ind-vs-ban-fans-on-x-laud-varun-chakravarthy

IND vs BAN: টেস্টে দাপুটে জয়ের পর আজ থেকে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০’র ময়দানে টিম ইন্ডিয়া (IND vs BAN)। গ্বালিয়রে মুখোমুখি দুই দেশ। টসে জিতেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। পরিসংখ্যান বলছে যে এই মাঠে রান তাড়া করে জয়ের সংখ্যাই বেশী। তা মাথায় রেখে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে ‘মেন ইন ব্লু।’ জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ রয়েছেন বিশ্রামে। চোটের জন্য খেলছেন না মহম্মদ শামি। তা সত্ত্বেও ব্যাট হাতে ইনিংসের শুরুতে বেশ বিপাকেই পড়েছিলো টাইগাররা। জোড়া উইকেট তুলে নেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। নবাগত পেস তারকা মায়াঙ্ক যাদবকেও (Mayank Yadav) বেশ চনমনে লেগেছে আজ। ১ উইকেট পান তিনিও। প্রায় ৩ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে ফিরেছেন বরুণ চক্রবর্তী। প্রত্যাবর্তন ম্যাচে দাপুটে বোলিং তাঁর’ও।

Read More: চলতি ম্যাচে সমস্যায় পড়লেন ক্যাপ্টেন, চোট নিয়ে ফিরতে হলো সাজঘরে !!

২০২১ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে শেষবার দেশের নীল জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। এরপর ব্রাত্যই থেকে গিয়েছেন তিনি। ২০২৪-এর আইপিএলে ২১ উইকেট নেওয়ার পর ফের জায়গা করে নিয়েছিলেন ক্রিকেটমহলের চর্চায়। শেষমেশ বাংলাদেশ সিরিজের (IND vs BAN) স্কোয়াডে তাঁকে রেখেছেন নির্বাচকেরা। আজ প্রথম একাদশে খেলার সুযোগও করে দিয়েছেন কোচ গম্ভীর (Gautam Gambhir)। টিম ম্যানেজমেন্টের আস্থার দাম দিলেন তামিলনাড়ুর রহস্যস্পিনার। প্রত্যাবর্তন ম্যাচেই দুর্দান্ত বোলিং করে তুলে নিলেন তিনটি উইকেট। প্রথমে ফেরান তাওহিদ হৃদয়কে। হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পরেন তিনি। রক্ষণাত্মক শট খেলতে গিয়েছিলেন জাকের আলি (Jaker Ali)। তাঁকে ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে বোল্ড করেন বরুণ। আর রিশাদ হোসেন’ও আউট হন বরুণের বলে হার্দিকের হাতে ক্যাচ দিয়ে।

গত কয়েক বছর যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দরের মত স্পিনারদের নিয়মিত সুযোগ দিয়ে এসেছে টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু আড়ালেই রয়ে গিয়েছিলেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। আজ মাঠে ফিরেই যেভাবে ঘূর্ণির জাদুতে কুপোকাত করলেন বাংলাদেশ’কে, তার প্রশংসায় পঞ্চমুখ নেটজনতা। ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের শুভেচ্ছা’ লিখেছেন এক অনুরাগী। ‘বরুণের ‘মিস্ট্রি’ স্পিনে দিশাহারা বাংলাদেশ’ মন্তব্য আরও একজনের। ‘যে ফর্মে ও আইপিএলে পারফর্ম করেছে, তাতে এটা হওয়ারই ছিলো’ লিখেছেন আরও একজন। নির্বাচকেরা গত তিন বছর তাঁকে যে অবজ্ঞা উপহার দিয়ে এসেছেন, আজকের পারফর্ম্যান্স তার জবাব, সমস্বরে বলছে নেটদুনিয়া।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: INDW vs PAKW: লো-স্কোরিং ম্যাচে পাক বধ ভারতের, জিতেও স্বস্তিতে নেই ‘উইমেন ইন ব্লু’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *