IND vs BAN: “পয়সার জন্য শুধু IPL খেললেই হয়…” বাংলাদেশের বিরুদ্ধে ব্যর্থ ভারতের টপ অর্ডার সমর্থকদের তোপের মুখে !! 1

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজ শুরু হয়েছে আজ। যেমন সূচনা চেয়েছিলো ভারতীয় দল, তার ছিটেফোঁটাও দেখা যায় নি ঢাকার শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামের বাইশ গজে। নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামের পর ভারতের ব্যাটিং তারকা রোহিত শর্মা, বিরাট কোহলি’রা বাংলাদেশে যোগ দিয়েছিলেন জাতীয় দলে। পূর্ণ শক্তি’র ভারত শুরুটাই করবে আক্রমণাত্মক মেজাজে, এমনটাই আশা করেছিলেন দেশের অগণিত ক্রিকেটপ্রেমী। কিন্তু বাস্তবে বাংলাদেশী বোলারদের সামনে নাকানিচোবানি খেতে দেখা গেলো শিখর ধাওয়ান, বিরাট কোহলিদের। একমাত্র কে এল রাহুল ছাড়া কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না। শাকিব-এবাদতের বোলিং বিক্রমে মাত্র ১৮৬ রানেই গুটিয়ে গেলো ‘টিম ইন্ডিয়া।’ ঢাকায় ভারতের ব্যাটিং লাইন আপের এই অসহায় আত্মসমর্পণ ভালোভাবে নিচ্ছেন না সমাজমাধ্যমের ক্রিকেটজনতা। একদিনের বিশ্বকাপের আগে এই হতশ্রী পারফর্ম্যান্সে ক্ষুব্ধ ভারতীয় সমর্থকেরা ট্যুইটারে ব্যক্ত করেছেন মনের ক্ষোভ।

বাংলাদেশে ফ্লপ ব্যাটিং, নেটিজেনদের নিশানায় তারকা’রা-

Rohit, Kohli | image: twitter
Fans troll Indian batsmen after they fail to put up a big total against Bangladesh.

নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজ হারের ক্ষত ভুলতে বাংলাদেশের বিরুদ্ধে একটা বড় জয় চেয়েছিলেন দেশের ক্রিকেটজনতা। কিন্তু ভারতের ব্যাটিং বিপর্যয়ের কারণ সেই প্রত্যাশা’ও এখন বিশ বাঁও জলে। দিনের শুরু থেকেই ব্যাকফুটে ভারত। অহেতুক রিভার্স স্যুইপ করতে গিয়ে ১৭ বলে ৭ রান করে বোলড হন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। ক্রিজে থিতু হতে সময় নিয়েও উইকেট ছুঁড়ে আসেন অধিনায়ক রোহিত শর্মা(Rohit Sharma)। করেন ৩১ বলে ২৭। অস্ট্রেলিয়াতে ফর্ম সাথে ছিলো বিরাট কোহলি’র(Virat Kohli)। কিন্তু আজ ব্যর্থতা সঙ্গী তাঁরও। মাত্র ৯ রানে শাকিব আল হাসানের(Shakib Al Hasan) শিকার তিনি। নিউজিল্যান্ডে চমৎকার ব্যাট করেছিলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। আজও ছন্দেই লাগছিলো তাঁকে। কিন্তু ২৪ রানে এবাদত হোসেনের শিকার তিনি। একদিকে ভারতের ব্যাটার’রা যখন দায়িত্ব নিয়ে খেলতে ব্যর্থ সেখানে ইনিংস’কে টানলেন কে এল রাহুল(KL Rahul)। কঠিন পরিস্থিতি’তে ৭০ বলে ৭৩ রানের অসাধারণ একটি ইনিংস খেললেন তিনি। একমাত্র ওয়াশিংটন সুন্দর (৪২ বলে ১৯) ছাড়া তাঁর সাথে দিলেন না কেউ। এবাদত হোসেনের বলে মহম্মদ সিরাজ যখন ফিরলেন তখন ভারতের স্কোরবোর্ডে মাত্র ১৮৬ রান। পুরো ৫০ নয়, ৪১.২ ওভারেই শেষ ‘টিম ইন্ডিয়া’র ব্যাটিং। শাকিব নিলেন ৫ উইকেট, সাথে এবাদতের ৪। দিনের পর দিন বাইরের মাঠে গেলেই ভারতের হতাশাজনক প্রদর্শনের নেপথ্যে কারণ কি? বিরক্ত ট্যুইটার ব্যবহারকারী’রা প্রশ্ন তুলেছেন। বিরাট-রোহিত-শিখরদের মানসিকতা’কে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাঁদের জিজ্ঞাসা, একমাত্র IPL ছাড়া বলার মত পারফর্ম্যান্স যদি নাই করতে পারেন ভারতীয় তারকা’রা, তাহলে জায়গা ছেড়ে দিন তাঁরা। দিনবদলের সময় এসেছে।

দেখে নিন ট্যুইটচিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *