IND vs BAN: চেপক স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) টেস্ট ম্যাচের আজ দ্বিতীয় দিন। গতকাল দিনের শেষে প্রথম ব্যাটিং করতে নামা টিম ইন্ডিয়ার স্কোরবোর্ডে ছিলো ৬ উইকেটের বিনিময়ে ৩৩৯ রান। আজ দিনের প্রথম সেশনে মাত্র ৩৭ রানই যোগ করতে সক্ষম হয়েছে তারা। হারিয়েছে ৪ উইকেট। ৩টি সাফল্য জমা পড়েছে তাস্কিন আহমেদের ঝুলিতে। ১টি উইকেট পেয়েছেন হাসান মাহমুদ (Hasan Mahmud)। ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। ব্যাট করতে নেমে সংকটের মুখে পড়তে হয়েছে টাইগার্সদের। বুমরাহ-আকাশ দীপদের (Akash Deep) আগুনে বোলিং-এ রীতিমত গুটিয়ে গিয়েছে তারা। পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় পেলেও ভারতের বিরুদ্ধে যে এখনও ধারে-ভারে তারা পিছিয়ে তা চেন্নাই টেস্ট বুঝিয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্ত’র দল’কে।
Read More: IND vs BAN 1ST TEST 2024: “বাকরুদ্ধকর পারফর্মেন্স…” বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার দুর্দান্ত বোলিং প্রদর্শনের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা !!
মধ্যাহ্নভোজের বিরতির আগেই ৩ উইকেট হারিয়ে বসেছিলো বাংলাদেশ। বুমরাহ’র (Jasprit Bumrah) স্যুইং-এ বিভ্রান্ত সাদমান ইসলাম ফেরেন ২ রান করে। এরপর নবম ওভারের প্রথম দুই বলে জাকির হাসান ও মোমিনুল হকের মিডল ও অফ স্টাম্প উড়িয়ে দেন বাংলার আকাশ দীপ (Akash Deep)। দ্বিতীয় সেশনেও বিধ্বংসী মেজাজে ছিলেন পেসাররা। সিরাজের বলে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন নাজমুল হোসেন শান্ত। আর বুমরাহ আউট করেন অভিজ্ঞ মুশফিকুর রহিম’কে। পাঁচ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে রীতমত চেপে ধরেছিলো টিম ইন্ডিয়া। অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে ১৫০ বা ২০০’র মধ্যে টাইগার্সদের অল-আউট করার স্বপ্ন যখন দেখতে শুরু করেছে দল, তখনই ঘটে যায় বিপত্তি। ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোট পেয়ে বসেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। হায়দ্রাবাদের তারকাকে নিয়ে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে উদ্বেগ।
রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে স্যুইপ করেছিলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। ফাইন লেগে বাউন্ডারি বাঁচান মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। কিন্তু বলকে রোখার পর বেকায়দায় পড়েছিলেন তিনি। হাঁটুতে আঘাত পান তিনি। এরপর উঠে দাঁড়ালেও চলাফেরা করতে যে সমস্যা হচ্ছে তা স্পষ্টতই ধরা পড়ছিলো তাঁর হাবেভাবে। এরপর মাঠেই শুয়ে পড়েন তিনি। ছুটে আসেন ফিজিও। হাঁটূ ভাঁজ করতে সমস্যা হচ্ছিলো ভারতের পেস তারকা’র। কিছুক্ষণ মাঠেই চলে শ্রুশ্রূষা। তারপর ধীর পায়ে মাঠ ছেড়ে উঠে যান সিরাজ। তাঁর বিকল্প হিসেবে ফিল্ডিং করতে নামেন সরফরাজ খান (Sarfaraz Khan)। সিরাজের চোট কতটা গুরুতর তা নিয়ে এখনও কোনো তথ্য সামনে আসে নি। তিনি এই ম্যাচে আদৌ আর বোলিং করতে পারবেন কিনা, সন্দেহ রয়েছে তা নিয়েও।