IND vs BAN

IND vs BAN: দক্ষিণ আফ্রিকায় অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয় দিয়ে যাত্রার সূচনা করেছে ভারতীয় দল। শনিবার (২০ জানুয়ারি) প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮৪ রানে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। ভারত শেষবার ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের চোখ ট্রফি ধরে রাখার দিকেই। এ দিনের এই ম্যাচে বাংলাদেশ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ভারত সাত উইকেট হারিয়ে ২৫১ রান করে। জবাবে বাংলাদেশ দল ৪৫.৫ ওভারে মাত্র ১৬৭ রান তুলতে পারে এবং ম্যাচ হেরে যায়।

শুরুটা নড়বড়ে ছিল ভারতের

IND vs BAN

শনিবারের এই ম্যাচের ভারতের শুরুটা মোটেও ভালো হয়নি। মাত্র ৫০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে শেষ পর্যন্ত দলের বালি ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ের দৌলতে সম্মাজনক স্কোর করে তারা। এ দিন দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন আদর্শ সিং। অধিনায়ক উদয় সাহারান ৬৪ রানের অবদান রাখেন। শচীন ধস ২৬ রান এবং প্রিয়াংশু ও অবিনীশ দু’জনেই ২৩ রানের অবদান রাখেন। বাংলাদেশের পক্ষে পাঁচ উইকেট নেন মারুফ মৃধা। একটি করে উইকেট নেন মোহাম্মদ রিজওয়ান ও রহমান রেড্ডি।

বল হাতে চার উইকেট নেন সৌম্য পান্ডে

IND vs BAN

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন মোহাম্মদ সিহাব জেমস। এর পাশাপাশি আরিফুল ইসলাম খেলেছেন ৪১ রানের ইনিংস। এই দুইজন ছাড়া মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পারেন। শেখ পেভেজ জীবন ১৫ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে ইশিকুর রহমান সিবলী ও জিশান আলম ১৪ রান করেন। ভারতের হয়ে চার উইকেট নেন সৌম্য পান্ডে। দুটি উইকেট নেন মুশির খান। একটি করে উইকেট পান রাজ লিম্বানি, আরশিন কুলকার্নি ও প্রিয়াংশু মোলিয়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *