ind-vs-ban-fans-laud-ashwin-jadeja-duo

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে আজ থেকে শুরু হলো ভারতের প্রথম টেস্ট ম্যাচ (IND vs BAN)। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার্সদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। টিম ইন্ডিয়াকে নিয়ে যথেষ্ট হোমওয়ার্ক করেই যে তারা মাঠে নেমেছে তা দিনের প্রথম ঘন্টাতেই স্পষ্ট করে দেয় বাংলাদেশ। ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপ’কে বড়সড় ধাক্কা দিয়েছিলেন হাসান মাহমুদ। ডান হাতি পেসারের স্যুইং সামলাতে না পেরে সাজঘরে ফিরতে হয়েছিলো রোহিত, শুভমান, বিরাট কোহলিদের। ঘরের মাঠে ব্যর্থ হয়ে কটাক্ষের মুখে পড়লেন তাঁরা। রোহিত-কোহলির জন্য নেটজনতার পরামর্শ ‘অবসর নিয়ে নিন এবার।’ অন্যদিকে শূন্য করে আউট হওয়ায় উঠছে শুভমানকে (Shubman Gill) বাদ দেওয়ার দাবী।

তিন উইকেটের পতনের পর খানিক প্রত্যাঘাতের চেষ্টা করেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রথম সেশনে বল যখন নড়াচড়া করছে বেশ ভালো রকম, তখন যেভাবে ইনিংসকে স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করেছেন যশস্বী, তাকে কুর্নিশ জানাচ্ছে নেটজনতা। ‘টেস্ট ক্রিকেটের সেরা ব্যাটারদের মধ্যে একজন হয়ে উঠছে ও’ লিখেছেন একজন। ‘এরম ক্রিকেট খেললে নতুন রেকর্ড গড়া আটকাতে পারবে না কেউ’ মন্তব্য আরও একজনের। অন্যদিকে ২১ মাস পর লাল বলের খেলায় প্রত্যাবর্তন ঘটিয়ে চেনা ছন্দেই দেখা গেলো ঋষভ পন্থ’কে। আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করেন তিনি। বেশ কয়েকটি চমৎকার পুল শট এলো তাঁর ব্যাট থেকে। দুর্ভাগ্যজনক ভাবে উইকেট হারালেন। ফিরলেন ৩৯ রান করে। মধ্যাহ্নভোজের পর যশস্বী জয়সওয়াল (৫৬) ও কে এল রাহুল (১৬) যখন আউট হন, তখন্ স্কোরবোর্ড দেখাচ্ছিলো ৬ উইকেটের বিনিময়ে ১৪৪।

Read More:অশ্বিন-জাদেজার দুর্দান্ত কামব্যাক, দিনশেষে চালকের আসনে টিম ইন্ডিয়া !!

অশ্বিন-জাদেজা জুটিকে নিয়ে উচ্ছ্বাস নেটদুনিয়ায়-

Ravichandran Ashwin | IND vs BAN | Image: Getty Images
Ravichandran Ashwin | IND vs BAN | Image: Getty Images

২০০ উঠবে আদৌ? একটা সময় এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিলো ভারতের ক্রিকেটমহলে। চিন্তায় ছিলেন চেপকের দর্শকেরা। যাবতীয় দুশ্চিন্তা তুড়ি মেরে উড়িয়ে এরপর টিম ইন্ডিয়ার ঢাল হয়ে দাঁড়ান রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। দুর্দান্ত ব্যাটিং করেন দুজনেই। যে বোলিং আক্রমণ সামলাতে টপ-অর্ডার নাস্তনাবুদ হয়েছে, তাকে অবলীলায় সামলালেন দুজনে। উইকেট বাঁচাতে গিয়ে অতি রক্ষণাত্মক হন নি তাঁরা। প্রায় ১০০ স্ট্রাইক রেটে আগাগোড়া খেলে গেলেন অশ্বিন। জাদেজা তুলনায় খানিক মন্থর হলেও বজায় রেখেছেন ৬৫’র উপর স্ট্রাইক রেট। তৃতীয় সেশনের শেষ দিকে বেশ কিছু বাউন্ডারিও মারেন তিনি। দিনের ৭৮তম ওভারে শাকিব’কে মিড-উইকেটে ঠেলে শতকের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন অশ্বিন (Ravichandran Ashwin)। তাঁর কেরিয়ারের ষষ্ঠ টেস্ট শতক তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন নেটজনতা।

নিজেদের এক্স (পূর্বতন ট্যুইটার) হ্যান্ডেলে অশ্বিনবন্দনায় মেতেছে ক্রিকেটজনতা। তাঁকে ‘গ্রেটেস্ট অফ অল-টাইম’ তকমা দিতেও দ্বিধা করছেন না তাঁরা। ‘টেস্ট ক্রিকেটে ভারতের অমূল্য সম্পদ অশ্বিন’ লিখেছেন একজন। ‘ঘরের মাঠে শতরান করার আমেজই আলাদা, কুর্নিশ আপনাকে অশ্বিন’ মন্তব্য আরও একজনের। পাশাপাশি প্রশংসা কুড়িয়েছে জাদেজার সাথে তাঁর পার্টনারশিপ’ও। ১৯৫ রানের অবিচ্ছেদ্য জুটির সুবাদে দিনের শেষে টিম ইন্ডিয়া ৬ উইকেটের বিনিময়ে ৩৩৯ রানে রয়েছে আপাতত। ‘আরও এগিয়ে যাও’ লিখেছেন এক শুভানুধ্যায়ী। জনপ্রিয় হিন্দি ছায়াছবি শোলে’র প্রসঙ্গ টেনে একজন লিখেছেন, ‘পুরো জয়-বীরুর জুটি।’ ৮৬তে অপরাজিত রয়েছেন জাদেজা (Ravindra Jadeja)। দ্বিতীয় দিন সকালে শতরান পান তিনিও, এখন থেকেই শুরু হয়েছে প্রার্থনা।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs BAN 1st Test: ‘পুরো কোহিনূর হীরা…’ ঘরের মাঠে দুর্ধর্ষ শতরান অশ্বিনের, উচ্ছ্বাসে মাতোয়ারা সোশ্যাল মিডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *