ind-vs-ban-fans-urge-ind-to-go-for-win

IND vs BAN: কানপুর টেস্টের প্রথম দিন খেলা হয়েছিলো ৩৫ ওভার। বৃষ্টিতে দ্বিতীয় দিন এক বল’ও এগোয় নি ম্যাচ। তৃতীয় দিন বৃষ্টি ছিলো না, কিন্তু আউটফিল্ডের বেহাল দশার কারণে পণ্ড হয় খেলা। শেষমেশ চতুর্থ দিন মেঘ কেটে দেখা গিয়েছে ঝলমলে রোদ্দুর। সকাল থেকে শুরু হয়েছে ব্যাট-বলের যুদ্ধ’ও। প্রথম দিনের শেষে ৩ উইকেটের বিনিময়ে ১০৭ রান ছিলো বাংলাদেশের স্কোরবোর্ডে। আজ সকালে বুমরাহ (Jasprit Bumrah), অশ্বিন, জাদেজাদের (Ravindra Jadeja) সামনে বিশেষ প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না টাইগার ব্যাটাররা। কোনো রকমে সামলে ছিলেন প্রথম সেশনটি। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরু হতেই হুড়মুড়িয়ে ভাঙলো প্রতিরোধ। শেষমেশ ২৩৩ রানের মাথায় প্রতিপক্ষকে আটকে দিতে সক্ষম হয়েছে ‘মেন ইন ব্লু।’

সকালে প্রথম আউট হন মুশফিকুর রহিম। প্রথম টেস্টে (IND vs BAN) ঠিক যেভাবে সাদমান ইসলাম’কে দাঁড় করিয়ে রেখে বোল্ড করেছিলেন বুমরাহ, আজ অভিজ্ঞ মুশফিকুরকেও ফেরালেন একইভাবে। বল যে ভিতরের দিকে আসবে তা না বুঝেই ‘লিভ’ করার জন্য ব্যাট তুলে দিয়েছিলেন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। অগ স্টাম্পে চুমু খেয়ে যায় ‘রেড চেরি।’ বুমরাহ’র প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া। ‘এই প্রাণহীন পিচেও যেভাবে বলকে দিয়ে কথা বলাচ্ছে ও তাকে ব্যাখ্যা করার কোনো ভাষা নেই” লিখেছেন একজন। এরপর নজর কাড়েন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। মহম্মদ সিরাজের ডেলিভারি এগিয়ে এসে উড়িয়ে দিতে চেয়েছিলেন লিটন দাস। এক হাতে দুর্দান্ত ক্যাচ ধরেন রোহিত। ‘হিটম্যান নয়, আসলে রোহিত সুপারম্যান’ অধিনায়কের অকুন্ঠ প্রশংসা চোখে পড়েছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে।

Read More: চতুর্থ দিনের শুরুতেই ব্যাটিং ধ্বস, মমিনুলের শতরানে বাংলাদেশের প্রথম ইনিংসে স্কোর ২৩৩ !!

প্রশংসিত মোমিনুল, নেটজনতার চোখ ভারতের দিকে-

Mominul Haque | IND vs BAN | Image: Getty Images
Mominul Haque | IND vs BAN | Image: Getty Images

সাতে নেমেছিলেন শাকিব (Shakib Al Hasan)। তাঁর অফ ফর্ম অব্যাহত। ৯ করে অশ্বিনের বলে আউট হতেই নেটদুনিয়ায় চোখে পড়লো কটাক্ষ। ‘অবসরের সিদ্ধান্ত নিয়ে ঠিকই করেছে, আর চলছে না’ তারকাকে বিঁধে লিখেছেন এক ক্রিকেট অনুরাগী। লড়াই চালয়ে যাচ্ছিলেন মেহদী হাসান মিরাজ (Mehidy Hasan Miraz)। কিন্তু ফের ঘাতক হয়ে ওঠেন জসপ্রীত বুমরাহ। ২০ করে মেহদী ফেরার পর তাইজুল ইসলামকেও বোল্ড করেন ভারতীয় পেসার। ১ করে মহম্মদ সিরাজের শিকার হন হাসান মাহমুদ। হায়দ্রাবাদের পেসার আজ কানপুরের পিচে তুলে নেন ২ উইকেট। প্রশংসিত তিনিও। রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বলে তাঁর হাতেই ক্যাচ তুলে দেন খালেদ আহমেদ। ৩০০তম উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম তুললেন ভারতীয় তারকা। ‘সেরা অলরাউন্ডারদের তালিকায় নিজেকে প্রতিষ্ঠা করলেন’ জাড্ডুকে শুভেচ্ছা সোশ্যাল মিডিয়ায়র।

বাংলাদেশের ব্যাটিং লাইন আপ’কে বেশ নড়বড়ে দেখিয়েছে চতুর্থ দিনের সকালে। কিন্তু এর মধ্যে ব্যতিক্রম মোমিনুল হক (Mominul Haque)। প্রাক্তন অধিনায়ককে নিয়ে বেশ সমালোচনা চলছিলো বাংলাদেশী গণমাধ্যমে। কিন্তু আজ বুক চিতিয়ে লড়াই করলেন তিনি। প্রথম দিন অপরাজিত ছিলেন ৪০ রানে। আর আজ দৃঢ়চেতা ব্যাটিং করে ছুঁয়ে ফেললেন শতকের মাইলস্টোন। মোমিনুল’কে শুভেচ্ছা জানাতে ভোলে নি ক্রিকেটজনতা। ‘কঠিন পরিস্থিতিতে ব্যাটিং কি করে করতে হয়, দেখালো ও’ লিখেছেন জনৈক ভারত সমর্থক। ‘বাকিরা যদি মোমিনুলের মত হতেন’ আক্ষেপ বাংলাদেশী ফ্যানেদের মধ্যে। খেলা বাকি আর দেড়দিন মত। এর মধ্যে ফলাফল ছিনিয়ে আনতে ভারতকে সাহসী হওয়ার পরামর্শ দিয়েছেন নেটিজেনরা। রোহিতরা (Rohit Sharma) শেষমেশ কোন পথে এগোন, জানতে রয়েছে কৌতূহল।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs BAN 2nd Test: হেনস্থা করেছেন ভারতীয়রা, ‘মিথ্যা’ অভিযোগ এনে বিতর্কের কেন্দ্রে বাংলাদেশের ‘টাইগার রবি’ !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *