ind-vs-ban-hardik-to-lead-in-delhi

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে সহজেই জিতেছে টিম ইন্ডিয়া (IND vs BAN)। গ্বালিয়রের শ্রীলন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো দল। তারা প্রতিপক্ষকে গুটিয়ে দেয় ১২৭ রানের মধ্যে। জবাবে ব্যাট করতে নামা ‘মেন ইন ব্লু’ ঝড় তোলে ইনিংসের শুরু থেকেই। সঞ্জু স্যামসন (Sanju Samson), সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) দ্রুত গতিতে রান তোলেন। এরপর পাঁচ নম্বরে ব্যাটিং করতে নামা হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মাত্র ১৬ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলে ভারতকে দুর্দান্ত জয় এনে দেন কেবল ১১.৫ ওভারেই। ১-০ এগিয়ে যায় ভারত। আজ দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে রয়েছে দ্বিতীয় ম্যাচ। সিরিজ জয়ের হাতছানি রয়েছে সামনে। নড়বড়ে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) আজ পরীক্ষানিরীক্ষার পথে হাঁটতে পারে আত্মবিশ্বাসী ভারতীয় দল।

Read More:IND vs NZ: বেঙ্গালুরু টেস্ট থেকে ছিটকে যাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার, সিরিজ শুরুর আগেই ফাঁস করলো বোর্ড !!

অধিনায়ককেই রিজার্ভ বেঞ্চে রাখছেন গম্ভীর-

Suryakumar Yadav | IND vs BAN | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

চলতি ভারত সফরে একেবারেই ব্যাকফুটে বাংলাদেশ। দুটি টেস্টেই মুখ থুবড়ে পড়েছে তারা। চেন্নাইতে প্রথম ম্যাচটিতে হেরেছিলো সোয়া তিন দিনে। আর কানপুরে দ্বিতীয় ম্যাচে বৃষ্টিতে প্রায় তিনদিন খেলা বন্ধ থাকা সত্ত্বেও হেরেছে তারা। টি-২০তেও দেখা গিয়েছে একই ছবি। ভারতীয় স্কোয়াডে নেই একঝাঁক তারকা। তবুও নূন্যতম প্রতিরোধটুকু গড়ে তুলতে পারেন নি শান্ত-লিটন’রা। টাইগারদের বেহাল দশা দেখে আরও একটি সাহসী সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতে পারেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আজকের দ্বিতীয় টি-২০ ম্যাচটিতে অধিনায়ক সূর্যকুমার যাদবকেই রাখতে পারেন বিশ্রামে। দলের সেরা অস্ত্রকে এই বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) প্রয়োজন নেই বলে মনে করছেন অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞ’ও। তাঁকে ছাড়াই জিততে সক্ষম টিম ইন্ডিয়া।

শিবম দুবে ছিটকে যাওয়ার পর চলতি সিরিজে ভারতীয় স্কোয়াডে যুক্ত করা হয়েছে তিলক বর্মা’কে (Tilak Varma)। গত বছর সাড়া জাগানো অভিষেকের পর বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে ছিলেন হায়দ্রাবাদের তরুণ। আজ সূর্যকুমারকে (Suruakumar Yadav) যদি বাইরে রাখা হয় তাহলে তাঁর জায়গায় মিডল অর্ডারে সুযোগ পেতে পারেন তিলক। ব্যাটিং-এর পাশাপাশি বোলিং-ও করেন তিনি। অলরাউন্ডার ব্যবহারে সিদ্ধহস্ত গম্ভীর তাঁকে দিয়ে এক বা দুই ওভার বোলিং করানোর পরিকল্পনাও নিতে পারেন। হয়ত আজকের ম্যাচে তারকা পেসার আর্শদীপ সিং-কেও (Arshdeep Singh) বিশ্রামে পাঠাতে পারে ভারতীয় দল। দিল্লীর ‘ঘরের ছেলে’ হর্ষিত রাণা’র (Harshit Rana) হাতে তুলে দেওয়া হতে পারে টি-২০ ক্যাপ। পেস বিভাগের দায়িত্ব সামলাবেন মায়াঙ্ক যাদব ও হর্ষিত। সাথে থাকছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।

হার্দিকের হাতে উঠছে নেতার দায়িত্ব-

Hardik Pandya | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপের পর ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। তাঁর উত্তরসূরি হওয়ার দৌড়ে একসময় ছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু তাঁর বদলে সূর্যকুমার যাদব’কে বেছে নেওয়া হয়। সহ-অধিনায়ক পদ পান শুভমান গিল। সূর্যের অনুপস্থিতিতে তাঁরই দল সামলানোর কথা। কিন্তু নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া বিরুদ্ধে টেস্ট সিরিজের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হয়েছে শুভমানকে। একই কারণে বাংলাদেশের বিরুদ্দধে টি-২০তে নেই জসপ্রীত বুমরাহ’র মত তারকাও। তাই দিল্লীতে দ্বিতীয় টি-২০ ম্যাচে যদি সূর্যকুমার যাদব’কে মাঠের বাইরে রাখার সিদ্ধান্ত নেন কোচ গম্ভীর, তাহলে সিনিয়র ক্রিকেটার হিসেবে আরও একবার নেতৃত্বের ব্যাটন উঠতে পারে হার্দিকের হাতেই। ইতিপূর্বে ‘ক্যাপ্টেন’ হিসেবে নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতেছেন তিনি। চাইবেন আজ টাইগারদের বিপক্ষেও সিরিজ জয় নিশ্চিত করতে।

Also Read: IND vs BAN 2nd T20i Dream 11 Prediction in Bengali: দিল্লী’র মাঠে মুখোমুখি ভারত-বাংলাদেশ, ফ্যান্টাসি ক্রিকেটের যাবতীয় তথ্য জেনে নিন এক ক্লিকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *