IND vs BAN

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে আজ নেমেছে টিম ইন্ডিয়া (IND vs BAN)। গ্বালিয়রে প্রথম টি-২০তে জয়ের সুবাদে সিরিজে এগিয়েই রয়েছে ভারত। আজ জিতলে রয়েছে সিরিজ হাতের মুঠোয় ধরার সুযোগ। টসে হেরে প্রথম ব্যাটিং করতে হচ্ছে ‘মেন ইন ব্লু’কে। মেহদী হাসান মিরাজের প্রথম ওভারে ১৫ রান এলেও এরপর নিয়ন্ত্রিত বোলিং করে ম্যাচে ফিরেছে টাইগাররা। প্রথমে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) আউট করেন তাস্কিন আহমেদ। স্লোয়ার বলের ফাঁদে পা দেন উইকেটরক্ষক-ব্যাটার। এরপর ফেরেন অভিষেক শর্মা। তানজিম হাসান শাকিবের বলে বোল্ড হন তিনি। টি-২০তে দেশের সেরা অস্ত্র সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) থেকে বড় ইনিংসের আশায় ছিলেন ক্রিকেটজনতা। কিন্তু রাজধানী’র বাইশ গজে ব্যর্থ হলেন ভারত অধিনায়ক’ও।

Read More: IND vs BAN 2nd T20i: স্লোয়ারে বাজিমাত তাস্কিন আহমেদের, দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরলেন সঞ্জু স্যামসন !!

চলতি ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) সিরিজে তিন নম্বরে ব্যাটিং করছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আজও প্রথম উইকেটের পতনের পর মাঠে নামেন তিনি। গ্বালিয়রে যেমন সাবলীল ভঙ্গিতে ব্যাটিং করেছিলেন আজ তেমনটা দেখা গেলো না ভারত অধিনায়কের থেকে। এক্সট্রা কভার দিয়ে মুস্তাফিজুর রহমানকে একটি বাউন্ডারি হাঁকালেও তাঁরই বলে উইকেট হারিয়ে মাঠ ছাড়তে হয় সূর্যকুমারকে। সঞ্জু’র (Sanju Samson) মতই স্লোয়ার বলে আউট হন তিনিও। ১১৬.৯ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে মুস্তাফিজুরের কাটার ডেলিভারিটিতে ড্রাইভ মারতে গিয়েছিলেন সূর্য (Suryakumar Yadav)। কিন্তু বলে গতি না থাকায় সঠিক সংযোগ হয় নি ব্যাটের সাথে। ক্যাচ তুলে বসেন ভারত অধিনায়ক। মিড অফে দাঁড়ানো নাজমুল হোসেন শান্ত’র পক্ষে বিশেষ কঠিন হয় নি বল তালুবন্দী করা।

১০ বলে ৮ রান করে আউট হয়েছেন সূর্যকুমার (Suryakumar Yadav)। তাঁর এহেন স্বভাবপবিরুদ্ধ ইনিংসে স্বভাবতই খুশি নন নেটজনতা। আক্ষেপে ভরেছে ট্যুইটারের (এক্স) দেওয়াল। ‘আরও একটু সতর্ক হয়ে ব্যাটিং করা উচিৎ ছিলো’ লিখেছেন জনৈক নেটজনতা। ‘এটা তুমি কি করলে?’ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন আরও এক অনুরাগী। ‘তাড়াহুড়ো করার প্রয়োজন ছিলো না’ হতাশা ব্যক্ত করে জানিয়েছেন আরও একজন। পাশাপাশি কটাক্ষের তীরও উড়ে এসেছে ভারত অধিনায়কের দিকে। ‘এভাবে ব্যাটিং করলে আইসিসি র‍্যাঙ্কিং-এ উপরের দিকে নয় বরং নীচের দিকে নামতে হবে’ লিখেছেন একজন। সম্প্রতি সূর্যকুমার এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি কেবলমাত্র কাগজেকলমে অধিনায়ক নয়, বরং আক্ষরিক অর্থেই নেতা হতে চান। সেই সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে এক নেটিজেনের টিপ্পনি, ‘আগে ব্যাট হাতে রান করার দিকে মন দাও।’

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: হার্দিকের পাশাপাশি টিম ইন্ডিয়া থেকে ছুটি হচ্ছে জসপ্রীত বুমরাহ’র, কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন কোচ গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *