IND vs BAN: বাংলাদেশ বধের ব্লু-প্রিন্ট প্রস্তুত টিম ইন্ডিয়ার, স্পিন মন্ত্রেই আস্থা রাখতে চলেছেন ‘গুরু’ গম্ভীর !! 1

IND vs BAN: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) টেস্ট সিরিজ। ২০২২ সালে লাল বলের লড়াইতে শেষবার মুখোমুখি হয়েছিলো দুই প্রতিবেশী রাষ্ট্র। চট্টগ্রাম ও মীরপুরে জমজমাট লড়াই দেখা গিয়েছিলো। বিশেষ করে শের-ই-বাংলা স্টেডিয়ামে একটা সময় চাপেই পড়ে গিয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। শেষমেশ ঘূর্ণি পিচে দুর্দান্ত প্রতিরোধ তৈরি করে জয় এনে দেন শ্রেয়স আইয়ার ও রবিচন্দ্রণ অশ্বিন। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা সিরিজে শ্রেয়সকে দেখা যাবে  না। তবে থাকছেন অশ্বিন (Ravichandran Ashwin)। তারকা অফস্পিনারকে সামনে রেখেই আক্রমণের ছক কষছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে দৌড় শুরু করেছিলেন তিনি, কিন্তু কলম্বোতে ওডিআই-সিরিজে ধাক্কা খাওয়ায় আপাতত খানিক ব্যাকফুটে তিনিও। চেষ্টা করবেন বাংলাদেশকে হারিয়ে পায়ের তলার মাটি শক্ত করার।

Read More: IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-২০ একাদশ ফাঁস, ফিরছেন পৃথ্বী-অভিষেকের মত তরুণ তুর্কি’রা !!

তিন স্পিনারের ছক গম্ভীরের-

Ravichandran Ashwin, Ravindra Jadeja and Kuldeep Yadav | Image: Twitter
Ravichandran Ashwin, Ravindra Jadeja and Kuldeep Yadav | Image: Twitter

নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেড়িয়ামে রয়েছে ভারতের প্রথম টেস্ট ম্যাচটি। সাধারণত চেন্নাইতে ঘূর্ণি পিচ’ই চোখে পড়ে। এই ম্যাচেও অন্য কিছু আশা করছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই স্পিন বিভাগকে ফোকাসে রেখেই একাদশ সাজানোর পরিকল্পনা করছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সংবাদসংস্থা PTI জানাচ্ছে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজাতে চলেছেন তিনি। মহম্মদ শামি এখনও মাঠের বাইরে। ফাস্ট বোলার হিসেবে সম্ভবত সুযোগ পাচ্ছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও জসপ্রীত বুমরাহ। (Jasprit Bumrah) রিজার্ভ বেঞ্চে জায়গা হতে পারে বাংলার আকাশ দীপ-এর (Akash Deep)।

স্পিন বিভাগে শুরুতেই নাম থাকবে রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin)। চেন্নাইয়ের ‘ঘরের ছেলে’ তিনি। চিপকের মাঠকে চেনেন নিজের হাতের তালু’র মত। ১০০ টেস্টে ৫১৬ উইকেটের মালিক চেনা বাইশ গজে নিজের পরিসংখ্যান যতটা সম্ভব উন্নত করে নিতে চাইবেন। বাম হাতি রবীন্দ্র জাদেজা’ও (Ravindra Jadeja) থাকছেন একাদশে। বর্তমানে তাঁর সংগ্রহ ৭২ টেস্টে ২৯৪ উইকেট। চেন্নাইতেই ৩০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলতে চাইবেন তিনিও। তৃতীয় স্পিনার হিসেবে ব্যবহারের জন্য দুই বিকল্প রয়েছে গম্ভীরের সামনে। PTI সূত্রে খবর যে অক্ষর প্যাটেলকে (Axar Patel) আপাতত রিজার্ভ বেঞ্চে রেখে চায়নাম্যান কুলদীপ যাদবকেই (Kuldeep Yadav) বেছে নিতে চলেছেন গম্ভীর। তাঁর বাম হাতি লেগস্পিন সামলাতে সমস্যা হতে পারে বাংলাদেশ ব্যাটারদের।

মিডল অর্ডারে দেখা যাবে কে এল রাহুল’কে-

Virat Kohli and KL Rahul | IND vs BAN | Image: Getty Images
Virat Kohli and KL Rahul | Image: Getty Images

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ব্যাটিং অর্ডার কি হতে চলেছে তাও মোটামুটি পরিষ্কার। শুরুতেই অধিনায়ক রোহিত শর্মা’র (Rohit Sharma) সাথে নামার সম্ভাবনা যশস্বী জয়সওয়ালের। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের পর বাংলাদেশের বিরুদ্ধেও সাফল্যের সন্ধানে থাকবেন তরুণ বাম হাতি। তিনে খেলতে পারেন শুভমান গিল (Shubman Gill)। মাস নয়েক পর টেস্টের আঙিনায় ফিরছেন বিরাট কোহলি। চার নম্বরে নিজের পুরনো জায়গা ফিরে পাচ্ছেন তিনি। প্রশ্ন ছিলো পাঁচ নম্বর স্লট নিয়ে। প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন সরফরাজ খান (Sarfaraz Khan) ও কে এল রাহুল। তবে দিনতিনেক আগে PTI-কে দেওয়া সাক্ষাৎকারে এক বোর্ড কর্তা স্পষ্টই জানিয়েছেন যে রাহুলের অভিজ্ঞতাকেই অগ্রাধিকার দেওয়া হবে। ছয়ে দেখা যাবে ঋষভ পন্থ’কে। তারকা উইকেটরক্ষক-ব্যাটার টেস্টের ময়দানে ফিরছেন ২১ মাসের বিরতির পর।

Also Read: “একদম লগানের মত…” রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ সরফরাজ খান, তুলনা করলেন আমির খানের ব্লকবাস্টারের সাথে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *