ind-vs-ban-litton-das-on-facing-india

IND vs BAN: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ের মাঠে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) টেস্ট সিরিজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে অপ্রত্যাশিত পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর লড়াই টিম ইন্ডিয়ার সামনে। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে ভারত খেলেছে ১৩টি টেস্ট ম্যাচ। এখনও পর্যন্ত অপরাজিত তারা। ১১টি ম্যাচে প্রতিবেশী রাষ্ট্রকে হারাতে সক্ষম হয়েছে ‘মেন ইন ব্লু।’ ড্র হয়েছে মাত্র দুটি ম্যাচ। পরিসংখ্যানের নিরিখে অনেকটা এগিয়ে থাকলেও বাংলাদেশকে হাল্কাভাবে নিতে রাজী নয় দল। সম্প্রতি পাকিস্তানের মাঠে পাকিস্তানকে ২-০ ফলে গুঁড়িয়ে দিয়েছেন টাইগার্সরা। ওয়াঘা সীমান্তের ওপারে যে ক্রিকেট খেলেছে বাংলাদেশ, তাতে তাদের সমীহ না করে উপায় নেই বর্তমানে। আত্মবিশ্বাস সঙ্গী করে মাঠে নামবেন শাকিব, মুশফিক’রা। তাদের হয়ে আসন্ন সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন লিটন দাস (Litton Das)।

Read More: গৌতম গম্ভীরের জায়গায় KKR’ দলে এন্ট্রি নিলেন রিকি পন্টিং, সংবাদ মাধ্যমে করলেন বড় খোলাসা !!

পাকিস্তানের বিরুদ্ধে উজ্জ্বল লিটন-

Litton Das | IND vs BAN | Image: Getty Images
Litton Das | Image: Getty Images

রাওয়ালপিন্ডির মাঠে প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ। প্রথম ইনিংসে অনবদ্য অর্ধশতক এসেছিলো লিটন দাসের (Litton Das) ব্যাট থেকে। বাংলাদশের মিডল অর্ডারের তারকা জ্বলে ওঠেন দ্বিতীয় টেস্টেও। একটা সময় পাক বোলারদের দাপটে ধুঁকছিলো টাইগারবাহিনী। ২৬ রানে খুইয়ে বসেছিলো ৬ উইকেট। সাজঘরে ফিরে গিয়েছিলেন শাকিব, শান্ত, মোমিনুল’রা। তখন মেহদী হাসান মিরাজকে (Mehidy Hasan Miraz) সাথে নিয়ে পালটা আঘাতের রাস্তায় হাঁটেন লিটন (Litton Das)। মীর হামজা, খুররম শাহজাদ, আবরার আহমেদ, আগা সলমনদের দুর্দান্ত ভাবে সামলে শক্ত ভিতের উপর দাঁড় করান বাংলাদেশ ইনিংসকে। কেরিয়ারের চতুর্থ টেস্ট শতরানটি ছিনিয়ে নেন তিনি। ২২৮ বলে ১৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৩৮ রান করে আউট হন লিটন। ২৬২তে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ক্রিকেটজনতার কুর্নিশ আদায় করে নেয় লিটন-মেহদীর ১৬৫ রানের জুটি।

লিটনের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটমহল-

Litton Das | Image: Getty Images
Litton Das | Image: Getty Images

কঠিন পরিস্থিতিতে যেভাবে দাঁতে দাঁত চেপে লড়াই করে বাংলাদেশকে উদ্ধার করেন লিটন (Litton Das), তার প্রশংসা করতে কার্পণ্য করে নি ক্রিকেটমহল। ভারতীয় ধারাভাষ্যকার ও বিশ্লেষক হর্ষ ভোগলে (Harsha Bhogle) ট্যুইটারে লেখেন, “এই মুহূর্তে বাংলাদেশের সেরা দুই ক্রিকেটার মেহদী হাসান মিরাজ ও লিটন দাস নিজেদের দল’কে সিরিজ জয়ের একটা দারুণ সুযোগ করে দিলো। আগেও অনেকবার বলেছি যে সাদা বলের খেলায় লিটনই বাংলাদেশের সেরা ব্যাটার, আশা রাখছি যে এই শতরান ওর স্বপ্নটাকে আরও বিস্তৃত করবে।” পরিসংখ্যান উদ্ধৃত করে ক্রিকেট বিশেষজ্ঞরা দেখিয়েছেন যে অতীতেও যখনই বিপদে পড়েছে বাংলাদেশ, তখনই ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছে লিটন’কে (Litton Das)। এর আগেও দলের স্কোরবোর্ড ৪৯/৪ বা ২৫/৫ থাকা অবস্থায় টেস্ট শতরান করেছেন তিনি।

দেখে নিন হর্ষের ট্যুইটবার্তাটি-

ভারতের বিরুদ্ধে নামার আগে সাবধানী লিটন-

Litton Das | Image: Getty Images
Litton Das | Image: Getty Images

পাকিস্তান সফর অতীত। ভারতের বিরুদ্ধে (IND vs BAN) চ্যালেঞ্জ যে সহজ হবে না তা সংবাদমাধ্যমের কাছে স্বীকার করে নিয়েছেন লিটন দাস। তিনি জানিয়েছেন, “ওরা (ভারত) নিজেদের মাঠে দুর্দান্ত দল। আপনি যদি র‍্যাঙ্কিং-এর দিকে তাকান তাহলে দেখবেন ওরা অনেক এগিয়ে। আমি মনে করি আসন্ন সিরিজটা আমাদের জন্য কঠিন হবে। ভারত বড় দল, ওখানে অন্যরকম বলে খেলতে হবে।” পাকিস্তানে কুকাবুরা বলের মুখোমুখি হতে হয়েছিলো বাংলাদেশকে। ভারতে টেস্ট খেলা হয় এস জি বলে। এই বল বদল নিয়েও মুখ খুলেছেন লিটন (Litton Das)। বলেন, “এস জি বলে খেলা একটু কঠিন। কুকাবুরা বল যখন পুরনো হয়ে যায়, সেটাকে সামলানো সহজ। এস জি বলের ক্ষেত্রে ব্যপারটা পুরো উলটো। পুরনো বল থেকে উদ্ধার পাওয়া অপেক্ষাকৃত কঠিন।” তবে যাবতীয় বাধা পেরিয়ে সাফল্য আসবে, আশাবাদী লিটন।

Also Read: IND vs BAN: “পাকিস্তানের দশা হবে…” মাঠে নামার আগে ভারতকে হুঁশিয়ারি শরিফুল ইসলামের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *