ind-vs-ban-hardik-wins-player-of-the-series

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম্যান্স ভারতীয় দলের। টেস্টে টাইগারদের খড়কুটোর মত উড়িয়ে দিয়েছিলো তারা। চেন্নাইয়ের পর কানপুরের বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও সহজ জয় পেয়েছিলো ‘মেন ইন ব্লু।’ সেই দাপট জারি থাকলো টি-২০তেও। গ্বালিয়র ও দিল্লীর মাঠে প্রথম দুটি ম্যাচেই বোঝা গিয়েছিলো যে ধারে ও ভারে প্রতিপক্ষের চেয়ে অনেকখানি এগিয়ে ভারতীয় দল। আজ হায়দ্রাবাদের তৃতীয় টি-২০ ম্যাচটিও সেই প্রতিষ্ঠিত সত্যটিই আরও একবার চোখের সামনে এনে ফেললো। সমগ্র ভারতসফর জুড়েই একপেশে ভাবে হেরে এসেছে বাংলাদেশ। শেষ অধ্যায়টাও সুখকর হলো না তাদের জন্য। প্রথম টি-২০ তে তারা হেরেছিলো ৬ উইকেটে, দ্বিতীয়টি হারতে হয়েছিলো ৮৬ রানের ব্যবধানে। আর আজ হারের ব্যবধান বেড়ে দাঁড়ালো ১৩৩ রানে। শ্রীলঙ্কার পর বাংলাদেশকেও হোয়াইটওয়াশ করে টি-২০তে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করলো ভারত।

টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব। তৃতীয় ওভারে অভিষেক শর্মা আউট হওয়ায় ধাক্কা খেয়েছিলো ভারত। কিন্তু এরপর সূর্য-সঞ্জু’র ১৭৩ রানের জুটি অন্ধকার থেকে আলোয় এনে ফেলে ‘মেন ইন ব্লু’কে। ১১১ রানের জমজমাট একটি ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। অধিনায়ক সূর্যের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৭৫। রিয়ান পরাগ ও হার্দিক পান্ডিয়ার ক্যামিও ভারতের রান পৌঁছে দেয় ২৯৭-তে। টি-২০ ইতিহাসে এটাই এক ইনিংসে ভারতের সর্বোচ্চ রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নড়বড়ে বাংলাদেশ শূন্য রানের মাথায় প্রথম উইকেট হারায়। রান পান নি শান্ত, ইমনরা। কেবল প্রতিরোধের প্রয়াস চোখে পড়লো লিটন দাস ও তাওহিদ হৃদয়ের মধ্যে। যথেষ্ট হয় নি তা। ১৬৪-এর বেশী এগোতে পারে নি বাংলাদেশ। ভারতের আরও একটি জয় দিয়েই যবনিকা পড়লো সিরিজে।

Read More: IND vs BAN 3rd T20i: “আসমান-জমিন ফারাক…” ভারতসফরে এসে জুটলো কেবল লজ্জা, বাংলাদেশকে কটাক্ষ নেটজনতার !!

ফিটনেস নিয়ে মুখ খুললেন হার্দিক পান্ডিয়া-

Hardik Pandya | IND vs BAN | Image: Getty Images
Hardik Pandya | IND vs BAN | Image: Getty Images

রোহিত শর্মা টি-২০ থেকে অবসর নেওয়ার পর ক্রিকেটদুনিয়া ধরেই নিয়েছিলো যে টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক হতে চলেছেন হার্দিক পান্ডিয়া। কিন্তু সেই সৌভাগ্য হয় নি তাঁর। নেতৃত্বের মুকুট উঠেছে সূর্যকুমার যাদবের মাথায়। এমনকি সহ-অধিনায়ক পদ’ও জোটে নি হার্দিকের। তাতেও নিরাশা বাসা বাঁধে নি তারকা অলরাউন্ডারের মনে। শ্রীলঙ্কা সফরের পর দিনকয়েকের বিরতি নিয়েছিলেন। গ্রীসে গিয়েছিলেন ছুটি কাটাতে। ফিরে এসে ক্রিকেটের বাইশ গজে ফের সেরা ছন্দে তিনি। বাংলাদেশের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-২০ সিরিজে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন তিনি। গ্বালিয়রে করেন ১৬ বলে অপরাজিত ৩৯, দিল্লীতে তাঁর ব্যাট থেকে এসেছিলো ১৯ বলে ৩২। আর আজ তিনি করেন ১৮ বলে ৪৭ রান। ধারাবাহিক পারফর্ম্যান্সের পুরষ্কার হিসেবে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন তিনি।

পুরষ্কার নিতে এসে হার্দিক ধন্যবাদ জানিয়েছেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদবকে। তিনি বলেন, “যে স্বাধীনতা অধিনায়ক আর কোচ আমায় দিয়েছেন তা দুর্দান্ত। খেলাটাকে যদি উপভোগ করা যায় তাহলেই দক্ষতার সর্বোচ্চ সীমায় পৌঁছানো যায়।” তাঁর ফিটনেস সংক্রান্ত সমস্যার কারণেই নেতৃত্ব পান নি হার্দিক। সে নিয়েও মুখ খুলেছেন আজ। অনুরাগীদের আশ্বস্ত করে তাঁর মন্তব্য, “শরীর একদম ঠিক আছে। ঈশ্বর সদয় হয়ে আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।” ভবিষ্যতেও এভাবেই এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি। জানান, “প্রক্রিয়াটা চলতে থাকবে।” এই সিরিজে বেশ কিছু চমৎকার শট হাঁকিয়েছেন হার্দিক। আজকের সেরা শট বাছলেন নিজেই। “কভারের উপর দিয়ে যেটা চিপ করলাম”, স্মিত হেসে জানালেন তারকা অলরাউন্ডার।

Also Read: IND vs BAN 3rd T20i Highlights: বাংলাদেশের বিরুদ্ধে ‘দাদাগিরি’ ভারতের, ১৩৩ রানের ব্যবধানে জিতলেন সূর্যকুমাররা !!

 

 

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *