IND vs BAN: চেন্নাইতে বাংলাদেশকে ২৮০ রানের বিরাট ব্যবধানে হারিয়ে কানপুরে পা রেখেছে টিম ইন্ডিয়া (Team India)। গ্রিনপার্ক স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় ও অন্তিম টেস্ট। প্রথম ম্যাচে টসে জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত (Najmul Hossain Shanto)। আজ জিতে এক রকম সমতা ফেরালেন রোহিত শর্মা। স্রোতের বিপরীতে হেঁটেই প্রথমে বোলিং বেছে নেন তিনি। কানপুরে সাধারণত মন্থর, ব্ল্যাক সয়েলের পিচ দেখা যায়। সেই কথা ভেবে বাংলাদেশ অতিরিক্ত স্পিনার হিসেবে দলে সামিল করেছে তাইজুল ইসলাম’কে। কিন্তু সাহসী পদক্ষেপ নিতে ভয় পান নি ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও কোচ গৌতম গম্ভীর। তিন পেসার সমৃদ্ধ একাদশেই আস্থা রেখেছেন তাঁরা। দুই উইকেট তুলে অধিনায়কের আস্থার দাম রেখেছেন আকাশ দীপ। বৃষ্টিভেজা কানপুরে এক উইকেট ছিনিয়ে নিয়ে ইতিহাস বইয়ের পাতায় নাম তুলেছেন অফস্পিনার অশ্বিন’ও।
Read More: IND vs BAN 2nd TEST: “বেঁচে গেল আজ…” বৃষ্টির জন্য ভেস্তে গেল দ্বিতীয় টেস্টের প্রথম দিন সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা !!
এশিয়া সেরাদের তালিকায় দুই নম্বরে অশ্বিন-
বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্টের প্রথম দিনেই নয়া নজির গড়ে ফেললেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। আজ দিনের দ্বিতীয় সেশনে ভারতীয় অফস্পিনারের ঘূর্ণির শিকার হয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। বলের লাইন না বুঝেই রক্ষণাত্মক শট খেলার জন্য ব্যাট বাড়িয়ে দিয়েছিলেন তিনি। প্যাডে আছড়ে পড়ে অশ্বিনের ডেলিভারিটি। আপিলে সাড়া দিতে বিশেষ দেরী করেন নি আম্পায়ার। ৫৭ বল খেলে ৩১ করে বাংলাদেশ ‘ক্যাপ্টেন’ আউট হতেই অনিল কুম্বলেকে টপকে গেলেন রবিচন্দ্রণ অশ্বিন। এশিয়ার মাঠে এখন তাঁর উইকেট সংখ্যা ৪২০। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের দৌড়ে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার ‘আন্না।’ এক নম্বরে রয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলীধরণ (Muttiah Muralitharan)। এশিয়ার মাটিতে তাঁর সংগ্রহে রয়েছে ৬১২ উইকেট। মুরলীকে স্পর্শ করতে এখনও অশ্বিন’কে যে অনেকটা পথ যেতে হবে তা বলাই বাহুল্য।
এক নজরে এশিয়াতে সেরা পাঁচ-
১) মুথাইয়া মুরলীধরণ (৬১২ উইকেট)
২) রবিচন্দ্রণ অশ্বিন (৪২০ উইকেট)*
৩) অনিল কুম্বলে (৪১৯ উইকেট)
৪) রঙ্গনা হেরাথ (৩৫৪ উইকেট)
৫) হরভজন সিং (৩০০ উইকেট)
বৃষ্টিভেজা ম্যাচে প্রতিরোধের চেষ্টায় মোমিনুল-
অশ্বিনের (Ravichandran Ashwin) রেকর্ড গড়ার দিনে হতাশাই অবশ্য কপালে জুটলো ক্রিকেটজনতার। ব্যাট ও বলের ধুন্ধুমার লড়াই উপভোগ করা থেকে বঞ্চিত হলেন তাঁরা। গতকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হয়েছিলো ক্রিকেটারদের অনুশীলন। আজ ম্যাচের দিনেও বাধার প্রাচীর খাড়া করে আবহাওয়া। মধ্যাহ্নভোজের বিরতির আগে খেলা হয়েছিলো ২৬ ওভার। তারপর সারা দিন আর মাত্র ৯ ওভার এগিয়েছে ম্যাচ। টসে জিতে প্রথম বোলিং করতে নামা ভারতকে সাফল্য এনে দেন বাংলার পেসার আকাশ দীপ (Akash Deep)। শুরুতে জাকির হাসানকে আউট করেন তিনি। গত ম্যাচে গালিতে একটি দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। আজও তরুণ তুর্কি’র ফিল্ডিং বিক্রমেই উইকেট হারায় বাংলাদেশ। ২৪ বল খেলেও খাতা খুলতে পারেন নি জাকির (Zakit Hasan)।
এরপর দ্বিতীয় ওপেনার সাদমান ইসলামকেও (Sadman Islam) ফেরান আকাশ। লেগ বিফোরের আবেদনে আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ’র সাহায্যে উইকেট ছিনিয়ে নেন বঙ্গপেসার। এরপর অশ্বিনের বলে শান্ত আউট হওয়ায় ক্রিজে আসেন মুশফিকুর রহিম (Musfiqur Rahim)। প্রথম দিনের খেলা শেষে মোমিনুল হকের সাথে ক্রিজে রয়েছেন তিনিই। দুপুর আড়াইটে নাগাদ ফের বৃষ্টি আসায় ম্যাচ বন্ধ হয়েছিলো। পরে দিনের খেলাও সেখানেই ইতি টানেন আম্পায়াররা। প্রথম দিনে বাংলাদেশ ব্যাটিং-এর ইতিবাচক দিক মোমিনুল হকের রক্ষণ। সাম্প্রতিক ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়েছিলেন প্রাক্তন অধিনায়ক। আজ অপরাজিত রয়েছেন ৪০ রান করে। সঙ্গে থাকা মুশফিকের সংগ্রহ ১৩ বলে ৬। আপাতত ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে টাইগাররা।