IND vs BAN: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে পরাজয়ের ধাক্কা সামলে মাঠে ফিরছে টিম ইন্ডিয়া। টেস্ট ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ (IND vs BAN)। এর আগে ১৩ সাক্ষাতে ১১টিতে জিতেছে ‘মেন ইন ব্লু।’ ২টী ড্র হয়েছে। টাইগার্সদের জয়ের সংখ্যা শূন্য। তাও তাদের হাল্কাভাবে নিতে নারাজ রোহিত শর্মা’র দল। সদ্যই পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ হারিয়েছে বাংলাদেশ। তাই সাবধানেই পা ফেলার কথা ভাবছে ভারত। ম্যাচ শুরুর কয়েক দিন আগে থেকেই চেপক স্টেডিয়ামে অনুশীলন শিবির শুরু করে দিয়েছে দল। কোচ হিসেবে প্রথম বার টেস্ট ম্যাচে ডাগ-আউটে বসতে চলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। মাঠের লড়াইয়ের পরিকল্পনা ইতিমধ্যেই ছকে ফেলেছেন তিনি। বৃহস্পতিবারের জন্য যে প্রথম একাদশ তিনি বেছে নিয়েছেন, সেখানে জায়গা হয় নি অক্ষর প্যাটেলের।
Read More: ভারত ছাড়ছেন উমরান মালিক, আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন এই দলের হয়ে !!
তিন স্পিনারের ফর্মূলা ভারতীয় দলের-
চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামের বাইশ গজ সাধারণত স্পিন সহায়ক’ই হয়ে থাকে। ভারত-বাংলাদেশ (IND vs BAN) সিরিজের প্রথম টেস্টেও ঘূর্ণি পিচ’ই দেখতে পাওয়ার সম্ভাবনা। সেই কথা মাথায় রেখেই ছক সাজাতে চাইছেন কোচ গৌতম গম্ভীর। সংবাদমাধ্যম সূত্রে খবর যে তিন স্পিনার ও দুই পেসার’কে প্রথম একাদশে জায়গা দিতে চলেছেন ভারতীয় দলের নতুন কোচ। জসপ্রীত বুমরাহ’র সাথে ফাস্ট বোলার হিসেবে থাকতে পারেন মহম্মদ সিরাজ। অসুস্থতার জন্য দলীপ ট্রফির ম্যাচে খেলতে পারেন নি তিনি। সরাসরি টেস্ট সিরিজেই মাঠে ফিরছেন হায়দ্রাবাদী তারকা। রিজার্ভ বেঞ্চে জায়গা হচ্ছে বাংলার পেসার আকাশ দীপের। স্পিন বিভাগে রবিচন্দ্রণ অশ্বিন (Ravinchandran Ashwin) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) থাকছেনই। দুই অভিজ্ঞ বোলারের সাথে তৃতীয় স্পিন বিকল্প হতে চলেছেন কুলদীপ যাদব।
চেন্নাইতে খেলছেন না অক্ষর-
ভালো ফর্মে রয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। টি-২০ বিশ্বকাপে চমৎকার পারফর্ম্যান্স করেছিলেন। সম্প্রতি দলীপ ট্রফিতেও (Duleep Trophy) ব্যাটে-বলে নজর কেড়েছিলেন। তা সত্ত্বেও তাকে চেন্নাইতে টিম কম্বিনেশনের কথা মাথায় রেখে রিজার্ভ বেঞ্চেই বসতে হতে পারে। স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার অক্ষর। একাদশে জায়গা পাকা রবীন্দ্র জাদেজা’র। দুজন একই ধরণের খেলোয়াড়কে রেখে দল সাজাতে রাজী নন কোচ গম্ভীর। সেই কারণেই কোপ পড়তে চলেছে অক্ষরের উপর। তাঁর ব্যাটিং দক্ষতা লোয়ার অর্ডারে দলের সম্পদ হতে পারত। কেরিয়ারে ১৪ টেস্ট ম্যাচে প্রায় ৩৬ গড়ে ৬৪৬ রান রয়েছে তাঁর। কিন্তু বাংলাদেশের বিপক্ষে (IND vs BAN) আট নম্বর অবধি ব্যাটিং শক্তির প্রয়োজন হবে না বলেই ধারণা টিম ম্যানেজমেন্টের। তাই কুলদীপকে খেলানোর ভাবনা নেওয়া হয়েছে।
এক্স-ফ্যাক্টর হতে পারেন কুলদীপ যাদব-
চেপকে কালো ও লাল মাটির পিচ উভয়ই রয়েছে। তবে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) টেস্ট ম্যাচটি খেলা হবে লাল মাটির পিচে। দ্রুত গতির টার্ন ও সাথে বাউন্স আশা করছেন ক্রিকেটবোদ্ধারা। সেই কারণেই অক্ষরের বদলে কুলদীপ (Kuldeep Yadav) আদর্শ বিকল্প হতে পারেন বলে মনে করা হচ্ছে। চেন্নাইয়ের উইকেটে তাঁর চায়নাম্যান বোলিং সামলাতে শাকিব, লিটন, শান্তদের অধিক অসুবিধায় পড়তে হবে বলেই ধারণা গম্ভীর ও তাঁর সাপোর্ট স্টাফদের। এছাড়াও কুলদীপের পক্ষে যাচ্ছে তাঁর ফর্ম ও পরিসংখ্যান। গত বছর দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন তিনি। এই বছরেও ইংল্যান্ড সিরিজ, টি-২০ বিশ্বকাপে দেখা গিয়েছে সেরা ছন্দে। ২০২২ সালে চট্টগ্রামের মাঠে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট তুলে বাংলাদেশকে ভেঙেছিলেন কুলদীপ। চেন্নাইতেও ফিরুক চট্টগ্রাম, চাইছে রোহিত বাহিনী।
IND vs BAN সিরিজে ভারতের সম্পূর্ণ স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, যশ দয়াল।
Also Read: IND vs BAN 1st Test: বৃষ্টির চোখরাঙানিতে থমকে যাবে টেস্ট? কেমন থাকবে চেন্নাইয়ের আবহাওয়া? জানুন এক ক্লিকে !!