IND vs BAN: চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ (IND vs BAN)। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টেস্টের প্রথম দিনেই বেশ চাপের মুখে পড়তে হয়েছিলো টিম ইন্ডিয়াকে। সকালে গতি ও স্যুইং-এর মিশ্রমে ভারতীয় টপ-অর্ডারে প্রায় নাস্তানাবুদ করলেন তরুণ হাসান মাহমুদ (Hasan Mahmud)। প্রথমে ফেরান রোহিত শর্মা’কে। এরপর খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন শুভমান গিল। আট মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। মাহমুদ ম্যাজিকে উইকেট খোয়ান তিনিও। করেন মাত্র ৬। এরপর যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ রুখে দাঁড়িয়েছিলেন। খানিক চেষ্টা চালান কে এল রাহুল’ও। কিন্তু মেহদী-মাহমুদ-রাণা ত্রয়ী মধ্যাহ্নভোজের পর দ্রুত তাঁদের ফেরালে ফের ব্যাকফুটে চলে গিয়েছিলো ভারত। লড়াইতে ফেরান রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)।
Read More: “বোঝা হয়ে উঠেছে…” বাংলাদেশের বিরুদ্ধে ব্যার্থ কেএল রাহুল, সমাজ মাধ্যমে হলেন ট্রোলের শিকার !!
চেন্নাইয়ের ‘ঘরের ছেলে’ রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। চেনা বাইশ গজে টিম ইন্ডিয়ার ত্রাতা হয়ে উঠলেন তিনি। ‘পার্টনার ইন ক্রাইম’ রবীন্দ্র জাদেজাকে সাথে নিয়ে রুখে দাঁড়ালেন বাংলাদেশের বিপক্ষে (IND vs BAN)। টেস্ট র্যাঙ্কিং-এর দুই ও এক নম্বর অলরাউন্ডার বুঝিয়ে দিলেন কেন তাঁরা বিশ্বসেরা। যে নাহিদ রাণা, হাসান মাহমুদদের সামলাতে প্রতিষ্ঠিত ব্যাটাররা অবধি হিমশিম খেয়েছেন, তাঁদেরই অবলীলায় সামলালো জাদেজা-অশ্বিন জুটি। দু’জনের মধ্যে বাম হাতি জাদেজাকে দেখা গেলো ‘অ্যাঙ্কর’-এর ভূমিকায়। অন্যদিকে অশ্বিন (Ravichandran Ashwin) ছিলেন আগ্রাসী মেজাজে। শাকিব-মেহদীর মত স্পিনারের বিরুদ্ধে নিয়মিত বড় শট খেলতেও দেখা গেলো তাঁকে। বাংলাদেশ অলরাউন্ডার শাকিব আল হাসানকে মারা অশ্বিনের একটি ছক্কা মাতিয়ে দিলো চেপক গ্যালারিতে উপস্থিত হাজারখানেক ক্রিকেট অনুরাগীকে।
৫৪তম ওভারের তৃতীয় বলটি ফুল লেন্থে পিচ করিয়েছিলেন শাকিব (Shakib Al Hasan)। অনেকখানি স্ট্রাইড নিয়ে বলের লাইনে পৌঁছান অশ্বিন (Ravichandran Ashwin)। তারপর স্লগ স্যুইপ মেরে ডিপ মিড উইকেটের উপর দিয়ে তাকে পাঠিয়ে দেন মাঠের বাইরে। তারকা ক্রিকেটারের আগ্রাসী ভঙ্গী মন ভরিয়েছে দর্শকদের। মুহূর্তে করতালির ঝড় ওঠে গ্যালারিতে। সম্প্রচারকারী সংস্থার ক্যামেরায় ধরা পড়ে দুই তরুণীকে বিস্ফারিত নেত্রে অশ্বিনের (Ravichanadran Ashwin) শটের তারিফ করতে। আট থেকে আশি, সকলকেই দোলা দিয়ে গিয়েছে অশ্বিনের ব্যাটিং। এক বয়স্কা মহিলাকেও দেখা যায় উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে অশ্বিনকে বাহবা দিতে। দুর্দান্ত এই মুহূর্তটির ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্রিয়া ও প্রতিক্রিয়া, কুর্নিশ কুড়িয়েছে দুই’ই।
দেখে নিন অশ্বিনের দুর্দান্ত শট’টি-
Ravi CHANDRAN and Ravi INDRAN – Two of India’s greatest in Tests. 🇮🇳pic.twitter.com/IBcrgWzzYq
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 19, 2024