ind-vs-ban-harshit-to-make-his-debut

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের পর টি-২০তেও দাপুটে ফর্মে টিম ইন্ডিয়া (IND vs BAN)। গ্বালিয়র ও দিল্লীর মাঠে ‘মেন ইন ব্লু’র আগ্রাসী ক্রিকেটের সামনে পাত্তাই পায় নি বাংলাদেশ। প্রতিপক্ষকে খড়কুটোর মত উড়িয়ে দিয়েছে ভারত। প্রথম ম্যাচে জয় পেয়েছে ৬ উইকেটের ব্যবধানে। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১২৮ রানের লক্ষ্য ৪৯ বল বাকি থাকতেই স্পর্শ করে ফেলেন হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। তৈরি হয় নয়া রেকর্ড। আর দিল্লীতে দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া জয় পায় ৮৬ রানের ব্যবধানে। নিশ্চিত করে সিরিজ জয়। আজ হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে রয়েছে তৃতীয় টি-২০। আত্মবিশ্বাসের শিখরে থাকা টিম ইন্ডিয়া চাইছে শ্রীলঙ্কার পর বাংলাদেশকেও হোয়াইটওয়াশ করতে। প্রথম দুটি টি-২০তে একাদশ অপরিবর্তিত রেখেছিলো ভারত। তৃতীয় ম্যাচে আসতে চলেছে রদবদল, সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করেছেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে।

Read More: IND vs BAN 3rd T20i Dream11 Prediction in Bengali: অন্তিম টি-২০তে কারা হবেন সেরা পারফর্মার? ফ্যান্টাসি ক্রিকেট সংক্রান্ত তথ্য জানুন এক ক্লিকে !!

মাঠে নামতে চলেছেন হর্ষিত রাণা-

Harshit Rana | IND vs BAN | Image: Getty Images
Harshit Rana | Image: Getty Images

২০২৪-এর আইপিএলে (IPL) অনবদ্য পারফর্ম্যান্স করেছিলেন দিল্লীর তরুণ পেসার হর্ষিত রাণা (Harshit Rana)। কলকাতা নাইট রাইডার্স জার্সিতে তিনি নিয়েছিলেন ১৯ উইকেট। নাইটদের (KKR) ট্রফি জয়ের অন্যতম কারিগরও ছিলেন তিনি। ভালো পারফর্ম্যান্সের পুরষ্কার হিসেবে জিম্বাবুয়ের বিরুদ্ধে ডাক পান ভারতীয় স্কোয়াডে। কিন্তু মাঠে নামার সুযোগ হয় নি। শ্রীলঙ্কার বিরুদ্ধেও টি-২০ ও ওয়ান ডে স্কোয়াডে ছিলেন তিনি। কিন্তু সেখানেও টিম ইন্ডিয়ার (Team India) টুপি মাথায় চাপানোর সুযোগ আসে নি তাঁর সামনে। বেশ কয়েক মাসের অপেক্ষার পর অবশেষে ভাগ্যে শিকে ছিঁড়তে চলেছে তাঁর। আজ হায়দ্রাবাদে ভারত বনাম বাংলাদেশ সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমবারের জন্য ভারতের সিনিয়র দলের হয়ে মাঠে নামতে চলেছেন তিনি। নাইট শিবিরে ‘মেন্টর’ গম্ভীরের (Gautam Gambhir) হাত ধরেই লাইমলাইটে এসেছিলেন তরুণ তুর্কি। আন্তর্জাতিক ক্রিকেটেও পথচলা শুরু হচ্ছে তাঁরই অধীনে।

হর্ষিত (Harshit Rana) যে সুযোগ পাচ্ছেন স্কোয়াডে, খেলার একদিন আগেই সেই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate)। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, “অবশ্যই আমাদের দলে যথেষ্ট গভীরতা রয়েছে। আইপিএলে অনেকেরই প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আমরা চাইছি যত বেশী সম্ভব খেলোয়াড়কে আন্তর্জাতিক স্তরের অভিজ্ঞতা প্রদান করতে। আমরা সেই কারণেই হর্ষিত রাণা’কে একটা ম্যাচে সুযোগ দিতে চাই।” হর্ষিত ডাক পেলেও তিলক বর্মা, জিতেশ শর্মাদের আরও খানিক অপেক্ষা করতে হবে বলে আভাস দিয়েছেন দুশখাতে। জানান, “তিলক (বর্মা) পরে দলের সাথে যোগদান করেছেন। জিতেশ (শর্মা) দলের সঙ্গে রয়েছেন ঠিকই, কিন্তু আমরা সঞ্জু (স্যামসন)-কে আরও একটা সুযোগ দিয়ে দেখতে চাই। আমাদের হাতে বিকল্প রয়েছে।”

মহার্ঘ হচ্ছেন হর্ষিত, অস্বস্তি নাইট রাইডার্সের-

Harshit Rana | IND vs BAN | Image: Getty Images
Harshit Rana | Image: Getty Images

গত ২৯ সেপ্টেম্বর আইপিএলের (IPL) রিটেনশনের নিয়ম প্রকাশ করেছে বিসিসিআই। জানানো হয়েছে ক্যাপড ও আনক্যাপড মিলিয়ে মোট ৫ জন ক্রিকেটারকে ‘রিটেন’ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। এছাড়াও নিলামের সময়  ব্যবহার করা যাবে একটি আরটিএম কার্ড। ক্যাপড ক্রিকেটারদের ক্ষেত্রে রিটেনশনের মূল্য যথাক্রমে ১৮, ১৪, ১১, ১৮ ও ১৪ কোটি বেঁধে দিয়েছে বোর্ড। তবে আনক্যাপড ক্রিকেটারদের ধরে রাখতে হলে সেই অর্থের পরিমাণ কমে দাঁড়াবে ৪ কোটিতে। এতদিন আনক্যাপড ছিলেন হর্ষিত রাণা। অর্থাৎ দিল্লীর প্রতিভাবান পেসারকে ধরে রাখার জন্য নাইট রাইডার্সের খরচ হত ৪ কোটি। কিন্তু আজ বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) অভিষেক হলে ক্যাপড ক্রিকেটারের তকমা পাবেন তিনি। তখন নূন্যতম ১১ কোটি খরচ করতে হবে তাঁকে ধরে রাখতে হলে। ফলে অকশন পার্সে টান পড়তে চলেছে ফ্র্যাঞ্চাইজির।

Also Read: IND vs BAN 3rd T20i: নিয়মরক্ষার ম্যাচেও জয় চাইছে ভারত, হায়দ্রাবাদে মুখরক্ষার শেষ সুযোগ বাংলাদেশের সামনে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *