ind-vs-ban-hardik-can-lead-in-t20is

IND vs BAN: সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ থেকে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) বাইশ গজের যুদ্ধে নামছে ভারতীয় দল। চেন্নাইতে ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর রয়েছে প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ২৬ সেপ্টেম্বর থেকে। চলার কথা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়াম। এরপর দিনকয়েকের বিরতি শেষে আবার ৬ তারিখ থেকে টি-২০’র ময়দানে একে অপরের মহড়া নেবে দুই প্রতিবেশী রাষ্ট্র। ৬, ৯ ও ১২ তারিখ তিনটি ম্যাচ রয়েছে যথাক্রমে গ্বালিয়র, দিল্লী ও হায়দ্রাবাদে। টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয় ও শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভালো ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী তারা। কেবল দুশ্চিন্তা সূর্যকুমার যাদব’কে নিয়ে।

Read More: IPL 2025: বুকে পাথর রেখে সিদ্ধান্ত নিচ্ছে KKR, দলের মেরুদন্ড ব্যাটসম্যানকে নিলামের আগেই করছে ছাটাই !!

চোট পেয়েছেন সূর্যকুমার যাদব-

Suryakumar Yadav | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

কেবলমাত্র টি-২০ নয়, বাকি দুই ফর্ম্যাটেও ভারতের হয়ে খেলতে চান নিয়মিত, দিনকয়েক আগেই একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টেস্ট দলের জায়গা করে নেওয়ার জন্য লাল বলের ফর্ম্যাটে একাধিক প্রতিযোগিতায় অংশ নেবেন বলেও জানিয়েছিলেন। মুম্বইয়ের হয়ে খেলার কথা ছিলো বুচিবাবু প্রতিযোগিতা। সুযোগ পেয়েছিলেন দলীপ ট্রফিতেও। কিন্তু ঘটে গিয়েছে বিপত্তি। বুচিবাবু টুর্নামেন্টে হাতে চোট পেয়েছেন তিনি। দলীপ ট্রফিতেও তাঁকে দেখা যাবে না বলেই খবর মিলেছে সংবাদমাধ্যম সূত্রে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে কতদিন লাগবে তা বলা যাচ্ছে না এখনিই। ফলে অকয়টোবরের ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) সিরিজেও তাঁর অংশ নেওয়া আপাতত অনিশ্চিত। যদি একান্তই তিনি খেলতে না পারেন, তাহলে সূর্যকুমার যাদবের বদলে নতুন অধিনায়ক বেছে নিতে হবে ভারতীয় দল’কে।

নেতৃত্ব পেতে পারেন হার্দিক পান্ডিয়া-

Hardik Pandya | IND vs BAN | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

ভারতের টি-২০ দলের সহ-অধিনায়ক বেছে নেওয়া হয়েছে শুভমান গিল’কে (Shubman Gill)। শ্রীলঙ্কার বিরুদ্ধে দায়িত্বও সামলেছেন তিনি। সূর্যকুমার (Suryakumar Yadav) না খেললে অধিনায়ক হিসেবে মাঠে নামার কথা তাঁরই। কিন্তু আসন্ন নিউজিল্যান্ড (IND vs NZ) ও অস্ট্রেলিয়ার (AUS vs IND) বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের কথা মাথায় রেখে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) ঘরের মাঠে তিনটি টি-২০ তে বিশ্রাম দেওয়া হতে পারে শুভমান’কে (Shubman Gill)। ফলে নতুন কাউকে নেতার ভূমিকায় দেখা যাওয়ার সম্ভাবনা।

এমতাবস্থায় নেতৃত্ব ফেরানো হতে পারে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাতে। ২০২২-থেকে রোহিতের অবর্তমানে পাঁচটি টি-২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি। জিতেছেন চারটি, হার কেবল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। মনে করা হয়েছিলো রোহিতের (Rohit Sharma) পর সাদা বলের দুই ফর্ম্যাটেই অধিনায়ক হবেন হার্দিকই (Hardik Pandya), কিন্তু তাঁর চোটপ্রবণতার কারণে তারকা অলরাউন্ডারকে দেওয়া হয় নি পদ। বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) আপৎকালীন পরিস্থিতিতে আরও একবার তাঁর শরণাপন্নই হতে পারে বিসিসিআই।

রিঙ্কু হতে পারেন সহ-অধিনায়ক-

Rinku Singh | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

সূর্য থাকছেন না, বিশ্রাম পেতে পারেন শুভমান গিল’ও (Shubman Gill)। এই পরিস্থিতিতে নতুন অধিনায়কের পাশাপাশি নতুন সহ-অধিনায়ক’ও দেখা যেতে পারে ভারতীয় দলের। দায়িত্ব দেওয়া হতে পারে রিঙ্কু সিং-কে। ২০২৩ থেকেই টি-২০ দলে নিয়মিত বলা চলে রিঙ্কু’কে (Rinku Singh)। প্রায় ৬০ গড়ে ২৩ ম্যাচে করেছেন ৪১৮ রান। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তানের মত প্রতিপক্ষের বিরুদ্ধে পেয়েছেন সাফল্য। বাংলাদেশের সিরিজের (IND vs BAN) স্কোয়াডেও তিনি যে থাকবেন তা বলাই যায়। এর আগে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রিঙ্কু সিং-এর। উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা আয়োজিত ইউপি টি-২০ লোগে মীরাট ম্যাভেরিকসের (MM) অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। নেতৃত্ব বাড়তি কোনো চাপ ফেলে নি তাঁর ব্যাটিং-এর উপর। এবার জাতীয় দলের ‘লিডারশিপ’ রোল পেয়ে কেমন পারফর্ম করেন তা দেখে নিতে চাইবেন কোচ গম্ভীর।

সম্ভাব্য স্কোয়াড-

যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষণ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক),  রিয়ান পরাগ, তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রিঙ্কু সিং (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, আবেশ খান, খলিল আহমেদ, হর্ষল প্যাটেল।

Also Read: IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে নেই মহম্মদ সিরাজ, ছিটকে যাচ্ছেন তারকা পেসার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *