IND vs BAN

IND vs BAN: চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) সিরিজের প্রথম টেস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ জেতার প্রায় ছয় মাস পর লাল বলের ফর্ম্যাটে মাঠে ফিরেছে টিম ইন্ডিয়া (Team India)। ঘরের মাঠে সেরাটা দেওয়াই লক্ষ্য তাদের। অন্যদিকে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। সদ্য পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে তারা। ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত একটি টেস্টও জেতে নি তারা। পরিসংখ্যানে বদল আনতে তাঁরা যে মরিয়া, তা জানিয়ে দিয়েছেন টাইগার্স অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চেপকে আজ ম্যাচের শুরুটাও বাংলাদেশের পক্ষেই গিয়েছে। টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছেন শান্ত (Najmul Hossain Shanto)। তাস্কিন-হাসান মাহমুদদের আগুনে বোলিং-এ বেশ চাপে ‘মেন ইন ব্লু।’

Read More: “ভারতের বাবর আজম…” বাংলাদেশের বিরুদ্ধে খাতা খুলতে ব্যার্থ শুভমান গিল, সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা !!

চেন্নাইয়ের চেনা স্পিন সহায়ক পিচ নয়, ভারত-বাংলাদেশ (IND vs BAN) সিরিজের প্রথম টেস্টে বাইশ গজ এখনও পর্যন্ত বেশ গতিশীল লেগেছে। বাউন্স রয়েছে, বেশ কিছু বল প্রায় মুখের কাছ থেকে গ্লাভসবন্দী করেছেন বাংলাদেশ উইকেটরক্ষক লিটন দাস (Litton Das)। রয়েছে স্যুইং-ও। তাতেই বিভ্রান্ত ভারতীয় ব্যাটিং তারকারা। ১৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারতীয় দল। দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত (Rohit Sharma)। এরপর শূন্য রান করে সাজঘরে ফিরতে হয় শুভমান গিল’কে। হাসান মাহমুদের দ্বিতীয় শিকার হন তিনি। কঠিন পরিস্থিতিতে ভারতের ত্রাতা হয়ে আজ উঠতে পারলেন না বিরাট কোহলিও (Virat Kohli)। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ছিলেন পিতৃত্বকালীন ছুটিতে। আজ প্রায় আট মাস পর লাল বলের ফর্ম্যাটে ফিরে ব্যর্থতাই জুটলো কপালে। ৬ রান করে আউট হন তিনি।

অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ মারতে গিয়ে টেস্ট ক্রিকেটে বহুবার উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন বিরাট (Virat Kohli)। সেই দুর্বলতাকে কাজে লাগিয়েই ভারতীয় মহাতারকাকে সাজঘরে ফেরত পাঠালো বাংলাদেশ। দশম ওভারের প্রথম বল’টি হাসান মাহমুদ (Hasan Mahmud) পিচ করান অফ স্টাম্পের লাইনের খানিক বাইরে। গুড লেন্থে পড়ে ঈষৎ বাইরের দিকে যাচ্ছিলো ডেলিভারিটি। লাইন বুঝতে না পেরে কভার ড্রাইভের উদ্দেশ্যে ব্যাট বাড়িয়ে দিয়েছিলেন বিরাট। ‘আউটসাইড এজ’ স্পর্শ করে বল জমা পড়ে লিটন দাসের (Litton Das) নিরাপদ দস্তানায়। ৩৪ রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়ে ঘরের মাঠেই রীতিমত ধুঁকছে ভারত। ম্যাচের শুরুতেই ৩টি উইকেট তুলে নিয়ে নায়ক নিঃসন্দেহে হাসান মাহমুদ। এই মুহূর্তে ভারতের ক্রিজে রয়েছেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ। তাঁদের জুটির দিকেই তাকিয়ে সমর্থকেরা।

দেখে নিন বিরাটের উইকেট’টি-

Also Read: IND vs BAN 1st Test: স্যুইং-এ বিভ্রান্ত রোহিত শর্মা, হাসান মাহমুদের শিকার হয়ে ফিরলেন সাজঘরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *