IND vs BAN

IND vs BAN: গ্বালিয়রে আজ প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি ভারত ও বাংলাদেশ (IND vs BAN)। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহদের মত প্রথম শ্রেণির অনেক বোলারই নেই এই সিরিজে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুটি টেস্ট সিরিজের কথা মাথায় রেখে টি-২০তে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁদের। অপেক্ষাকৃত তরুণ বোলিং লাইন-আপ নিয়েও অবশ্য বাংলাদেশকে অল্প রানের মধ্যে বেঁধে ফেলতে বিশেষ সমস্যা হলো না টিম ইন্ডিয়ার (Team India)। ১৯.৫ ওভারে মাত্র ১২৭ রানের মধ্যেই গুটিয়ে গিয়েছে টাইগারবাহিনী। ৩টি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী। উইকেট পেয়েছেন হার্দিক, ওয়াশিংটন, মায়াঙ্ক যাদবরাও।

Read More: IND vs BAN: “আজকেও হারতে হবে…” ভারতের বিরুদ্ধে ১২৭ রানে শেষ হলো বাংলাদেশের ব্যাটিং, সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা !!

১২৮ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমেছে ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল, শুভমান গিলের মত তারকারা না থাকায় সম্ভাব্য ওপেনিং জুটি নিয়ে প্রশ্ন ছিলো। গতকালই অধিনায়ক সূর্যকুমার জানিয়েছিলেন যে অভিষেক শর্মা’র (Abhishek Sharma) সঙ্গে ইনিংসের সূচনা করবেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ভারতের নতুন ওপেনিং জুটি আজ বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) শুরুটা করেছিলেন আশা জাগিয়েই। প্রথম ওভারে স্কোরবোর্ডে উঠেছিলো দশ। জোড়া বাউন্ডারি হাঁকান সঞ্জু। দ্বিতীয় ওভারেও মারমুখী মেজাজে ছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। প্রথম বলটিকে আছড়ে ফেলেন গ্যালারিতে। দ্বিতীয় ও চতুর্থ ডেলিভারিতে আসে বাউন্ডারি। জিম্বাবুয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই টি-২০ শতক করে ফেলেছেন অভিষেক, আজও ইঙ্গিত দিচ্ছিলেন বড় রানের।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুযোগ পান নি অভিষেক। প্রত্যাবর্তনের ম্যাচে শুরুটা ভালো করেও বড় রান পেলেন না তিনি। তাস্কিনের ওভারের শেষ বলটিকে শর্ট মিড উইকেটের দিকে ঠেলে দিয়েছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা অভিষেক সিঙ্গলের জন্য দৌড় শুরু করেন। সতীর্থের ‘কলে’ সাড়া দিয়ে খানিক এগিয়ে যান সঞ্জু স্যামসন’ও। কিন্তু রানের সম্ভাবনা নেই বুঝে পিছিয়ে আসেন তিনি। ততক্ষণে অবশ্য বিপদ ঘটে গিয়েছে। দুর্দান্ত থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন তাওহিদ হৃদয়। রানিং বিট্যুইন দ্য উইকেটের ভুলবোঝাবুঝির শিকার হয়ে সাজঘরে ফিরতে হয় অভিষেক শর্মা’কে (Abhishek Sharma)। মাত্র ৭ বলে ১৬ রান করে গ্বালিয়রের মাঠে থামলো তাঁর ইনিংস। দ্বিতীয় ওভারে ২৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় টিম ইন্ডিয়া।

দেখে নিন অভিষেকের উইকেট’টি-

Also Read: IND vs BAN 1st T20i: গ্বালিয়রে বেসামাল বাংলাদেশ, প্রতিপক্ষকে কেবল ১২৭ রানেই রুখে দিলো টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *