IND vs BAN

IND vs BAN: বাংলাদশের বিরুদ্ধে আজ থেকে শুরু হয়েছে ভারতের প্রথম টেস্ট ম্যাচ (IND vs BAN)। চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে দিনের শুরুতেই বড়সড় বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলো টিম ইন্ডিয়া। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পরপর উইকেট খুইয়ে বসেছিলো তারা। দিনের প্রথম ঘন্টায় স্যুইং-এর কারিকুরিতে বাজিমাত করেন হাসান মাহমুদ (Hasan Mahmud)। তরুণ বাংলাদেশী পেসারের দৌরাত্ম্যে দ্রুত সাজঘরে ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি। এরপর খানিক লড়াই করেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও ঋষভ পন্থ। মধ্যাহ্নভোজের পর তাঁরা যখন আউট হন, স্কোরবোর্ড তখনও ১৫০ রানেও পৌঁছায় নি। এরপর অনন্ত চাপ সামলে ভারতের রক্ষাকর্তা হয়ে ওঠেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। রবীন্দ্র জাদেজাকে সাথে নিয়ে এক ঐতিহাসিক ইনিংস খেলতে দেখা গেলো তাঁকে।

Read More: IND vs BAN 1st Test: অশ্বিনের ছক্কায় মাতোয়ারা চেপকের গ্যালারি, ‘ঘরের ছেলে’কে কুর্নিশ প্রবীণা ভক্তের !!

এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে অলরাউন্ডারদের আইসিসি র‍্যাঙ্কিং-এ যথাক্রমে ১ ও ২ নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রণ অশ্বিন। কেন তাঁরা বিশ্বসেরা আজ বুঝিয়ে দিলেন দু’জনে। নক্ষত্রখচিত টপ-অর্ডার মুখ থুবড়ে পড়ার পরেও অবলীলায় বাংলাদেশ বোলিং-এর যাবতীয় আস্ফালন থামিয়ে দিলেন দু’জনে। অতীতেও বহু বার ভাঙন সামলেছেন তাঁরা। আজও দেখা গেলো ঢাল হয়ে উঠতে। এক প্রান্তে উইকেট আগলে ব্যাটিং করলেন জাদেজা। অন্যদিকে আজ আগ্রাসী অবতারে ধরা দিলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। চেন্নাইয়ের ‘ঘরের ছেলে’ তিনি, চেনেন চেপকের প্রতিটি ঘাস’কে। চেনা পরিবেশে প্রতিপক্ষকে চড়াও হওয়ার কোনো সুযোগই দেন নি তিনি। স্লগ স্যুইপ থেকে কাট, পুল, ফ্লিক-একের পর এক দুর্দান্ত শট আজ বেরিয়ে এসেছে তাঁর তূণ থেকে।

দিনের ৭৮তম ওভারে শাকিব আল হাসান’কে মিড উইকেটে ঠেলে দিয়ে এক রান সম্পূর্ণ করতেই হলো স্বপ্নপূরণ। কেরিয়ারের ষষ্ঠ টেস্ট শতক’টি ছিনিয়ে নিলেন ভারতীয় তারকা। নিজের ঘরের মাঠে এটি তাঁর দ্বিতীয় শতরান। মাত্র ১০৮ বলে স্পর্শ করেন শতকের মাইলস্টোন। যেভাবে চাপের মুখে ভেঙে না পড়ে দল’কে শক্তপোক্ত অবস্থানে পৌঁছে দিলেন তিনি তাকে কুর্নিশ জানাচ্ছে সোশ্যাল মিডিয়া। শতকের আলোয় উজ্জ্বল অনুরাগীরা। ‘নিঃসন্দেহে বর্তমান সময়ে ভারতের টেস্ট দলের সেরা সম্পদ অশ্বিন’ লিখেছেন একজন। ‘এমন কিছু কি আছে যেটা অশ্বিন করতে পারে না?’ প্রশ্নতেই প্রশংসা মিশিয়ে দিয়েছেন আরও এক ভক্ত। ‘দল বিপদেই পড়লেই ত্রাতা হয়ে ওঠেন অশ্বিন, সত্যিকারের সেরা’ উচ্ছ্বসিত প্রশংসা আরও এক ভক্তের। তারকা অলরাউন্ডারকে ‘কোহিনূর’ হীরের মতই উজ্জ্বল বলেছেন এক নেটনাগরিক।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs BAN 1st Test: “মজে লেনে দো…” ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা, ভারত অধিনায়ককে একহাত নিলো সোশ্যাল মিডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *