IND vs BAN 1st T20i: “যত বেশী খেলবো…” দাপুটে পারফর্ম্যান্সের নেপথ্যকাহিনী ফাঁস করলেন ‘ম্যাচের সেরা’ আর্শদীপ !! 1

IND vs BAN: টেস্টের পর টি-২০তেও ভরাডুবি বাংলাদেশের (IND vs BAN)। ভারতীয় স্কোয়াডে ছিলেন না যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, জসপ্রীত বুমরাহ বা মহম্মদ সিরাজ। তারকাদের অনুপস্থিতি সত্ত্বেও নূন্যতম প্রতিরোধটুকুও গড়ে তুলতে পারলেন না টাইগাররা। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব। ‘মেন ইন ব্লু’র বোলিং বিক্রমেই ব্যাকফুটে চলে গেলো বাংলাদেশ। আরও একবার আগুনে পারফর্ম্যান্স বাম হাতি পেসার আর্শদীপ সিং-এর (Arshdeep Singh)। জেট গতিতে ভারতের সফলতম টি-২০ বোলার হওয়ার দিকে এগোচ্ছেন পাঞ্জাবের তরুণ। তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দারুণ পারফর্ম করেন বরুণ চক্রবর্তী’ও (Varun Chakravarthy)। তিন উইকেট পান তিনিও। অধিনায়ক শান্ত ও অলরাউন্ডার মিরাজের (Mehidy Hasan Miraz) সৌজন্যে কোনোক্রমে ১২৭-এ পৌঁছায় বাংলাদেশ।

১২৮-এর লক্ষ্য কোনোভাবেই ভারতকে রোখার জন্য যথেষ্ট যে নয় তা ইনিংসের বিরতিতেই জানিয়ে দিয়েছিলেন বিশেষজ্ঞরা। টিম ইন্ডিয়া নিজেদের ইনিংসের শুরুটাও করেছিলো ‘ফেভারিট’দের মতই। সঞ্জু স্যামসন (Sanju Samson) ও অভিষেক শর্মা’র দাপটে দুই ওভারেই উঠে যায় ২৫। যদিও দুর্ভাগ্যজনক ভাবে রান-আউট হন অভিষেক। তবে অ্যাকসিলেরেটর থেকে পা সরায় নি ‘মেন ইন ব্লু।’ আক্রমণ চালিয়ে যান সঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার (Suryakumar Yadav)। তাঁরা সাজঘরে ফেরার পর ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি-২০টি খেলেন নি তিনি। আজ মাঠে ফিরে ১৬ বলে অপরাজিত ৩৯ করে ভারতকে এনে দিলেন সহজ জয়। অভিষেক ম্যাচে ১৬ করে অপরাজিত থাকেন নীতিশ কুমার রেড্ডি। ১১.৫ ওভারেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে টিম ইন্ডিয়া। দারুণ বোলিং পারফর্ম্যান্সের সৌজন্যে ম্যাচের সেরা হলেন আর্শদীপ সিং (Arshdeep Singh)।

Read More: IND vs BAN: 1st T20i: “জঙ্গলে একটাই শের…” খড়কুটোর মত উড়ে গেলো বাংলাদেশ, টিম ইন্ডিয়ার সাফল্যে উদ্বেল সোশ্যাল মিডিয়া !!

আরও শিখতে চান আর্শদীপ-

Indian Cricket Team | IND vs BAN | Image: Getty Images
Indian Cricket Team | IND vs BAN | Image: Getty Images

২০২২-এর টি-২০ বিশ্বকাপে তিনি নিয়েছিলেন ১০ উইকেট। ২০২৪-এর কুড়ি-বিশের বিশ্বকাপেও বুমরাহ-সিরাজদের পিছনে ফেলে হয়েছিলেন সর্বোচ্চ উইকেটশিকারী। সাদা বল হাতে তিনি যে বাইশ গজ শাসন করতে চলেছেন আগামীতে, তার আভাস আরও একবার দিয়ে রাখলেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। পাঞ্জাবের বাম হাতি পেসার আজ প্রথম ওভারেই ফিরিয়ে দিয়েছিলেন লিটন দাসকে। নিজের দ্বিতীয় ওভারে ফেরান পারভেজ হোসেন ইমন’কে। দ্বিতীয় স্পেলে ফিরে এসে তুলে নেন মুস্তাফিজুর রহমানকে। এক বল বাকি থাকতেই দাঁড়ি টেনে দেন বাংলাদেশ ইনিংসে। মাত্র ৫৫ ম্যাচে এই নিয়ে ৮৬তম টি-২০ উইকেট পেলেন তিনি। দ্রুত গতিতে এগোচ্ছেন ১০০ উইকেটের মাইলস্টোনের দিকে। টাইগারদের বিরুদ্ধে এখনও দুই ম্যাচ আছে, রয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজও। তিন অঙ্কের ম্যাজিক ফিগার এই বছরই ছুঁতে চাইবেন তিনি।

৩.৫ ওভারে ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট আজ আর্শদীপের (Arshdeep Singh) ঝুলিতে। ইকোনমি মাত্র ৩.৭০। স্বাভাবিক কারণেই ম্যাচের সেরার পুরষ্কার পেয়েছেন পাঞ্জাবের পেসারই। খেলা শেষে সাক্ষাৎকারে ফাঁস করেন আজকের গেমপ্ল্যান’ও। তরুণ ফাস্ট বোলার জানান, “যে দিক থেকে আমি বোলিং করছিলাম, সেদিক থেকে হাওয়া দিচ্ছিলো। যেভাবে উইকেট চেয়েছিলাম ঠিক তেমনভাবে না পেলেও সাফল্য যে পেয়েছি তাতে খুশি। হাত থেকে বল কেমনভাবে বেরোচ্ছে তার উপর নির্ভর করে অনেককিছু। কব্জির ছোটোখাটো বদল কার্যকরী হয়। আমি ক্রমাগত শিখতে থাকি, নতুন জিনিস নিয়ে নাড়াচাড়া করি। অভিজ্ঞতা তো রয়েছে। যত খেলবো তত উন্নতি করবো।” “দলের সকলে ভালো খেলেছে। মায়াঙ্ক দুর্দান্ত ছিলো।” সংযোজন তাঁর। টি-২০তে সাফল্যের মন্ত্র কি? আর্শদীপের উত্তর, “মাঠ ও পরিস্থিতির সাথে দ্রুত মানিয়ে নেওয়া।”

Also Read: IND vs BAN: ব্যাটে-বলে কুপোকাত বাংলাদেশ, ৪৯ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া !!

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *