IND vs BAN

IND vs BAN: চলছে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) প্রথম টেস্ট ম্যাচ। ঘরের মাঠে চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। কেবল প্রথম দিনের প্রথম দুটি সেশন সাফল্য পেয়েছিলেন টাইগার্স’রা। বাকিটা পুরোপুরি ‘ওয়ান ওয়ে ট্রাফিক।’ টিম ইন্ডিয়ার তোলা ৩৭৬ রানের জবাবে মাত্র ১৪৯ রানে গুটিয়ে গিয়েছিলেন শাকিব, লিটন’রা। ২২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছে ভারত। গতকাল রোহিত, যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি আউট হন। দিনের শেষে ভারতের স্কোরবোর্ডে ছিলো ৮১/৩। আজ অর্থাৎ তৃতীয় দিনের প্রথম সেশনে পুরোপুরি দাপট দেখিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও শুভমান গিল (Shubman Gill)। কোনো উইকেট না খুইয়ে ১২৪ রান যোগ করেছেন দুই তরুণ তুর্কি। ব্যাটিং-এর ফাঁকে প্রতিপক্ষ দলের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেলো ভারতের উইকেটরক্ষক-ব্যাটার’কে।

Read More: টেস্ট খেলতেই হবে হার্দিক পান্ডিয়াকে, কড়া নির্দেশ দিলেন কোচ গৌতম গম্ভীর !!

খাতায়-কলমে বাংলাদেশের অধিনায়কের নাম নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। কিন্তু ঋষভ পন্থের কাণ্ড দেখে ক্রিকেটজনতার অনেকেই তাঁকে টাইগার্সদের অঘোষিত অধিনায়ক তকমা দিচ্ছেন। ম্যাচ চলাকালীন লেগ সাইডে ৩০ গজের বৃত্তের মধ্যে কোনো ফিল্ডার না দেখে শান্ত’কে উদ্দেশ্য করে ঋষভ বলে ওঠেন, “আরে ইধর আয়েগা এক। ইধর কম ফিল্ডার হ্যায়” (আরে এদিকে আসবে একজন। এদিকে কম ফিল্ডার রয়েছে।) পন্থের ফিল্ডিং সাজানোর পরামর্শ মনে ধরে বাংলাদেশ অধিনায়কের। তিনি সত্যিই একজন ফিল্ডারকে পাঠিয়ে দেন মিড উইকেট অঞ্চলে ‘সিঙ্গল’ বা ‘ডাবল’ আটকানোর জন্য। গোটা ঘটনায় হাসির রোল সোশ্যাল মিডিয়ায়। ‘ঋষভ খেলবে আর মজার ঘটনা ঘটবে না? এমনটা হতে পারে না’ লিখেছেন একজন। ‘ভারতের পাশাপাশি বাংলাদেশের হয়েও খেলছেন ঋষভ, প্রতিভাই অন্য স্তরের’ মন্তব্য আরও একজনের।

ঋষভের (Rishabh Pant) কাণ্ডে অনেকের মনে পড়েছে মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) কথা। ২০১৯-এর ওডিআই বিশ্বকাপ চলাকালীন এই বাংলাদেশের বিরুদ্ধেই (IND s BAN) ওয়ার্ম আপ ম্যাচে টাইগার্সদের ফিল্ডিং সাজানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ভারতীয় কিংবদন্তি। বোলার সাব্বির রহমান’কে দাঁড় করিয়ে ধোনি অনুরোধ করেছিলেন স্কোয়্যার লেগের ফিল্ডারকে বাম দিকে সরিয়ে দিতে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজার নির্দেশের অপেক্ষা না করেই ফিল্ডারকে সরে যেতে বলেন সাব্বির। প্রসঙ্গত সেই ওয়ার্ম আপ ম্যাচে ধোনি শতরান করেছিলেন। আজ ঋষভ (Rishabh Pant) শতকের মাইলস্টোন স্পর্শ করতে পারেন কিনা তা জানা যাবে দিনের দ্বিতীয় সেশন শুরু হওয়ার পরেই। আপাতত মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৩ উইকেটের বিনিময়ে ২০৩। ৮২ করে অপরাজিত রয়েছেন ঋষভ। সাথে শুভমান রয়েছেন ৮৬ রানে।

দেখে নিন পন্থের কীর্তি-

Also Read: IND vs BAN: এই ক্রিকেটারের সাথে অন্যায় করছেন গম্ভীর-রোহিত, ক্ষমা করবেন না স্বয়ং ঈশ্বর’ও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *