IND vs BAN

IND vs BAN: চেপকে মুখোমুখি ভারত ও বাংলাদেশ (IND vs BAN)। টসে জিতে টিম ইন্ডিয়াকে প্রথম ব্যাটিং করতে পাঠিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ১৯৮২ সালের পর প্রথমবার কোনো অধিনায়ক চেন্নাইতে টস জয়ের পর প্রথম বোলিং করার সাহস দেখিয়েছিলেন। প্রাথমিক ধাক্কা খেলেও অশ্বিন ও জাদেজার দুর্দান্ত ১৯৯ রানের জুটির সুবাদে ঘুরে দাঁড়ায় ভারত (Team India)। প্রথম ইনিংসে তারা তোলে ৩৭৬ রান। জবাবে টাইগার্স ব্যাটিং অবশ্য ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। তারা গুটিয়ে গিয়েছিলো ১৪৯ রানের মধ্যেই। ২২৭ রানের লিড পায় ‘মেন ইন ব্লু।’ ফলো-অন করান নি রোহিত। বদলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে টিম ইন্ডিয়া। গতকাল দিনের শেষে তিন উইকেট হারিয়ে তাদের স্কোর ছিলো ৮১। ক্রিজে ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও শুভমান গিল (Shubman Gill)।

Read More: IND vs BAN 1st Test: “ব$@&*#$…” রেগে আগুন রোহিত শর্মা, অকথ্য গালিগালাজ সতীর্থদের !!

আজ সকালের সেশনে বাংলাদেশের বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করতে দেখা গেলো ঋষভ ও শুভমান’কে (Shubman Gill)। হা ওয়ান ডে’র ভঙ্গিতে দ্রুত রান তুলতে থাকেন তাঁরা। নিয়মিত আসতে থাকে  বাউন্ডারি। লাঞ্চের আগেই ২০০ পেরিয়ে গিয়েছিলো ভারতের স্কোর। শতরানের দোরগোড়ায় পৌঁছে গিয়েছলেন দুজনে। শুভমান অপরাজিত ছিলেন ৮৬ রানে, ঋষভের স্কোর তখন ৮২। দ্বিতীয় সেশনে শতকের দৌড়ে শুভমানকে (Shubman Gill) পিছনে ফেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। শাকিব, মিরাজদের উপর চড়াও হয়ে ছুঁয়ে ফেলেন মাইলস্টোন। কিছুক্ষণের মধ্যেই অবশ্য তিন অঙ্কের রানে পৌঁছে যায় পাঞ্জাবের তরুণ’ও। তাঁদের জোড়া শতকে ৫০০ পেরিয়ে গিয়েছিলো লিড।

২১ মাস পর টেস্ট খেলতে নেমেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রথম ম্যাচেই শতরান করায় তাঁকে নিয়ে উচ্ছ্বাসের জোয়ার সোশ্যাল মিডিয়ায়। ‘এমন একটা রাজকীয় প্রত্যাবর্তনের অপেক্ষাতেই তো ছিলাম’ লিখেছেন অনুরাগীরা। ‘ঋষভ বুঝিয়ে দিলেন কেন উনি স্পেশ্যাল প্রতিভা, কুর্নিশ আপনাকে’ মন্তব্য আরও একজনের। ‘অস্ট্রেলিয়া সাবধান, ঋষভ পন্থ ইজ ব্যাক’, আগামী বর্ডার-গাওস্কর ট্রফির দিকে ইঙ্গিত করে ট্যুইটারের দেওয়ালে লিখেছেন এক ভক্ত। সময়টা ভালো যাচ্ছিলো না শুভমান গিলের। শ্রীলঙ্কা সিরিজে টি-২০ ও ওডিআই ব্যর্থতার পর বাংলাদেশের বিরুদ্ধেও (IND vs BAN) প্রথম ইনিংসে করেছিলেন শূন্য রান। তিনি ১১৯ করে নট-আউট থাকায় তৃপ্ত ভারত সমর্থকেরা। ‘এই জবাবটা প্রয়োজন ছিলো’ লিখেছেন একজন। ‘তিন নম্বর পজিশনটা নিজের করে নিলো শুভমান’ ঘোষণা আরও এক নেটিজেনের।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs BAN 1st Test: বাংলাদেশের ‘ক্যাপ্টেন’ হয়ে উঠলেন ঋষভ পন্থ, মনে করালেন MS ধোনি’কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *