IND vs BAN: আগুনে ছন্দে টিম ইন্ডিয়া (Team India)। গত জুন মাসেই টি-২০ বিশ্বকাপ জিতেছে তারা। সরে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন সুপারস্টার। নতুনদের সাথে নিয়ে দল পুনর্গঠনের কাজ শুরু করেছেন নবনিযুক্ত কোচ ও অধিনায়ক। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে বিদেশের মাঠে এসেছিলো সাফল্য। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষেও (IND vs BAN) সেই দাপট ধরে রাখলো ভারত। গ্বালিয়র ও দিল্লীতে ভারতের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারে নি বাংলাদেশ। সেই একই ছবি দেখা গেলো আজ হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামেও। টিম ইন্ডিয়ার ব্যাটিং বিক্রমের সামনে অসহায় আত্মসমর্পণের পথই বেছে নিলেন শান্ত-লিটনরা। ‘মেন ইন ব্লু’র ২৯৭ রানের জবাবে বাংলাদেশ থামলো ১৬৪ তে। ১৩৩ রানের বিশাল ব্যবধানে হেরেই ভারতসফরে ইতি টানলেন শান্ত-লিটনরা।
Read More: “জিম্বাবার…”, ম্যাচের মাঝেই বাবর’কে ‘অপমান’ শাহীন আফ্রিদির, ফের প্রকাশ্যে পাক দলের অন্তর্দ্বন্দ্ব !!
১) তৃতীয় ওভারে প্রথম ধাক্কা খায় ভারত-
সাফল্যের জন্য বিশেষ অপেক্ষা করতে হয় নি বাংলাদেশকে। ম্যাচের তৃতীয় ওভারের প্রথম বলেই উইকেট তুলে নেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব (Tanzim Hasan Sakib)। ৪ বলে ৪ রান করে মেহদী হাসানের হাতে ক্যাচ তুলে দেন অভিষেক শর্মা। এই নিয়ে চলতি সিরিজের তিনটি ম্যাচেই ব্যর্থ হলেন বাম হাতি ওপেনার। ২৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় টিম ইন্ডিয়া।
২) ছক্কা মেরে দৌড় শুরু সূর্যকুমারের-
তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আজ নিজের ইনিংসের শুরুটাই ছক্কা হাঁকিয়ে করেন তিনি। তানজিম সাকিব’কে ঐ ওভারেই একটি চার’ও মারেন তিনি। আজ সূর্যের ব্যাটিং বিক্রমে ব্যাকফুটেই রইলেন বাংলাদেশ ক্রিকেটের জুনিয়র সাকিব। ষষ্ঠ ওভারেও ভারত অধিনায়কের মুখোমুখি হয়েছিলেন তিনি। পরপর তিনটি বাউন্ডারি হজম করতে হয় তাঁকে। কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে ঐ ওভারেই একটি ছক্কা’ও হাঁকান সূর্য।
৩) রিশাদ-তাস্কিন’কে দুঃস্বপ্ন উপহার দিলেন সঞ্জু-
গতকাল সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেছিলেন যে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) আরও একটা সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট। তাঁর আস্থার দাম আজ দিলেন কেরলের উইকেটরক্ষক-ব্যাটার। ম্যাচের দ্বিতীয় ওভারেই তাস্কিন আহমেদকে টানা চারটি চার মারেন তিনি। এরপর দশম ওভারে জ্বলে উঠলেন রিশাদ হোসেনের (Rishad Hossain) বিরুদ্ধে। প্রথম ডেলিভারিটি ডট হয়। এরপরের পাঁচটি বলকেই গ্যালারিতে আছড়ে ফেলেন তিনি।
৪) টি-২০ শতরান সঞ্জু স্যামসনের-
দুর্ধর্ষ পারফর্ম্যান্স সঞ্জু স্যামসনের (Sanju Samson)। বাংলাদেশী বোলারদের যাবতীয় আক্রমণ ভোঁতা করে কেরিয়ারের প্রথম টি-২০ শতরান করেন তিনি। ১১টি চার ও ৮টি বিশাল ছক্কার সাহায্যে ১১১ রান করেন তিনি। ১৭৩ রানের জুটি গড়েন সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সাথে। যখন আউট হন, তখন ভারতের স্কোরবোর্ডে ১৯৬।
৫) রেকর্ড রান টিম ইন্ডিয়ার-
সঞ্জু’র (Sanju Samson) মতই আজ অনবদ্য ব্যাটিং অধিনায়ক সূর্যকুমার যাদবেরও। ৩৫ বলে ৭৫ করেন তিনি। এরপর জ্বলে ওঠে হার্দিক পান্ডিয়ার ব্যাট। তিনি ১৮ বলে করেন ৪৭ রান। ঝোড়ো ৩৪ করেন রিয়ান পরাগ’ও। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৯৭ তোলে ভারত। টি-২০ ইতিহাসে এক ইনিংসে এটাই টিম ইন্ডিয়ার সর্বোচ্চ রান।
৬) খাতা খোলার আগেই সাজঘরে ইমন-
ওপেনিং জুটিতে আজ বদল ঘটিয়েছিলো বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের সাথে ইনিংসের শুরুতে মাঠে নেমেছিলেন তানজিদ হাসান তামিম। প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। মায়াঙ্ক যাদবের বলে রিয়ান পরাগের হাতে ক্যাচ দিয়ে বসেন ইমন।
৭) প্রত্যাঘাতের প্রয়াস শুরু বাংলাদেশের-
২৯৮ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমেছিলো বাংলাদেশ। জয়ের আশা যে খুবই ক্ষীণ তা অনুধাবন করতেই পেরেছিলো তারা। তবুও মরিয়া চেষ্টা করতে দেখা যায় ব্যাটারদের। তানজিদ তামিম (১২ বলে ১৫), নাজমুল হোসেন শান্ত (১১ বলে ১৪) ইনিংস দীর্ঘায়িত করতে পারেন নি। যথাক্রমে ওয়াশিংটন সুন্দর ও রবি বিষ্ণোইয়ের শিকার হয়ে ফেরেন তাঁরা। তাওহিদ হৃদয়কে সাথে নিয়ে খানিক লড়াই চালান লিটন দাস (Litton Das)। এক ওভারে পাঁচটি চারও মারেন তিনি। কিন্তু ২৫ বলে ৪২ করে থামেন তিনিও। বিষ্ণোইয়ের শিকার হয়ে লিটন ফিরতেই চাপ বাড়ে বাংলাদেশের উপর।
৮) একা কুম্ভ হয়ে লড়লেন হৃদয়-
কোনো রকম অঘটন যে হায়দ্রাবাদে অন্তত দেখা যাবে না তা লিটনের উইকেট যাওয়ার পরেই বোঝা গিয়েছিলো। কিন্তু কতদূর লড়তে পারে বাংলাদেশ, সেদিকে নজর ছিলো সকলের। কিন্তু সম্পূর্ণ ব্যর্থ তাদের লোয়ার অর্ডার। কেরিয়ারের শেষ টি-২০ ম্যাচে ৮ রান করেন মাহমুদুল্লাহ। রিশাদ হোসেন, শেখ মেহদী, তানজিম হাসান সাকিব-প্রতিরোধ গড়ে তুলতে পারেন নি কেউই। একমাত্র লড়াই চালিয়ে যান তাওহিদ হৃদয় (Towhid Hridoy)। বিপিএলের সৌজন্যে নিজের আলাদা পরিচিত তৈরি করেছেন তিনি। আজ অপরাজিত রইলেন ৪২ বলে ৬৩ করে। কিন্তু যথেষ্ট হলো না তা।
৯) বিশাল জয় পেলো টিম ইন্ডিয়া-
ভারত সফরে এসে পাঁচটি ম্যাচ খেলেছে বাংলাদেশ (IND vs BAN)। তারা হেরেছে পাঁচটিতেই। লজ্জায় ডুবে দেশে ফিরছেন টাইগাররা। পড়শি দেশে যখন অন্ধকার তখন ঘরের মাঠে উজ্জ্বল টিম ইন্ডিয়া। এই নিয়ে টানা দুটি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলো তারা। ১৩৩ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিলো তারা আজ। গ্বালিয়রে ৮৬ রানের ব্যবধানে জিতেছিলেন সূর্যকুমাররা। সেই ব্যবধানকেও আজ পিছনে ফেললো ভারত।