IND vs BAN

IND vs BAN: চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) টেস্ট ম্যাচের আজ দ্বিতীয় দিন। গতকাল প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছিলো টিম ইন্ডিয়া। ১৪৪/৬ অবস্থা থেকে ১৯৫ রানের জুটি গড়ে দলকে ৩৩৯ রানে পৌঁছে দিয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin) ও রবীন্দ্র জাদেজা। অশ্বিনের শতরান সম্পূর্ণ হয়েছিলো গতকালই। ১০২ রানে অপরাজিত ছিলেন তিনি। আর অপর প্রান্তে জাদেজা অপরাজিত ছিলেন ৮৬ রানে। আজ সকালে তাঁর থেকেও শতকের আশা করেছিলেন ভারতীয় সমর্থকেরা। কিন্তু তা আর পূরণ হয় নি। এক রান’ও যোগ করতে পারেন নি তিনি। তাস্কিনের (Taskin Ahmed) বলে ধরা পড়েন লিটন দাসের দস্তানায়। ‘মাইলস্টোন মাঠে ফেলে এলো’ আক্ষেপের সুরে লিখেছেন এক নেটনাগরিক। ‘জাদেজারও শতরানটা প্রাপ্য ছিলো’ লিখেছেন আরও একজন।

Read More: IND vs BAN: শুভমান গিল’কে ছাঁটাই করছে টিম ইন্ডিয়া, দ্বিতীয় টেস্টে অভিষেক হচ্ছে এই তারকা’র !!

বাংলার আকাশ দীপ (Akash Deep) ব্যাট হাতে শুরুটা করেছিলেন আগ্রাসী ভঙ্গীতে। হাসান মাহমুদ’কে চমৎকার এক কভার ড্রাইভে ছিনিয়ে নেন বাউন্ডারি। থার্ড ম্যানের উপর দিয়েও একটি চার মারতে দেখা যায় তাঁকে। কিন্তু এরপর অহেতুক তাড়াহুড়ো করতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন। করেন ১৭। তাঁকেও আউট করেন তাস্কিন। তবে  যেভাবে তাঁর কোমরে বল ছুঁড়ে আঘাত করেন হাসান মাহমুদ, তার সমালোচনা চলছে নেটদুনিয়ায়। ‘চূড়ান্ত অখেলোয়াড়োচিত এই মনোভাব’ লিখেছেন একজন। সাম্প্রতিক ভারত-বাংলাদেশ (IND vs BAN) ক্রিকেটীয় সম্পর্কের যে অবনতি হয়েছে তার প্রসঙ্গ টেনে একজন লিখেছেন, ‘এমন ঘটনা ঘটতে থাকলে বিষয়টি আরও খারাপ দিকে মোড় নেবে।’ আকাশ দীপ যদিও মাঠে কোনো প্রতিক্রিয়া দেয় নি। হাসান মাহমুদ ও শাকিব এগিয়ে গিয়ে তাঁকে কিছু বলতে চেয়েছিলেন, হাত নেড়ে সরে যেতে বলেন আকাশ।

আজ সকালে বেশী রান যোগ করতে পারেন নি রবিচন্দ্রণ অশ্বিন’ও (Ravichandran Ashwin)। ১১৩ রান করে আউট হন তিনি। দ্বিতীয় নতুন বল হাতে পরপর তিন উইকেট তুলে নেন তাস্কিন আহমেদ। এরপর বুমরাহ’কে আউট করে ইনিংসে পাঁচ উইকেট তুলে নিলেন হাসান মাহমুদ। আজ সকালের প্রথম ঘন্টায় ৩৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ইনিংসে দাঁড়ি টানে ভারত। স্কোরবোর্ডে ৩৭৬ রান। চেপকের পিচের যা চরিত্র দেখা গিয়েছে তা থেকে ক্রিকেটজনতার মূল্যায়ন যে এই রান তোলা খুব একটা সহজ হবে না বাংলাদেশের পক্ষে। ‘শুরুতে থাকছে বুমরাহ-সিরাজ, সামলে নিতে পারলে অশ্বিন-জাড্ডু’র ঘূর্ণি। কঠিন সময় অপেক্ষা করে রয়েছে বাংলাদেশের জন্য।’ কেউ কেউ টিপ্পনি ছুঁড়ে দিয়েছেন আরেক পড়শি দেশ পাকিস্তানের জন্য। ‘এ তো আর পাক বোলিং লাইন-আপ নয়। ভারতের স্কোরবোর্ডে যথেষ্ট রান রয়েছে’ লিখেছেন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs BAN 1st Test: ‘পুরো কোহিনূর হীরা…’ ঘরের মাঠে দুর্ধর্ষ শতরান অশ্বিনের, উচ্ছ্বাসে মাতোয়ারা সোশ্যাল মিডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *