IND vs BAN

IND vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে জোড়া টেস্ট জেতার পর স্বপ্ন দেখতে শুরু করেছিলো বাংলাদেশ। ভারতের মাটিতে ভারতকে হারানোর লক্ষ্যের কথা প্রকাশ্যেই ঘোষণা করেছিলেন নাজমুল হোসেন শান্ত’রা। কিন্তু সেই দুঃসাহস যে শেষে দুঃস্বপ্নের জন্ম দেবে তা হয়ত অনুমান করতে পারেন নি তাঁরা। টেস্টে দুই ম্যাচের মধ্যে দুটিতেই হেরেছে বাংলাদেশ। কানপুরে মাত্র আড়াই দিনেই নাস্তানাবুদ হতে হয়েছে টাইগারদের। লাল বলের ব্যর্থতা টি-২০তে মুছে ফেলার চেষ্টা করবে দল, আশ্বাস দিয়েছিলেন ক্রিকেটাররা। কিন্তু দেখা গেলো উলটো ছবি। একঝাঁক তারকাকে আসন্ন টেস্ট সিরিজগুলির জন্য তরতাজা রাখার উদ্দেশ্যে স্কোয়াডেই রাখে নি টিম ইন্ডিয়া। তাও বাংলাদেশকে হেলায় হোয়াইটওয়াশ করতে কোনো সমস্যা হয় নি তাদের।

Read More: IND vs BAN 3rd T20i Highlights: বাংলাদেশের বিরুদ্ধে ‘দাদাগিরি’ ভারতের, ১৩৩ রানের ব্যবধানে জিতলেন সূর্যকুমাররা !!

গ্বালিয়র ও দিল্লীর জয়ের পর আজ হায়দ্রাবাদেও ফেভারিট হিসেবে মাঠে নেমেছিলো ভারতীয় দল। আগাগোড়া ফেভারিটের মতই খেললেনও সূর্য-সঞ্জু’রা। ১৭৩ রানের জুটি গড়েন দু’জনে। ১১১ রানের ইনিংস খেলে আজ ক্রিকেটজনতার নয়নমণি সঞ্জু স্যামসন। নেটমাধ্যমে কেরলের উইকেটরক্ষক-ব্যাটারের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। ‘অবশেষে নিজের প্রতিভার প্রতি সুবিচার করলো ও’ লিখেছেন এক ভক্ত। ‘এবার অন্তত জাতীয় দলে স্থায়ী জায়গা দেওয়া হোক’ মন্তব্য আরও একজনের। প্রশংসিত সূর্যকুমার’ও। ‘বিশ্বসেরা ব্যাটার এমনি এমনি কেউ হয় না’ লিখেছেন এক ভারতীয় সমর্থক। ধুন্ধুমার ইনিংস খেলে কুর্নিশ আদায় করে নিয়েছেন হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগরাও। ২০ ওভারে ভারত ২৯৭ রানের বিশাল স্কোরে পৌঁছে যেতেই হইচই ক্রিকেটদুনিয়ায়।

এভারেস্টসম লক্ষ্য তাড়া করে জয় পাওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব যে নয় তা ভালোমতই জানতেন সকলে। কতদূর এগোতে পারে তারা, সেইদিকেই নজর ছিলো। শান্ত, তামিম, ইমন’রা অল্প রানে আউট হয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হলেন আজ। ‘দুই দলের মধ্যে পার্থক্যটা আকাশ-পাতাল’, ‘মনে হচ্ছে যেন বালকদের সাথে পুরুষদের ম্যাচ হচ্ছে’ লিখেছেন অনেকে। খানিক লড়লেন লিটন। তাঁর ৪২ রানের ইনিংস’কে অপর্যাপ্ত আখ্যা দিয়েছে ক্রিকেটজনতা। তাওহিদ হৃদয় ৬৩ করে অপরাজিত থাকলেও আজ পাচ্ছেন ‘ট্র্যাজিক হিরো’ তকমা। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে কটূক্তি করতে শোনা যায় বাংলাদেশী ফ্যানদের। এই বিশাল হার তাদের জন্যও একপ্রকাশ ‘শিক্ষা’, আজকের ম্যাচের পর বলছেন নেটিজেনরা।

দেখুন ট্যুইটচিত্র-

Also Read: IND vs BAN 3rd T20i: ৬, ৬, ৬, ৬, ৬…রিশাদকে নিয়ে ছেলেখেলা সঞ্জু স্যামসনের, এক ওভারেই হাঁকালেন পাঁচ ছক্কা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *