IND vs BAN

IND vs BAN: গ্বালিয়রে ৪৯ বল বাকি থাকতেই বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১২৮ রানের লক্ষ্যমাত্রা পেরিয়ে গিয়েছিলো ভারত (IND vs BAN)। আজ দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে টিম ইন্ডিয়াকে প্রথম ব্যাটিং করতে পাঠান নাজমুল হোসেন শান্ত। সূর্যকুমার বাহিনীকে রান তাড়া করার সুযোগ দিতেই রাজী ছিলো না বাংলাদেশ। কিন্তু তাতে কোনো বদল হলো না ফলাফলে। আরও একবার ‘মেন ইন ব্লু’র হুঙ্কারে ধরাশায়ীই হতে হলো টাইগারদের। ২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাস (Litton Das), মেহদী হাসান মিরাজরা গুটিয়ে গেলেন মাত্র ১৩৫ রানেই। ৬ উইকেটের ব্যবধানে প্রথম ম্যাচে মিলেছিলো পরাজয়। আজ বাংলাদেশ হারলো ৮৬ রানের বিশাল ব্যবধানে। টেস্টে হোয়াইটওয়াশ হয়ে মুখ পুড়েছে পড়শি দেশের। এবার টি-২০তে ২-০ পিছিয়ে পড়লো তারা। হায়দ্রাবাদে ১২ তারিখ হারলে আরও বড় লজ্জার সম্মুখীন হতে হবে তাদের।

Read More: “গডস প্ল্যান…” বাংলাদেশের বিরুদ্ধে ধ্বংসাত্মক ব্যাটিং করে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং রিঙ্কু সিং !!

শুরুটা ভালো করেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই সঞ্জু স্যামসনকে (Sanju Samson) ফিরিয়ে দিয়েছিলেন তাস্কিন আহমেদ। ৯ করে সাজঘরে ফিরে নেটজনতার রোষের মুখে পড়তে হলো কেরলের উইকেটরক্ষক-ব্যাটারকে। ‘আর কত সুযোগ পেলে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে?’ লিখেছেন নেটিজেনরা। ‘এবার সঞ্জুকে বাদ দিয়ে অভিষেক পোড়েল বা ঈশান কিষণদের সুযোগ দিয়ে দেখা উচিৎ”, মন্তব্য আরও একজনের রান পান নি অভিষেক শর্মা, সূর্যকুমার যাদবরাও (Suryakumar Yadav)। ৪১ রানে ৩ উইকেট খুইয়ে বসেছিলো টিম ইন্ডিয়া। সেই কঠিন পরিস্থিতিতে প্রত্যাঘাতের পথে হাঁটেন নীতিশ রেড্ডি ও রিঙ্কু সিং। দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে ৭৪ করে নেটিজেনদের মন জিতেছেন নীতিশ (Nitish Kumar Reddy)। ‘একটি তারার জন্ম’ লিখেছেন একজন। ‘হার্দিকের একজন যোগ্য বিকল্প পাওয়া গেলো’ মন্তব্য আরও একজনের।

৫৩ রানের চমৎকার ইনিংস খেলে ফিনিশার হিসেবে কুর্নিশ আদায় করে নিয়েছেন রিঙ্কু (Rinku Singh)। তাঁদের সৌজন্যেই ২২১ রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরু থেকেই ছিলো নড়বড়ে। তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় তারা। ফেরেন পারভেজ হোসেন ইমন। এরপর লেগেই রইলো টাইগার ব্যাটারদের যাওয়া-আসা। লিটন দাস করেন ১৪, নাজমুল হোসেন শান্ত ফেরেন ১১ করে। মেহদী হাসান মিরাজের সংগ্রহ ১৬। ‘বড় মঞ্চে কি করে খেলতে হয় তাই জানেন না ওরা’ নিজেদের দেশের ব্যাটারদের দুষেছেন বাংলাদেশ সমর্থকেরাই। ‘এখনও অনেক কিছু শিখতে হবে’ আক্ষেপ করেছেন কেউ কেউ। ‘টাইগারদের শেষমেশ বিড়ালে পরিণত করেছে ভারত’ টিপ্পনি উড়ে এসেছে ভারতীয় সমর্থকদের তরফ থেকে। ‘বুড়ো ঘোড়া’ মাহমুদুল্লাহ ৪১ করে লড়লেন বটে, কিন্তু হার এড়াতে পারলো না বাংলাদেশ।

দেখে নিন ট্যুইটচিত্র-

.

Also Read: IND vs BAN 2nd T20i: “সূর্যে গ্রহণ লেগেছে…” দ্বিতীয় টি-২০তে ব্যর্থ ভারত অধিনায়ক, আক্ষেপ নেটজনতার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *