IND vs BAN

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) টেস্ট সিরিজে দাপুটে পারফর্ম্যান্স করেছিলো ভারতীয় দল। প্রতিপক্ষকে মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগই দেয় নি তারা। টি-২০তেও যে ছবিটা বিশেষ আলাদা হবে না তার ইঙ্গিত মিললো রবিবার গ্বালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম দলের একঝাঁক তারকা নেই। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে তাঁদের। তা সত্ত্বেও ৪৯ বল বাকি থাকতেই রান তাড়া করে জয় ছিনিয়ে নিলো ‘মেন ইন ব্লু।’ টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তীরা বল হাতে যে কাঁপুনি ধরালেন বাংলাদেশ শিবিরে, তা থেকে গোটা ম্যাচে আর বেরিয়ে আসতে পারেন নি শান্ত, লিটন, তাস্কিন, মুস্তাফিজুর রহমান’রা।

Read More:IND vs BAN 1st T20i: সঞ্জুর ভুলের শিকার হলেন অভিষেক শর্মা, আশা জাগিয়েও ফিরতে হলো সাজঘরে !!

প্রথমে ব্যাটিং করে ১৯,৫ ওভারে ১২৭ রানে গুটিয়ে গিয়েছিলো বাংলাদেশ। তিনটি করে উইকেট পান আর্শদীপ ও বরুণ। নেটদুনিয়ায় প্রশংসিত হন ভারতের দুই বোলিং তারকা। ১২৮-এর লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে গোড়া থেকেই আগ্রাসী ছিলো টিম ইন্ডিয়া (Team India)। দুর্ভাগ্যজনক ভাবে অভিষেক শর্মা রান-আউট হওয়ার পরেও নিজেদের স্ট্র্যাটেজি থেকে সরে নি তারা। আক্রমণ চালিয়ে যান সঞ্জু স্যামসন (Sanju Samson) ও সূর্যকুমার যাদব। দুজনেই করলেন ২৯ রান করে। বড় রান না পেলেও সঞ্জুর’ ১৯ বলে ২৯-এর ইনিংসটি তারিফ কুড়িয়েছে নেটিজেনদের। ‘এটাই সুযোগ টি-২০ দলে জায়গা পাকা করার’ লিখেছেন একজন। ‘এই ইতিবাচক মানসিকতাটাই তো আসল’ মন্তব্য আরও একজননের। সূর্যের ১৪ বলে ২৯-এর ক্যামিও’ও পাচ্ছে প্রশংসা। ‘নতুন করে সূর্যের তারিফ আর কি করবো?’ ৩৬০ ডিগ্রী শটে ভাষা হারিয়েছেন অনুরাগীরা।

গৌতম গম্ভীর কোচ হয়ে আসার পর দলে হার্দিক পান্ডিয়া’র ভূমিকা কি হবে তা নিয়ে ছিলো প্রশ্ন। আচমকাই নেতৃত্ব পাওয়ার দৌড় থেকে গম্ভীরের অঙ্গুলিহেলনেই ছিটকে গিয়েছেন তারকা অলরাউন্ডার, উঠেছিলো অভিযোগ। যাবতীয় প্রশ্নের জবাব আজ মাঠের পারফর্ম্যান্স দিয়েই দিলেন তিনি। উইকেট নিয়েছিলেন একটি। জ্বলে ওঠেন ব্যাট হাতেও। মাত্র ১৯ বলে ৩৬ করে অপরাজিত থাকলেন তিনি। ধোনি’র স্মৃতি ফিরিয়ে ম্যাচ ‘ফিনিশ’ করলেন তাস্কিন আহমেদকে ছক্কা হাঁকিয়ে। ‘কেন ও চ্যাম্পিয়ন, বুঝিয়ে দিলো হার্দিক’ লিখেছেন একজন। এক্স-এর দেওয়ালে আরেকজনের মন্তব্য, ‘আশা করি এরপর হার্দিকের সুযোগ পাওয়া নিয়ে কোনো কথা হবে না।’ অভিষেক ম্যাচে ১৬ করে অপরাজিত থাকলেন নীতিশ কুমার রেড্ডি। বাংলাদেশের সমর্থকেরা প্রিয় দলকে সম্বোধন করেন ‘টাইগার’ হিসেবে। আজ তাদের পর্যুদস্ত করে ভারতীয় সমর্থকদের হুঙ্কার, ‘বাঘ আসলে একটাই-টিম ইন্ডিয়া।’

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs BAN: “আজকেও হারতে হবে…” ভারতের বিরুদ্ধে ১২৭ রানে শেষ হলো বাংলাদেশের ব্যাটিং, সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *