IND vs BAN: কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে গতকাল থেকে শুরু হয়েছে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) দ্বিতীয় টেস্ট ম্যাচ। গোড়া থেকেই আবহাওয়া বাধা হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটের পথে। সাধারণত টেস্টে একদিনে ৯০ ওভার খেলা হয়ে থাকে। কিন্তু বৃষ্টির কারণে গতকাল ৩৫ ওভারের বেশী এগোতেই পারে নি ম্যাচ। দ্বিতীয় সেশন চলাকালীনই মন্দ আলো’র কারণে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়ার’রা। আশা ছিলো যে আজ, অর্থাৎ ম্যাচের দ্বিতীয় দিন উন্নতি হবে পরিস্থিতি’র। কিন্তু বাস্তবে সেই চিত্র দেখা যায় নি। আকাশের মুখ ভার। কানপুরে বৃষ্টিও হচ্ছে দফায় দফায়। পুরো মাঠ ঢেকে রাখা হয়েছে। সেই আচ্ছাদনের উপরেও জমেছে জল। যা অবস্থা, তাতে আজও বাধাহীন ক্রিকেট দেখতে পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। এমতাবস্থায় হতাশা বাসা বেঁধেছে ক্রিকেটারদের মধ্যে। ইতিমধ্যেই মাঠ ছেড়েছেন দুই দলের খেলোয়াড়রাই।
Read More: ঘরের মাঠে সুযোগ না পেয়ে মন খারাপ কুলদীপ যাদবের, টেস্ট ক্রিকেট থেকে নিচ্ছেন অবসর !!
হোটেলে ফিরলেন ক্রিকেটাররা-
কানপুর টেস্টে বৃষ্টি যে বাধা হয়ে দাঁড়াতে চলেছে তার পূর্বাভাস মিলেছিলো আবহাওয়া দপ্তর সূত্রে। শেষমেশ সত্যি হলো সেই আশঙ্কাই। প্রথম দিনে ম্যাচ বিশেষ এগোয় নি। দ্বিতীয় দিন খেলা আদৌ শুরু করা যাবে কিনা তা নিয়েই এখনও রয়েছে সংশয়। সকালবেলা দুঃসংবাদ দিয়েছিলেন দীনেশ কার্তিক। প্রাক্তন ক্রিকেটার রয়েছেন সম্প্রচারকারী সংস্থার কমেন্ট্রি প্যানেলে। মাঠের একটি ছবি ট্যুইট করেন তিনি। নীল ত্রিপলে ঢাকা গ্রিন পার্কের ছবিতে ক্যাপশন হিসেবে তিনি লিখেছিলেন, “খুবই খারাপ পরিস্থিতি এই মুহূর্তে।” নির্ধারিত সময় অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটে যে ম্যাচ শুরু করা যাবে না আজও তার আভাস মিলেছিলো তখনই। এরপর ঘড়ির কাঁটা যত এগিয়েছে ততই পিছিয়ে গিয়েছে খেলা শুরু হওয়ার সময়। একইসাথে হতাশা বেড়েছে দর্শকদের মধ্যে।
নির্ধারিত সময়ের মধ্যেই মাঠে উপস্থিত হয়েছিলেন দুই দলের ক্রিকেটাররা। মাঠে নেমে ওয়ার্ম আপের সুযোগ ছিলো না। সাজঘরেই সময় কাটাচ্ছিলেন কোহলি, বুমরাহ বা শাকিব, মুশফিকুররা। আবহাওয়ার পরিস্থিতি জটিল হওয়ায় ধৈর্য্যের বাঁধ ভাঙে তাঁদের। সংবাদসংস্থা রেভস্পোর্টস সূত্রে খবর মিলেছে যে মাঠের অবস্থা ও আবহাওয়া পরিস্থিতি দেখে দুই শিবিরই বুঝতে পেরেছে যে এখনি ম্যাচ শুরু হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। ফলে গ্রিন পার্ক ছেড়ে টিম হোটেলে ফিরে গিয়েছে তারা। যদি বৃষ্টি থামে, মাঠ খেলার যোগ্য করে তোলা সম্ভব হয় তাহলে মাঠে ফিরতে পারেন ক্রিকেটাররা। কিন্তু সোমবারের আগে মেঘ কাটার বিশেষ সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। আদৌ এই টেস্টে ফলাফল দেখা যাবে কিনা তা নিয়ে এখন সন্দিহান ক্রিকেটমহল।
দেখুন মাঠের বর্তমান পরিস্থিতি-
Very grim looking atm #INDvsBAN #weathermanDK#crickettwitter pic.twitter.com/3VKeBviF7X
— DK (@DineshKarthik) September 28, 2024
দ্বিতীয় টেস্টের হাল-হকিকত-
গতকাল টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মা। নয় বছর পর ভারতের মাটিতে টসজয়ী দল পরপর দুটি টেস্টে বোলিং বেছে নিলো। পিচের ভিজে ভাব’কে কাজে লাগানোর জন্য তিন পেসার খেলিয়েছে ভারত। বুমরাহ-সিরাজের ওপেনিং স্পেল সামলে দিয়েছিলেন দুই বাংলাদেশী ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। কিন্তু তাঁদের মধ্যহ্নভোজের বিরতির আগেই আউট করেন বাংলার আকাশ দীপ। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও বাম হাতি ব্যাটার মোমিনুল হক খানিক প্রতিরোধ গড়ে তোলেন। দ্বিতীয় সেশনে অশ্বিনের বলে উইকেট খোয়ান শান্ত। এশিয়াতে এই নিয়ে ৪২০ উইকেট হলো অশ্বিনের। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের দৌড়ে উঠে এলেন দ্বিতীয় স্থানে। এরপর আর বেশী এগোয় নি ম্যাচ। নির্ধারিত সময়ের প্রায় ২ ঘন্টা আগে যখন সমাপ্তির ঘোষণা করা হয়, তখন টাইগারদের স্কোরবোর্ডে ১০৭/৩। ক্রিজে মোমিনুল (৪০*) ও মুশফিকুর (৬*)