ind-vs-ban-kohli-and-2-stars-to-be-out

IND vs BAN: শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে মুখ থুবড়ে পড়েছে ভারত। ১৯৯৭ সালের পর প্রথম বার পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খুইয়েছে দল। চ্যালেঞ্জের মুখে নয়া কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। যদিও অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) দিনকয়েক আগে কলম্বোতে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়েছেন যে হারলেও বিশেষ বিচলিত নন তিনি। নয়া দিশায় এগোচ্ছে দল। হোঁচট যে মাঝেমধ্যে খেতে হবে তা অনুধাবন করতে পারছেন তিনি। সামনেই রয়েছে ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০২৬-এর টি-২০ বিশ্বকাপ। তার জন্য ‘সেট টিম’ তৈরি করতে চাউছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) আসন্ন সেপ্টেম্বরে চেন্নাই ও কানপুরে রয়েছে দুটি টেস্ট ম্যাচ। শ্রীলঙ্কা সফরের মত টাইগার্সদের বিপক্ষেও স্কোয়াড নিয়ে চলতে পারে পরীক্ষানিরীক্ষা।

Read More: রোহিতের এক ভুলে ভাঙবে WTC ফাইনালের স্বপ্ন, দুঃসংবাদ সমর্থকদের জন্য !!

বাদ পড়তে পারেন তিন মহাতারকা-

Virat Kohli | IND vs BAN | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

বাংলাদেশ সিরিজের (IND vs BAN) জন্য কবে দল নির্বাচন করা হবে তার দিনক্ষণ এখনও সামনে আসে নি। তবে বৈঠকে সিনিয়র বনাম জুনিয়র প্রশ্নে যে ঝড় উঠতে পারে তা একপ্রকার নিশ্চিত। বাংলাদেশের বিরুদ্ধে ভারত এখনও অবধি খেলেছে ১৩টি টেস্ট। এর মধ্যে ১১টিতে জয় পেয়েছে তারা। ড্র করেছে বাকি ২টি। কখনও টাইগার্সদের বিরুদ্ধে হারের রেকর্ড নেই টিম ইন্ডিয়ার। খাতায়-কলমে অনেকখানি পিছিয়ে থাকা বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দলের একঝাঁক তারকাকে বাদ দিয়ে মাঠে নামার কথাও ভাবতে পারে ‘মেন ইন ব্লু।’ সেপ্টেম্বর মাসের সিরিজে নাও খেলতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। শ্রীলঙ্কা সফরের পর স্ত্রী ও সন্তানদের সাথে সময় কাটানোর জন্য লন্ডন উড়ে গিয়েছেন তিনি। তাঁকে বাড়তি কিছুদিন ছুটি কাটানোর সময় দেওয়া হতে পারে।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে ফিরবেন বিরাট। কিন্তু শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) বা কে এল রাহুলের (KL Rahul) সামনে দরজা খুলবে কিনা তা নিয়ে সংশয় রয়েছেই। দুজনের কেউই খেলেন নি টি-২০ বিশ্বকাপ। ঘরোয়া ক্রিকেট খেলা সংক্রান্ত জটিলতায় জড়িয়ে কেন্দ্রীয় চুক্তিও খুইয়েছেন শ্রেয়স। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁদের দলে ফেরানো হয়েছিলো একদিনের সিরিজে। কিন্তু ব্যাট হাতে সাফল্য পান নি কেউই। কঠিন সময়ে প্রতিরোধ গড়ে তুলতে পারেন নি তাঁরা। ২৭ বছর পর লঙ্কানদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Team India) সিরিজ হারের পিছনে অন্যতম কারণ মিডল অর্ডারে শ্রেয়স ও কে এল রাহুলের ব্যর্থতা। তার শাস্তি আসন্ন বাংলাদেশ সিরিজে পেতে পারেন তাঁরা। তাঁদের বদলে নতুন মুখে রাখা হতে পারে আস্থা।

ফিরছেন শামি, অভিষেক হতে পারে সঞ্জু’র-

Mohammed Shami and Mohammed Siraj | IND vs BAN | Image: Getty Images
Mohammed Siraj and Mohammed Shami | Image: Getty Images

গত বছরের ওডিআই বিশ্বকাপে চমৎকার পারফর্ম্যান্স করেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। ৭ ম্যাচে তুলে নিয়েছিলেন ২৪ উইকেট। কিন্তু এরপরেই গোড়ালির চোট মাঠ থেকে ছিটকে দেয় তাঁকে। অস্ত্রোপচারের পর প্রায় এক বছর বাইরে রয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা সিরিজ, ইংল্যান্ড সিরিজ, আইপিএল খেলা হয় নি তাঁর। খেলতে পারেন নি টি-২০ বিশ্বকাপ বা শ্রীলঙ্কা সিরিজও। রিহ্যাবের শেষ ধাপে আপাতত রয়েছেন তিনি। মুখ্য নির্বাচক অজিত আগরকার সাংবাদিকদের জানিয়েছেন যে সবকিছু ঠিকঠাক থাকলে মহম্মদ শামির প্রত্যাবর্তন হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN)। ১৯ সেপ্টেম্বরের ডেডলাইনও বেঁধে দিয়েছেন তিনি। একইসাথে শামি-বুমরাহ-সিরাজ ছাড়া অন্য পেসারদের দিকেও যে নজর থাকবে, তাও জানিয়েছেন।

বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN)  স্পিন বিভাগে দেখা যেতে পারে নতুন মুখ। প্রায় এক দশক আন্তর্জাতিক আঙিনায় কাটিয়ে ফেলার পর লাল বল হাতে অভিষেক হতে পারে যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)। হরিয়ানার লেগস্পিনারের পথে হেঁটেই স্কোয়াডে জায়গা করে নিতে পারেন কেরলের উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। যদিও ঋষভ পন্থ ও ধ্রুব জুড়েলকে টপকে তাঁর অভিষেকের সম্ভাবনা হয়ত বিশেষ নেই। এছাড়াও অধিনায়ক রোহিতের নেতৃত্বে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জার্সিতে মাঠে নামতে পারেন সরফরাজ খান, রজত পতিদার’রা। ইংল্যান্ডের বিরুদ্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেন নি রজত পতিদার (Rajat Patidar)। বাংলাদেশ সিরিজ ‘ডু অর ডাই’ হতে পারে মধ্যপ্রদেশের ব্যাটারের জন্য। ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ পেলেও টাইগার্সদের বিপক্ষে থাকছেন না আকাশ দীপ।

এক নজরে IND vs BAN সিরিজের সম্ভাব্য স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সরফরাজ খান, রজত পতিদার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, মুকেশ কুমার।

Also Read: Team India: হার্দিক বা গিল নয়, রোহিতের পর ওডিআই দলের নেতৃত্ব দেবেন এই ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *