IND vs BAN 1st Test: বাংলাদেশকে ‘নাগিন' খোঁচা বিরাট কোহলি’র, ভারতীয় তারকার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !! 1

IND vs BAN: পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রিকেটীয় মানের তফাত ঠিক কতটা তার আন্দজ পেয়ে গেলো বাংলাদেশ। সম্প্রতি রাওয়ালপিন্ডির মাঠে পাক দলকে হোয়াইটওয়াশ করেছিলেন লিটন, শান্ত, শাকিব’রা। আত্মবিশ্বাসী টাইগার্সদের পরবর্তী লক্ষ্য ছিলো ভারতের মাটিতে ভারতকে হারানো। কিন্তু চেন্নাইয়ের চেপকে অসহায় আত্মসমর্পণই করতে হলো তাদের। টসে জিতে প্রথমে স্বাগতিক দেশকেই ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। প্রথমে খানিক হোঁচট খেলেও স্কোরবোর্ডে ৩৭৬ রান তুলতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। এরপর বাংলাদেশ গুটিয়ে গিয়েছিলো ১৪৯ রানে। ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৮৭ তোলায় শান্তদের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিলো ৫১৫ রান। ২৩৪-এর বেশী এগোতে পারে নি বাংলাদেশ আর।

Read More: ভারতীয় স্কোয়াডে বড় রদবদল, দ্বিতীয় টেস্টে এন্ট্রি নিলেন নতুন অধিনায়ক !!

প্রত্যাবর্তনের ম্যাচে রান পেলেন না বিরাট-

Virat Kohli | IND vs BAN | Image: Getty Images
Virat Kohli | IND vs BAN | Image: Getty Images

চেন্নাইতে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) টেস্ট ম্যাচে লাল বলের ফর্ম্যাটে প্রত্যাবর্তন ঘটালেন বিরাট কোহলি (Virat Kohli)। গত ফেব্রুয়ায়ারিতে পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন ভারতীয় সুপারস্টার। খেলেন নি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। আট মাস পরে লাল বলের ফর্ম্যাটে ফিরে রানের মুখ দেখলেন না তিনি। প্রথম ইনিংসে মাত্র ৬ করে ফিরতে হয়েছিলো। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন। আর দ্বিতীয় ইনিংসে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হন তিনি। মেহদী হাসান মিরাজের (Mehidy Hasan Miraz) বল তাঁর ব্যাট স্পর্শ করে প্যাডে লেগেছিলো। কিন্তু আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ’র বিকল্প থাকলেও তা নেন নি বিরাট। ১৭ করে ফেরেন সাজঘরে। ব্যাটিং পারফর্ম্যান্স আশানুরূপ না হলেও শরীরী ভাষায় তার ছাপ পড়তে দেন নি কোহলি। চনমনেই লাগলো তাঁকে। ব্যঙ্গও করলেন প্রতিপক্ষকে।

‘নাগিন’ অবতারে বিরাট কোহলি-

Virat Kohli and Rohit Sharma | Image: Getty Images
Virat Kohli and Rohit Sharma | Image: Getty Images

২০১৮ সালে  বেশ নজর কেড়েছিলো বাংলাদেশ দলের নাগিন ডান্স সেলিব্রেশন। স্পিনার নাজমুল ইসলাম অপু (Nazmul Islam Apu) প্রথম উইকেট নেওয়ার পর এই ভাবে উদযাপন শুরু করেছিলেন। ধীরে ধীরে গোটা বাংলাদেশ স্কোয়াডকেই দেখা যায় এভাবে সাফল্য উদ্‌যাপন করতে। নিদাহাস ট্রফিতে দেশকে ম্যাচ জিতিয়ে এভাবেই সেলিব্রেশনে মেতেছিলেন মুশফিকুর রহিম’ও। পরবর্তী টাইগারদের ব্যর্থতায় এই সেলিব্রেশন ব্যবহার করেই তাদের দিকে ব্যঙ্গের তীর ছুঁড়ে দিতেও দেখা গিয়েছে প্রতিপক্ষ সমর্থকদের। এবার মাঠের মধ্যে বাংলাদেশের দিকে নাগিন ডান্সের খোঁচা দিলেন খোদ বিরাট কোহলি (Virat Kohli)। চেন্নাইয়ের চেপকে শান্তদের দ্বিতীয় ইনিংস চলাকালীন ভারতীয় তারকাকে দেখা যায় দুই হাত মাথার কাছে এনে ‘নাগিন’ ভঙ্গিমা করতে। দ্রুত ভাইরাল হয়েছে এই ভিডিও। ‘বাংলাদেশকে ওদের ভাষাতেই জবাব দিয়েছেন বিরাট’ বলছেন নেটজনতা।

দেখে নিন সেই ভিডিও-

দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা ভারতের-

Indian Cricket Team | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) সিরিজের প্রথম টেস্টটিতে ২৮০ রানের ব্যবধানে সহজেই জিতেছে টিম ইন্ডিয়া। ফোকাস এখন কানপুরে। গ্রিন পার্ক স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে সিরিজের দ্বিতীয় ও অন্তিম টেস্ট। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য ‘মেন ইন ব্লু’র। চেন্নাই জয়ের দিনই বিসিসিআই-এর তরফ থেকে সামনে আনা হয়েছে কানপুরের স্কোয়াড। ষোল সদস্যের দলে কোনো রকম বদল করেন নি নির্বাচকেরা। প্রথম একাদশে অবশ্য কিছু বদল চোখে পড়তে পারে। বুমরাহ’কে (Jasprit Bumrah) বিশ্রাম দিতে পারেন কোচ গম্ভীর। যদি তিন পেসারের স্ট্র্যাটেজিতে অনড় থাকে ‘মেন ইন ব্লু’ সেক্ষেত্রে আকাশ দীপ ও সিরাজের সঙ্গী হতে পারেন যশ দয়াল (Yash Dayal)। আর যদি তিন স্পিনারের ভাবনা থাকে তাহলে একাদশে ফিরতে পারেন কুলদীপ যাদব। আকাশ দীপ ও সিরাজকে তখন সামলাতে হবে পেস বোলিং-এর দায়িত্ব।

দেখে নিন ভারতীয় স্কোয়াড-

Also Read: IND vs BAN 1st Test: বাংলাদেশের দর্পচূর্ণ, ২৮০ রানের ব্যবধানে বিশাল জয় ছিনিয়ে নিলো ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *