IND vs BAN

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) টি-২০’র আসরেও উজ্জ্বল টিম ইন্ডিয়া। গ্বালিয়রে ৪৯ বল বাকি থাকতেই দুর্দান্ত জয় ছিনিয়ে নিলেন সূর্যকুমার যাদব’রা (Suryakumar Yadav)। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো স্বাগতিক দেশ। আর্শদীপ সিং-এর আগুনে স্পেলে তিন ওভারের মধ্যে জোড়া ওপেনারকে হারায় বাংলাদেশ। ফেরেন লিটন দাস (Litton Das) ও পারভেজ হোসেন ইমন। বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) ঘূর্ণিতে পরাস্ত হন জাকের আলি অনীক, তাওহিদ হৃদয়রাও। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অলরাউন্ডার মেহদী হাসান মিরাজ খানিক প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হন। শেষমেশ ১২৭-এ গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। ১২৮-এর লক্ষ্য হেলায় তাড়া করে নেয় ভারত। ধুন্ধুমার ব্যাটিং সঞ্জু, সূর্যকুমারদের। ঝড় তোলেন হার্দিক’ও (Hardik Pandya)।

Read More: IND vs BAN 1st T20i: “যত বেশী খেলবো…” দাপুটে পারফর্ম্যান্সের নেপথ্যকাহিনী ফাঁস করলেন ‘ম্যাচের সেরা’ আর্শদীপ !!

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচটি খেলেন নি হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আজ বাংলাদেশের বিপক্ষেই ফিরলেন মাঠে। প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন ভারতীয় দলের প্রাক্তন সহ-অধিনায়ক। বল হাতে একটি উইকেট নিয়েছিলেন। ব্যাট হাতেও জাত চেনালেন তারকা অলরাউন্ডার। পাঁচ নম্বরে নেমেছিলেন ব্যাট করতে। প্রতিপক্ষ বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করতে দেখা গেলো হার্দিককে। দশম ওভারে মুস্তাফিজুরকে (Mustafizur Rahman) জোড়া চার মারেন। টাইগারদের তরুণ প্রতিভা রিশাদ হোসেন’ও রক্ষা পান নি তাঁর ব্যাটিং বিক্রম থেকে। তাঁকেও হাঁকান ছক্কা। ১২তম ওভারে তাস্কিন আহমেদকে (Taskin Ahmed) জোড়া বাউন্ডারির সাথে একটি ছক্কা মেরে ম্যাচ ‘ফিনিশ’ করেন তিনি। অপরাজিত রইলেন ১৬ বলে ৩৯ করে।

ভারতের একচ্ছত্র আধিপত্যের দিনে গ্বালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে সাক্ষী থাকলো এক মজার মুহূর্তেরও। ছক্কা মারার নেশায় ব্যাটই হাতছাড়া হলো হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। ১২তম ওভারের চতুর্থ ডেলিভারিটিকে মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলেন ভারতের অলরাউন্ডার। কিন্তু হাত থেকে ফস্কে যায় ব্যাটটিই। তা উড়ে গিয়ে পড়ে লেগ আম্পায়ারের পজিশনের কিছুটা দূরে। শটে ভারসাম্য না থাকলেও তাস্কিনের (Taskin Ahmed) ডেলিভারিটি ঠিকই ছুঁয়ে গিয়েছিলো হার্দিকের ব্যাটের বাইরের অংশ। ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে দ্রুতগতিতে ধাবমান হয় বল। হাসি মুখে ব্যাট কুড়িয়ে এনে ভারতীয় অলরাউন্ডারের হাতে তুলে দেন আম্পায়ার জয়রামন মদনগোপাল। নিজের কর্মকাণ্ডে হেসে ফেলেন খোদ হার্দিক’ও।

দেখে নিন ঘটনার ভিডিও-

Also Read: IND vs BAN: 1st T20i: “জঙ্গলে একটাই শের…” খড়কুটোর মত উড়ে গেলো বাংলাদেশ, টিম ইন্ডিয়ার সাফল্যে উদ্বেল সোশ্যাল মিডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *