাইট রাইডার্স থেকে থাকতে পারেন ৪ জন-
আসন্ন টি-২০ সিরিজের জন্য যে দল ঘোষণা করা হতে পারে সেখানে রমরমা দেখা যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের (KKR) খেলোয়াড়দের। ভারতীয় দলে কোচ হিসেবে যোগ দেওয়ার আগে নাইট শিবিরেই মেন্টরের ভূমিকায় ছিলেন গৌতম গম্ভীর। প্রাক্তন ছাত্রদের মধ্যে চারজনকে তিনি চাইতে পারেন বাংলাদশের বিরুদ্ধে টি-২০ সিরিজে। ফিনিশার রিঙ্কু সিং-এর (Rinku Singh) জায়গা পাওয়া নিশ্চিত। ২০২৩ থেকেই তিনি ভারতীয় টি-২০ দলের নিয়মিত সদস্য। ভালো পারফর্ম্যান্সও করেছেন। এছাড়া সুযোগ পেতে পারেন তরুণ পেসার হর্ষিত রাণা (Harshit Rana)। ইতিপূর্বে জিম্বাবুয়ে’র বিরুদ্ধে টি-২০ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই স্কোয়াডেও ছিলেন তিনি। ফের ডাক পেতে পারেন দিল্লীর তরুণ। নাইট তারকা ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ও বরুণ চক্রবর্তীর প্রত্যাবর্তন ঘটতে পারে ভারতীয় দলে। দু’জনেই চমৎকার পারফর্ম করেছেন এবারের আইপিএলে।
MI’র ৩ ও RR-এর ৪ সদস্য থাকছেন দলে-
বাংলাদেশ সিরিজের জন্য যে টি-২০ দল বেছে নিতে পারেন নির্বাচকেরা সেখানে স্থান হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের তিন খেলোয়াড়ের। অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) হাতের চোটের কারণে দলীপ ট্রফি খেলতে পারেন নি। টাইগারদের বিরুদ্ধেই প্রত্যাবর্তন হচ্ছে তাঁর। এছাড়া মুম্বইয়ের হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya) থাকবেন বাংলাদেশের বিপক্ষে ভারতীয় স্কোয়াডে। বড় ভূমিকা নিতে হবে তারকা অলরাউন্ডারকে। তৃতীয় সদস্য হিসেবে জায়গা পেতে পারেন তিলক বর্মা (Tilak Varma)। আফগানিস্তান সিরিজ, টি-২০ বিশ্বকাপ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা সফরে ডাক পান নি তিনি। প্রায় এক বছর পর ফিরতে পারেন দলে। এছাড়াও স্কোয়াডে থাকার সম্ভাবনা রাজস্থান রয়্যালসের তিন তারকারও। দুই উইকেটরক্ষক ধ্রুব জুড়েল ও সঞ্জু স্যামসনের সাথে দেখা যেতে পারে ঙ্গলরাউন্ডার রিয়ান পরাগ এবং স্পিনার যুজবেন্দ্র চাহাল’কে। কাউন্টিতে ভালো খেলার পুরষ্কার হিসেবে জাতীয় দলে ফিরতে পারেন চাহাল।
দেখে নিন সম্ভাব্য টি-২০ স্কোয়াড-
যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, যুজবেন্দ্র চাহাল, হর্ষিত রাণা, আবেশ খান, মুকেশ কুমার।
Also Read: বর্ডার গাভাস্কার ট্রফির উপর টিকে রয়েছে অস্ট্রেলিয়া দলের ভাগ্য, WTC ফাইনালে ভারতের মুখোমুখি হবে এই দল !!