ind-vs-ban-fans-on-x-laud-kl-rahul

IND vs BAN: ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি বারবার বাধাপ্রাপ্ত হয়েছে বৃষ্টিতে। প্রথম তিনটি দিন মিলিয়ে সাকুল্যে খেলা হয়েছিলো ৩৫ ওভার। শেষমেশ চতুর্থ দিনে মেঘ কেটে রোদ উঠেছে কানপুরে। মাঠে ফিরতে পেরেছেন খেলোয়াড়রাও। উপমহাদেশীয় দুই প্রতিপক্ষের লড়াইতে দাপট ফের একবার ভারতীয় দলের। খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের স্কোরবোর্ডে ছিলো ৩ উইকেটের বিনিময়ে ১০৭। আজ মাত্র ১২৬ রান যোগ করেই বাকি ৭টি উইকেট হারায় তারা। নিস্তরঙ্গ ম্যাচে এরপর প্রাণের সঞ্চার করে ভারতীয় ব্যাটিং। যেভাবে শুরুটা করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও যশস্বী জয়সওয়াল (Yashavi Jaiswal), মাঝেমধ্যে বিভ্রম সৃষ্টি হয়েছিলো যে কানপুরে আদৌ টেস্ট ম্যাচ চলছে নাকি সাদা পোশাকে খেলা হচ্ছে টি-২০। শুভমান গিল, বিরাট কোহলি থেকে কে এল রাহুল-আক্রমণাত্মক ব্যাটিং-এর স্ট্র্যাটেজি থেকে সরেন নি কেউই।

হায়দ্রাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। ইংল্যান্ডের বিরুদ্ধে সম্পূর্ণ সিরিজ আর খেলা হয় নি তাঁর। বাংলাদেশের বিপক্ষে চেন্নাইতে প্রত্যাবর্তন ঘটান তিনি। দুই ইনিংসে করেন যথাক্রমে ১৬ ও ২২*। দ্বিতীয় ইনিংসে সাবলীল দেখিয়েছিলো তাঁকে। তা সত্ত্বেও রোহিত দ্রুত ডিক্লেয়ার করায় শুরু হয়েছিলো বিতর্ক। কর্ণাটকের তারকাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞদের একটা অংশ। “কে এল রাহুল যদি ক্ষুব্ধ হয়, তাহলে তাঁর সম্পূর্ণ অধিকার আছে তা হওয়ার। আমরাও ক্ষুব্ধ” জিও সিনেমার স্টুডিয়োতে টিম ম্যানেজমেন্টকে নিশানা করে বলেছিলেন প্রাক্তনী আকাশ চোপড়া (Aakash Chopra)। রাহুলের (KL Rahul) অনুরাগীরাও অধিনায়ক রোহিত ও কোচ গৌতম গম্ভীরের দিকে আঙুল তুলেছিলেন চেন্নাই টেস্টের পর।

Read More: IND vs BAN 2nd Test: শেহবাগকে পিছনে ফেললেন যশস্বী, কানপুর টেস্টে করলেন নয়া রেকর্ড !!

রাহুল ঝড় গ্রিন পার্কের পিচে, উদ্বেল নেটমাধ্যম-

KL Rahul | IND vs BAN | Image: Getty Images
KL Rahul | IND vs BAN | Image: Getty Images

তাঁর সুযোগ পাওয়া, পর্যাপ্ত ব্যাটিং-এর অভাব নিয়ে যে সকল প্রশ্ন উঠেছিলো চেপক টেস্টের পর তার উত্তর কানপুরের বাইশ গজে দিয়ে দিলেন কে এল রাহুল (KL Rahul)। বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) তাঁকে ছয় নম্বরে ব্যাট করতে নামিয়েছিলেন কোচ গম্ভীর। প্রতিপক্ষ বোলিং নিয়ে রীতিমত ছিনিমিনি খেললেন তিনি। মাঝেমধ্যে টি-২০ ক্রিকেটে রাহুলের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হয়। আজ টেস্টে স্ট্রাইক রেট বিতর্ক তুড়ি মেরে উড়িয়ে দিয়ে রাহুল বোঝালেন যে প্রয়োজনে ঝড়ের গতিতে খেলতেও তিনি সিদ্ধহস্ত। শাকিব, মেহদী, তাইজুলদের স্পিনের বিরুদ্ধে মারমুখী তিনি। কোনো সমস্যা ছাড়াই খেলেছেন খালেদ আহমেদ, হাসান মাহমুদদের। কাট, পুল থেকে ড্রাইভ-ক্রিকেটীয় শটের প্রদর্শনী সাজিয়ে যেন আজ কর্ণাটকের ক্রিকেটার করলেন ৪৩ বলে ৬৮ রান।

কানপুরের বাইশ গজে আজ রেকর্ডের ছড়াছড়ি। ৩১ বলে অর্ধশতক করে ভারতীয়দের মধ্যে তৃতীয় দ্রুততম অর্ধশতকের মালিক হয়েছেন ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তার ঠিক দুই বল বেশী খরচ করেছেন কে এল রাহুল (KL Rahul)। জায়গা করে নিলেন দ্রুততমের তালিকায় পঞ্চম স্থানে। যশস্বী ও রাহুলের মাঝে রয়েছেন বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag)। গ্রিন পার্কে বাংলাদেশের বিরুদ্ধে রাহুল ঝড় হইচই সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। ‘প্রতিভা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই আর। এক কথায় দুর্দান্ত’, লিখেছেন এক নেটিজেন। ‘টেস্ট ক্রিকেটে এমন ধুন্ধুমার ইনিংস, বিশ্বাসই হচ্ছে না’ লিখেছে আরেকজন। ‘নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজের আগে এই ইনিংসটা আত্মবিশ্বাস যোগাবে।’ প্রত্যাবর্তন সিরিজে দুর্ধর্ষ ইনিংস খেলেছেন রাহুল। প্রশংসায় মেতে নেটদুনিয়ার বার্তা, “কামব্যাক হো তো অ্যায়সা।’

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs BAN 2nd Test: ৬, ৬, ৬, ৪, ৪…কানপুরে রোহিত সুনামি, যশস্বীর সাথে জুটিতে গড়ে ফেললেন নয়া রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *