ind-vs-ban-3rd-t20-dream11-prediction

IND vs BAN: গ্বালিয়র ও দিল্লীতে ভারতের বিরুদ্ধে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারে নি বাংলাদেশ (IND vs BAN)। ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং-ক্রিকেটের তিন বিভাগেই কয়েক যোজন পিছিয়ে থেকেছে টাইগারবাহিনী। প্রথম ম্যাচে ৬ উইকেটের ব্যবধানে জিতেছে ‘মেন ইন ব্লু’ আর দ্বিতীয় খেলায় জয়ের ব্যবধান ৮৬ রান। সিরিজ হাতছাড়া হওয়ার পর লিটন-শান্তদের সামনে আজ শেষ সুযোগ মুখরক্ষার। হায়দ্রাবাদে জিতলে দেশে ফেরার আগে খানিক সান্ত্বনা মিলতে পারে তাঁদের। পক্ষান্তরে শ্রীলঙ্কার পর টি-২০তে বাংলাদেশকেও হোয়াইটওয়াশ করার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Team India)। আত্মবিশ্বাসের শিখরে রয়েছে ভারতীয় শিবিরে। আজও জয়ই একমাত্র লক্ষ্য তাদের। গ্বালিয়র বা দিল্লীর মত আজ হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামেও দুই দলের মানের পার্থক্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চান রিঙ্কু-হার্দিকরা (Hardik Pandya)।

টি-২০ সিরিজের (IND vs BAN) অন্তিম ম্যাচে কারা নিতে পারেন নির্ণায়ক ভূমিকা? প্রশ্নের উত্তরের সন্ধানে ক্রিকেটমহল। ব্যাট হাতে ভারতের তুরুপের তাস হতে পারেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), রিঙ্কু সিং-রা (Rinku Singh)। নজর থাকবে দুই পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও নীতিশ কুমার রেড্ডি’র (Nitish Kumar Reddy) দিকে। ফর্মে রয়েছেন দু’জনেই। গত দুই ম্যাচে বড় রান পান নি ভারতীয় উইকেটরক্ষক সঞ্জু স্যামসন (Sanju Samson)। আজ নিজেকে মেলে ধরার শেষ সুযোগ তাঁর সামনে। হায়দ্রাবাদে ভারতের ঘূর্ণি বোলিং-এর মুখ হতে পারেন বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। নজর কাড়তে পারেন তরুণ পেসার আর্শদীপ সিং-ও। চলতি সিরিজে বাংলাদেশের পারফর্ম্যান্স মোটেই ভালো নয়। তবুও লাল-সবুজ জার্সিতে নজর থাকবে তাওহিদ হৃদয়, লিটন দাস, মেহদী হাসান মিরাজ, তাস্কিন আহমেদদের দিকে।

Read More: IND vs NZ: নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা ভারতের, নতুন সহ-অধিনায়ক পাচ্ছে টিম ইন্ডিয়া !!

IND vs BAN ম্যাচের সময়সূচি-

তৃতীয় টি-২০ ম্যাচ

তারিখ- ১২/১০/২০২৪

ভেন্যু- রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ

সময়- সন্ধ্যে ৭টা (ভারতীয় সময়)

Hyderabad Pitch Report (পিচ রিপোর্ট)-

Rajiv Gandhi International Cricket Stadium | Image: Getty Images
Rajiv Gandhi International Cricket Stadium | Image: Getty Images

হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ভারত ও বাংলাদেশের (IND vs BAN)। এই বছরের আইপিএলে এখানে নিয়মিত বড় রান উঠেছে। আজও তেমনটা হতে পারে বলে আশায় ক্রিকেটমহল। বাইশ গজ ব্যাটিং সহায়ক হলেও শুষ্কতার কারণে খানিক সাহায্য আশা করতে পারেন স্পিনার ও মিডিয়াম পেসাররা। এখানে প্রথম ইনিংসে গড় স্কোর ঘোরাফেরা করে ১৭৭-এর আশেপাশে। আর দ্বিতীয় ইনিংসে তা কমে দাঁড়ায় ১৫১-এর কাছাকাছি। পরিসংখ্যান বলছে যে এখানে ইতিপূর্বে আয়োজিত ৬টি টি-২০’র মধ্যে ৪টিতে প্রথম ব্যাটিং করা দল জিতেছে। আর ২টিতে জয় পেয়েছে পরে ব্যাটিং করা দল। তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ করে টসজয়ী দল প্রথমে ব্যাটিং বেছে নিতে পারে।

Hyderabad Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Hyderabad Weather Forecast | Image: Twitter
Hyderabad Weather Forecast | Image: Twitter

প্রথম দুটি টি-২০তে বাধা হয়ে দাঁড়ায় নি প্রকৃতি। বিনা বাধায় আয়োজিত হয়েছে ম্যাচদুটি। কিন্তু হায়দ্রাবাদের তৃতীয় টি-২০টি নিয়ে চিন্তার ভাঁজ ক্রিকেটজনতার কপালে। হাওয়া অফিস জানিয়েছে যে ৫০ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রী সেলসিয়াস। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে চলেছে ৭৬ শতাংশ। যা মাঠে অস্বস্তি বাড়াবে ক্রিকেটারদের। ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা রয়েছে আজ।

IND vs BAN হেড টু হেড পরিসংখ্যান-

IND vs BAN | Image: Getty Images
IND vs BAN | Image: Getty Images

ভারত ও বাংলাদেশের (IND vs BAN) মধ্যে টি-২০ দ্বৈরথ হয়েছে ১৬ বার। একপেশে দাপট দেখিয়েছে টিম ইন্ডিয়া। তারা জিতেছে ১৫টি ম্যাচ। বাংলাদেশের জয়ের সংখ্যা মাত্র ১। ঘরের মাঠে ভারত জিতেছে পাঁচটি ম্যাচ। বাংলাদেশের মাঠে তারা টাইগারদের হারিয়েছে ৩ বার। বাকি ৭টি জয় এসেছে নিরপেক্ষ ভেন্যুতে। পক্ষান্তরে বাংলাদেশের একমাত্র জয়টি এসেছে দিল্লীর মাঠে ২০১৯ সালে। হোমগ্রাউন্ড বা নিরপেক্ষ ভেন্যুতে কখনও তারা ভারতকে হারাতে পারে নি।

দুই দলের সম্ভাব্য একাদশ-

IND vs BAN | Image: Getty Images
IND vs BAN | Image: Getty Images

ভারত (IND)-

সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নীতিশ কুমার রেড্ডি, রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, হর্ষিত রাণা।

বাংলাদেশ (BAN)-

তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহদী হাসান মিরাজ, জাকির আলি অনীক, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাস্কিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

IND vs BAN 3rd T20i, Dream 11 Prediction-

ব্যাটার- সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, তাওহিদ হৃদয়

অলরাউন্ডার- হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি, মেহদী হাসান মিরাজ

উইকেটরক্ষক- সঞ্জু স্যামসন, লিটন দাস

বোলার- আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, তাস্কিন আহমেদ, ওয়াশিংটন সুন্দর

অধিনায়ক- হার্দিক পান্ডিয়া

সহ-অধিনায়ক- নীতিশ কুমার রেড্ডি

বিধিসম্মত সতর্কীকরণ-

পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।

Also Read: IPL 2025: অমূল্য রতন হাতছাড়া করবে না লক্ষ্ণৌ সুপারজায়ান্টস, নিলাম থেকে দলে ফেরাবে চার ক্রিকেটারকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *