IND vs BAN 2nd Test: নিজের ভুল বুঝলেন রোহিত শর্মা, কানপুর টেস্টে KL রাহুলের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা !! 1

IND vs BAN: চেন্নাইতে প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। চেপকে ভারতীয় শিবিরের বিরুদ্ধে ২৮০ রানের ব্যবধানে রীতিমত উড়ে গিয়েছে নাজমুল হোসেন শান্ত’র (Najmul Hossain Shanto) দল। ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম্যান্স রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin)। প্রথম ইনিংসে ১১৩ রান করেছেন, দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। পাশাপাশি দুর্দান্ত খেলেছেন রবীন্দ্র জাদেজা, শুভমান গিল’ও। ২১ মাস পর টেস্টের ময়দানে ফিরে ঋষভ পন্থ’ও (Rishabh Pant) বুঝিয়ে দিয়েছেন যে লাল বলের ফর্ম্যাটে ঝড় তুলতে প্রস্তুত তিনিও। দ্বিতীয় ইনিংসে অনবদ্য শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। বেশ কিছু ইতিবাচক দিক থাকলেও চেপকে ভারতের জার্সিতে রয়েছে কিছু নেতিবাচক বিষয়ও। বিরাট কোহলির অফ ফর্মের পাশাপাশি আতসকাঁচের তলায় এসেছে কে এল রাহুলের পর্যাপ্ত সুযোগ না পাওয়ার বিষয়টিও।

Read More: একই দলে ভারত ও পাকিস্তানের ক্রিকেটার’রা, প্রকাশিত সম্মিলিত টি-২০ একাদশ !!

রাহুল’কে নিয়ে স্পষ্টতার অভাব ভারতীয় দলে-

KL Rahul and Yashasvi Jaiswal | IND vs BAN | Image: Getty Images
KL Rahul and Yashasvi Jaiswal | IND vs BAN | Image: Getty Images

চেন্নাই টেস্ট শুরুর আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সাংবাদিক সম্মেলনে কে এল রাহুল’কে (KL Rahul) নিয়ে মুখ খুলেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সম্পূর্ণ সিরিজ খেলতে পারেন নি তিনি। চোটের কারণে ছিটকে গিয়েছিলেন মাঝপথে। প্রায় সাত মাস পর লাল বলের খেলায় প্রত্যাবর্তন ঘটাচ্ছেন কর্ণাটকের তারকা। তাঁর প্রতি টিম ম্যানেজমেন্ট সহানুভূতিশীল বলেই ঘোষণা করেছিলেন রোহিত (Rohit Sharma)। জানান, “কে এল রাহুলের দক্ষতা কোন স্তরের, সে সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। ওর প্রতি আমাদের স্পষ্ট বার্তা যে আমরা চাই ও সব ম্যাচ খেলুক আর নিজের সেরাটা বের করে আনুক। ওর থেকে দল কি চায় তা স্পষ্ট করে জানিয়ে দেওয়া অত্যন্ত জরুরী।…” এহেন ঘোষণার পরেও চেন্নাই টেস্ট যত এগিয়েছে ততই স্পষ্ট হয়েছে রাহুলকে নিয়ে দলের অভ্যন্তরের ধোঁয়াশা।

কিছুদিন আগে অবধিও ওপেনার হিসেবে খেলতেন কে এল রাহুল (KL Rahul)। পূর্বতন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) তাঁকে পছন্দের জায়গা থেকে সরিয়ে নামাচ্ছিলেন মিডল অর্ডারে। গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর ফের বদল হয়েছে ব্যাটিং অর্ডারে তাঁর জায়গায়। কখনও ছয়, কখনও সাতেও নামতে হচ্ছে তাঁকে। বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) প্রথম টেস্ট ম্যাচে দুই ইনিংসেই ঋষভ পন্থের (Rishabh Pant) পরে অর্থাৎ ছয় নম্বরে নামানো হয়েছে তাঁকে। প্রথম ইনিংসে ১৬ করে ফিরতে হয়েছিলো তাঁকে। কিন্তু দ্বিতীয় ইনিংসে সাবলীল ব্যাটিং করছিলেন। দ্রুত পৌঁছে গিয়েছিলেন ব্যক্তিগত ২২ রানে। হাতে সময় থাকলেও চটজলদি ডিক্লারেশন ঘোষণা করে দেন অধিনায়ক রোহিত। একজন বিশেষজ্ঞ ব্যাটারের যতটা সময় ব্যাটিং করার সুযোগ প্রাপ্য, তার ছিটেফোঁটাও পান নি তিনি।

দলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ আকাশ চোপড়া’র-

Aakash Chopra | Image: Getty Images
Aakash Chopra | Image: Getty Images

কে এল রাহুল’কে বারবার ব্যাটিং অর্ডারের সাপ-লুডো’র খেলায় আটকা পড়তে দেখে ক্ষুব্ধ প্রাক্তনী আকাশ চোপড়া (Aakash Chopra)। এর আগে শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন কর্ণাটকের তারকা ভারতীয় ব্যাটিং-এর ‘স্টেপনি’ বলে অভিহিত করেছিলেন তিনি। “ও ওপেনার হিসেবে খেলেছে, মিডল অর্ডার খেলেছে। আবার উইকেটকিপিং-ও করেছে। কোনদিন দেখবো ৩ নম্বরে নামিয়ে দিয়েছে দল।” জানিয়েছিলেন তিনি।  চেন্নাইয়ের ঘটনার পরেও মুখ খুলতে শোনা গিয়েছে আকাশকে। তিনি জানান, “ওকে দিয়ে আপনি ওপেন করালেন, মিডল অর্ডারে খেলালেন। এখন লোয়ার অর্ডারে পাঠাচ্ছেন। ব্যাটিং-এর সুযোগটুকু দিচ্ছেন না। ও (রাহুল) যদি এটা নিয়ে অখুশি হয়, তাহলে ওর সেটা হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, যেমন আমরাও হয়েছি।” ক্রিকেটমহলের রোষের মুখে পড়ে অবস্থান বদলাবেন রোহিতরা? উত্তর মিলবে কানপুরে।

Also Read: IND vs BAN: ঘুম উড়ছে বাংলাদেশের, টিম ইন্ডিয়াতে এন্ট্রি নিচ্ছেন টাইগারদের ‘যম’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *